নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর খুঁজে নিরবধি..

উমায়ের আহমেদ

খুব সাধারণ বালক। দ্বীপ্ত জ্ঞানের সব্যসাচী।

উমায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০

--অপেক্ষা.
.উমায়ের আহমদ।

সকাল থেকে দুপুর তারপর রাত,
দিন পেরিয়ে সপ্তাহ এভাবে বছর কি মাস
কেটে-ই যাচ্ছে,
এখনো শূন্য বুকে বিশাল খরা;
সুরভী বসন্ত এখনো তা সিক্ত করতে পারিনি,
তোমার শেষ মুহূর্তের স্মৃতিতে
সে বুক ফেটে চৌচির হয়,
এখনো রাতের চাঁদে তোমার কৃত্রিম রূপ
প্রত্যক্ষ করে,
জ্যোৎস্নার শরীরে গন্ধ শুকে তোমার,
নিশুতি রাত্তির গভীর থেকে ভেসে আসে
নূপুরের ঝনঝন আওয়াজ,
এখনো ফাগুন আসে থেকে থেকে কোকিলের
কন্ঠে ধ্বনিত হয় দীর্ঘ শ্লোক কেবল রচিত হয়
না তোমায় নিয়ে নতুন কোনো প্রেম কাব্য,
মেটোপথ, স্রোতস্বিনী, শটিবন, গোধূলী
সন্ধ্যা, জীর্ণ কুটির, নীল আকাশ, স্পেশালি
একজন সবাই তোমার পথপানে চেয়ে আছে,
ওদের কাছে তোমার স্মরণ ছাড়া
আর কোনো স্মৃতি নেই,
এবার ফিরে এসো ;
সিক্ত করো বহুকালের বিরহ শেলে উত্তপ্ত
সেই খণ্ডিত বুক।
.
১২-১০-১৬খ্রি.
খাসদবীর/সিলেট।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৭

বিজন রয় বলেছেন: এখনো শূন্য বুকে বিশাল খরা;
সুরভী বসন্ত এখনো তা সিক্ত করতে পারিনি,
তোমার শেষ মুহূর্তের স্মৃতিতে
সে বুক ফেটে চৌচির হয়,

++++++

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩

উমায়ের আহমেদ বলেছেন: thanks a lot

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩

উমায়ের আহমেদ বলেছেন: thanks a lot

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.