![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এনেছিলে ভোর
কেটেছিলো ঘোর
ফুটেছিলো রক্ত গোলাপ।
তুমি দূর বহুদূর
ছড়িয়েছো নূর
থামলো অলিক প্রলাপ।
তুমি বিজয়ী বীর
সত্যের নীড়
দূর কর পাপের পাহাড়।
তুমি বাতিলের ভয়
কি জানি কী হয়
যুদ্ধের সিপাহসালার।
তুমি মদীনার তাজ
হ্রদয়ের সাজ
হেরা গুহার আলো।
তুমি নূরে রাহমাত
দ্বীনে শাফায়াৎ
তুমায় বেসেছি ভালো।
২| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬
আনু মোল্লাহ বলেছেন: বেশ সুন্দর হয়েছে।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১২
নোমান প্রধান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৮
কানিজ রিনা বলেছেন: নবী মোর পরশ মনি, নবী মোর নুরের ছবি
নবী নাম জপে যেজন, সেই দোজাহানের
ধনি। অনেক অনেক ধন্যবাদ,