নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উম্মে ইসরাত

মানুষ স্বভাবতই পরিবর্তনশীল।পরিবেশই তাকে এরূপ করতে বাধ্য করে।হয়ত কখনো তা ভিন্ন আঙ্গিকে ধরা পড়ে।হয়ত নিতান্ত অমূলক কিছু কারণে তা মেকি হয়ে ধরা পড়ে।।বলতে গেলে,প্রথমদিকে ছিল তার সুযোগের অপ্রতুলতা।কিন্তু শত করেই হোক,সময়ের পদক্ষেপে সে পরিবর্তন হয়েছে।এখানেই আমার অস্তিত্ব ।নতুন আঙ্গিকে আমি আমার সমাজকে দেখি,বিশ্বকে দেখি।।i want to do something that will change the whole world

উম্মে ইসরাত › বিস্তারিত পোস্টঃ

মানুষের প্রকৃত মেধা আজ যাচাই হচ্ছে আদৌ??

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭

মানুষের প্রকৃত মেধা আজ যাচাই হচ্ছে কোথায়??

শিক্ষাক্ষেত্রে বললে কি ভুল হবে??মোটেও না।।



দেখুন, আদৌ কি আমাদের শিক্ষার প্রকৃত ইমপ্লিমেনটেশন হচ্ছে??

আমরা শিখছিটা কি??

ব্রিটিশদের সেই কেরানি হওয়ার শিক্ষা??

নাকি বাস্তবতার সাথে লড়াই করার শিক্ষা??

যা শিখছি তার কোনো ইমপ্লিমেন্ট ই নাই, বরঞ্চ এসব শিক্ষা শিক্ষারথীদের নিকট একপ্রকার বোঝাস্বরূপ।

আজ ও মাস্টার্স করেও অনেক যুবক বেকার জীবনে নিপতিত হচ্ছে।।কেন ?কেন? কেন??



কারণ,এই শিক্ষা আমাদের শুধু পাস করার স্পৃহা জোগায়।তাছাড়া আর কিছুই না।

শিক্ষার এই প্লাটফরমটাই যদি এরূপ নৈরাজ্যকতার আবাসস্থল হয়,তাহলে দেশের উন্নয়ন কোথায় হবে শুনি??

উন্নয়নশীল দেশ হিসেবে রয়েই থাকবে।।

আর সরকার ও আশ্বাস দিতেই থাকবে।আর আমরা ঘুরতেই থাকব। X((

এমন অনুকরণের দরকার নাই,যা নিতান্তই মেকি X(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

অনুপম দেবাশীষ রায় বলেছেন: স্বাগতম :)

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

উম্মে ইসরাত বলেছেন: B-) ভালো হয়েছে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.