![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হয়তো আমি সুখী হতে চাই না।
--তাহলে?
- হয়তো শান্তি চাই শুধু।
-- পার্থক্য কোথায়?
- পার্থক্য? সেটা আমিও ভালো করে বলতে পারবো না বোধহয়। শুধু মনে হয় যেনো, সুখের জন্যেও দাম দিতে হয়। নিজের অপ্রাপ্তি, কিছু কষ্ট বা লুকোনো ভয়গুলো ভুলে যেতে হয় বা বিসর্জন দিতে হয়। কিন্তু এগুলো নিয়েও কিন্তু শান্তিতে থাকা যায়। গোপন সম্পদের মত বাক্সবন্দী কিছু অনাকাঙ্ক্ষিত অনুভূতি, যাদের হয়তো কষ্ট, লজ্জা, ভয় বা রাগ এসব নামে ডাকি আমরা, সেগুলো অনেকদিন পর পর খুঁটিয়ে খুঁটিয়ে ভেবে দেখা বা অনুভব করার মধ্যেও একধরনের শান্তি আছে।
-- তোমার কি অনেক দু:খ?
- না তো! আসলে আমার বিলাসিতা করার মতো খুব বড় কোনো দু:খ নেই। খুচরো কিছু কষ্ট আছে, সেগুলোই খুব যত্ন করে রাখি। কষ্টের কারণগুলো নিয়ে ভাবি মাঝে মাঝে।ভালো লাগে। মনে হয়, এগুলো না থাকলে আমি আর আমি থাকবো না। অন্যকেউ হয়ে যাবো।
-- শুধু দু:খ নিয়েই শান্তিতে থাকতে চাও? সুখের অনুভূতি গুলোর কি দোষ? নাকি তোমার সারাজীবন শুধু দু:খ পেয়েই কেটে গেছে?
- সুখ বা দু:খ যাই হোক না কেনো, সবটা নিয়েই শান্তিতে থাকা যায়। কিন্তু শুধু সুখেই থাকতে চাই, এটা ভাবতে গেলেই কেনো যেনো স্বার্থপর মনে হয় নিজেকে। শান্তি মানে আমার মনে হয়, আমি যাই হই না কেনো বা আমার যা কিছু আছে সব মেনে নিয়ে নিজেকে ভালোবাসা। আমি নিজেকে ভালোবাসতে চাই।
-- তুমি কি নিজেকে ভালোবাসো না?
- এখনো পুরোপুরি বাসতে পারিনি। তাইতো শান্তি পাই না।
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
অচেনা ১৩ বলেছেন: হাহাহা..। আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। ভ্রম কেটে গেলে অন্য কিছুও মনে হতে পারে। তাই এই হাবিজাবি লেখা গুরুত্ব সহকারে না নেয়াই ভালো।
কমেন্টের জন্য ধন্যবাদ। @সচেতনহ্যাপী
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১২
সচেতনহ্যাপী বলেছেন: সবচেয়ে বড় কথা শুখের জন্য "অনেক মূল্য" দিতে হলেও শান্তির জন্য দিতে হয় না কিছুই।। একেবারেই বিনামূল্যে