![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবন ভাল্লাগেনা আর...খরগোশ হয়ে জন্মাতে চাই...বাচ্চা খরগোশ...!বাবু খরগোশ...!!পিচ্চি খরগোশ......!!
আজকে একটা পিচ্চি মাছরাঙ্গাকে মামনি বলে ডেকেছি......!!!
কি করব.........ভাবলাম,,,পাখিটার বুঝি মন খারাপ.......
একা একা কেমন বিষন্ন ভঙ্গিতে বসে চুপচাপ বৃষ্টিতে ভিজছিল.....
একটু্ও নড়াচড়া করছিলনা......
আমি জানালার শিকে মাথা ঠেকিয়ে বহুক্ষণ বেচারার দিকে তাকিয়ে রইলাম,,,
অথচ তিনি একবারের জন্যেও মুখ তুলে আমার দিকে তাকালেননা...
অভিমান হল.....,,,
আবার মায়াও হল....
মনে মনে বললাম,,,
মামনি,,,
তোমার কি মন খারাপ???
খুব কি বেশী মন খারাপ???
বোকা পাখিটা ঝট করে উড়ে চলে গেল....
হতচ্ছারার জন্য দরদটাই বৃথা গেল........
বেচারার মন বোধহয় সত্যিই অনেক বেশী খারাপ ছিল......
তাই হয়তো কোন কিছু শেয়ার করতে চাইলনা...........
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭
উলসিত তটিনী বলেছেন: স্মাইলি টা দেখে তোর সেই ভুবন বিখ্যাত হাসির কথা মনে পড়ে গেল...!!!
নি:শব্দ...!!! কিন্তু প্রলয়ংকরী...(যেহেতু টিচারদেরকে ফাকি দিয়ে হাসিটা চেপে রাখতে হত)...!!!
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬
অপ্রচলিত বলেছেন: ব্লগে স্বাগতম। আরও পোস্ট লিখে যান
২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৮
উলসিত তটিনী বলেছেন: ধন্যবাদ..................!!!
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
সরলতা বলেছেন: বোকা পাখিটা বোকাই থেকে গেল!
এতদিন পর লেখালেখি শুরু করলি? তোকে আরো আগেই ব্লগের প্রয়োজন ছিল।