![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর দশ জনের মতো আমিও একজন সাধারণ বাংলাদেশী। সাধারণ হলেও মনের সুপ্ত ইচ্ছা ছিল দেশের জন্যে কিছু করা। সেই জন্যেই লিখি লিখেই কিছু করার ইচ্ছা। শুরু করেছিলাম সাংবাদিকতা দিয়ে, তাই বলতে পারেন আমি একজন সাংবাদিকও।
(সূত্রঃ আইসিসির ওয়েবসাইট) তাসকিনকেও অবৈধ ঘোষণা করেছে আইসিসি।
বাংলাদেশ দলের কোচের কথার সূত্র ধরেই বলতে হয়। তাসকিনের গতির জন্যে ভয় পেয়ে থাকেন। তাহলে একটা ঘোষণা করে দেন...
বাংলাদেশের কেউ ভালো খেলতে পারবে না। যে ভালো খেলবে তাকে তো অবৈধ করা হবেই। যদি দলের সবাই ভালো খেলে তবে গোটা_দলটাকেই_অবৈধ করা হবে।
খেলে তো পারবেন না তাই ক্ষমতা নিয়েই থাকুন।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
সত্যবাদী যুবক বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ.।.।.।.।.।.।.।.।.
২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
এরশাদ বাদশা বলেছেন: বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আশা করছি এর প্রতিশোধ খেলায় নেবে টাইগাররা। জান বাজি রেখে লড়া চাই। বঙ্গবন্ধুর যুদ্ধের ডাক আবার ওদের কানে পৌঁছে দিতে চাই- তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮
সত্যবাদী যুবক বলেছেন: জয় হোক টাইগারদের......জয় হোক ক্রিকেটের.......
৩| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা বীরের জাতী। আমরা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ভারত পাকিস্তানের মতো মধ্যরাতে টেবিলে বসে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ভাগ করে নিইনি। সুতরাং, ভারত যতই ষড়যন্ত্র করুক, আইসিসির ঘুষখোর আম্পায়াররা যতই আমাদের ক্রিকেটারদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত দিক, আমরা যুদ্ধ করেই একদিন ক্রিকেট বিশ্বে সেরার মুকুট পরবো ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
সত্যবাদী যুবক বলেছেন: জয় হোক টাইগারদের......জয় হোক ক্রিকেটের......
৪| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
সাগর মাঝি বলেছেন: থুথু মারি পক্ষপাতি-আইসিসি তোর আদর্শে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
সত্যবাদী যুবক বলেছেন: জয় হোক ক্রিকেটের......
৫| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
সাগর মাঝি বলেছেন: আইসিসি= ইন্ডিয়ার ক্রিকেট চামচা
৬| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪
ইস্কান্দার মীর্যা বলেছেন: আমার বিশ্বাস তাসকিন আহমেদ, আরাফাত সানীরা সাম্প্রতিক সময়ে আমাদের দেশী সমর্থকদের অসৌজন্যতার বলি। শুধু শুধু ভীনদেশীদের দোষ খুঁজে কি লাভ ? বিদেশী মেহমানদের গালি দেয়া, মারধর করা, ডানা ঝাপটে মাসল দেখানোর নাম বীরত্ব নয়, সবার আগে চাই এই বেসিকটার প্রশিক্ষণ ।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:০২
সত্যবাদী যুবক বলেছেন: ভিত্তিহীন কথা!
আপনি মনে হয় ভারতের ক্রিকেটে দর্শকদের আচরণের কথা ভুলে গেছে অথবা জানেন না। যাই হোক আপনার উপর সম্মান প্রদর্শন করেই আবারও বলছি----
ভিত্তিহীন কথা।
৭| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১২
Shikdar বলেছেন: ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বচন টি বাদ দিয়ে বলতে হবে
ক্রিকেট আইসিসির ষড়যন্ত্রের খেলা
দুর্বল দেশের যে ভালো খেলবে তার বিরুদ্ধে নোঙরামির ফলা!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
বিজন রয় বলেছেন: ছিঃ ছিঃ