![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.......অপূর্ণ স্বপ্ন......
.
একটা অপূর্ণ স্বপ্ন গিলে ফেলছে আমাকে,
কে যেনো সবুজ রুমাল বিছায়েছে আমার
পদতলে,
আমি রুমালের কারুকার্যে দেখি আমৃত্যু কিছু
স্বপ্ন,
ওপারে লালরঙা শাড়ী গায়ে এক অপ্সরী,
তার নীরব চোখ আর মুখ -
আমার নতমুখী জীবনের ডগায় গজিয়ে তুলে
নতুন কিছু আশা।
আমি আশার জলে সাঁতরায়ে
এক পর্যায়ে ক্লান্ত হই,
রুমালের কারুকার্য পেরুতে পারিনা,
ছুঁতে পারিনা ওপারের লালরঙা
শাড়ীর আচল,
এভাবে হঠাৎ বিষন্ন চোখে নামে আমাবস্যা -
অন্ধকারের গহ্বরে হারিয়ে যায় অনিন্দ্য
স্বপ্নঘোর।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৩
উমায়ের আহমেদ বলেছেন: অনুপ্রাণিত
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লেগেছে কবি। এগিয়ে যান, শুভাশিস রইল।