![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ স্বভাবতই পরিবর্তনশীল।পরিবেশই তাকে এরূপ করতে বাধ্য করে।হয়ত কখনো তা ভিন্ন আঙ্গিকে ধরা পড়ে।হয়ত নিতান্ত অমূলক কিছু কারণে তা মেকি হয়ে ধরা পড়ে।।বলতে গেলে,প্রথমদিকে ছিল তার সুযোগের অপ্রতুলতা।কিন্তু শত করেই হোক,সময়ের পদক্ষেপে সে পরিবর্তন হয়েছে।এখানেই আমার অস্তিত্ব ।নতুন আঙ্গিকে আমি আমার সমাজকে দেখি,বিশ্বকে দেখি।।i want to do something that will change the whole world
এমনটাই কি চলতে থাকবে?
আজ ও কি আমাদের নিরাপত্তা নেই??
প্রতিনিয়ত নারীদের হতে হচ্ছে নির্যাতনের শিকার,প্রতারণার শিকার।।
সেদিনই ওই মেয়েটি টিএসসিতে গিয়েছিল পহেলা বৈশাখ উদযাপন করতে,ফিরে আসতে হল ইজ্জত হাতে নিয়ে।।
তাও পাবলিক এর সামনে,এতগুলো মানুষের সামনে ।।
যেই এগিয়ে আসবে,তাকেও যদি এরুপ করা হয়??এরুপ ভেবে অনেকেই এগিয়ে আসে নি।
এমনটি শুধু আজ নয়,বহুকাল আগ থেকেই চলে আসছে।।
আজ আমরা শত মানব বন্ধন করি,শত কিছু করি না কেন, কালকে বা পরশু যদি আমাদের সাথেই হয়ে যায় ,এরুপ ভেবে কাপুরুষতার কবলে পড়ে অনেকেই হয়ত চুপই থাকবে।।
যদি সেদিন সকলেই এগিয়ে আসতো,তবে মেয়েটির কখনোই আজ এরূপ দিন দেখতে হতো না।
নাহ,কখনোই না...।
মেয়েটির কি দোষ ছিল?--সে মেয়ে এজন্যে?
--নাকি পহেলা বৈশাখ উদযাপন করতে এসেছিল এজন্যে??
সবচেয়ে নিকৃষ্টতম বিষয়টি এখানেই,যখন মেয়েটিকে বলা হয়,
"তোমার এরূপ অবস্থার জন্য তুমি নিজেই দায়ী,আর কেউ নয়।''------তখন আর কিছুই বলার থাকে না।
আমরা একা হয়ত কখনোই ওই মানুষদের শাস্তি দিতে পারব না।।কিন্তু কালকে বা পরশু যাতে আরেকটি মেয়ের সাথে এরূপ না হয়,তার নিরাপত্তাতো দিতে পারি??
প্রশাসন কি আদৌ কিছু দেখছে না??হয়তো না।
কিন্তু আমরা তো দেখছি।।তাহলে আমরাও কেন চুপ?
একজন মেয়ে হয়েও যদি এরুপ চুপ থাকি,তবে ওইরূপ গ্যাঙদের চেয়েও নিকৃষ্ট আমিই।
আজ ঘটনাটি দেখে বা শুনে একটুও যদি কারো মানবতাবোধ জাগে, তাহলে চুপ করে থেকুন না।
আমরা চেইঞ্জ হলেই তখন সমাজ চেইঞ্জ হবে।।তা বরঞ্চ আর কোনো উপায় নেই।।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
উম্মে ইসরাত বলেছেন: -_- ..
esb er nirmul howa uchit...ar koto???? bshe thkeo kno lav nai
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১
সুলতানা রহমান বলেছেন: ঘটনা ঘটে যাওয়ার পর অনেকেই (ছেলেরা) ঘৃণা প্রকাশ করছে। কিন্তু তাতে তো কোন লাভ হবে না।