![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ
আমার দুঃখ রেখার আঁতুড়ঘরে
যখন তখন লাগে দ্রৌপদী হাওয়ার আগুন,
সোনালী শোকে উলঙ্গ তারার পঙতি এঁকে নামে
মাতৃহীন দূরের আকাশ;
বুক ভেঙ্গে আরও কাছে আসে মৌণতার আয়ুকাল,
জং ধরা জল জলাঙ্গে ইচ্ছে হলেই আড়ি পেতে শুনি
সাঁওতাল ডুবুরীর অকাল মরণ-
গানে গানে ছিঁড়ি শব - ভয় বৃত্তান্ত তোরণ কিছুটা
সুখ অসুখ কিংবা অবহেলার বীজে ক্রুশ বিদ্ধ যিশু'র
গোপন নিরাময় চেয়ে মানুষের চামড়া -চুল -নাম -সমাধি
বদল করে আনি পিঁপড়েদের বাড়িঘর ভবিষ্যত।
বিষাদের বয়ঃসন্ধি এতো আমার গত বসন্তে
মরে যাওয়া অদেখা জন্মের উদীচী উদ্ভিদ -
বিষাদের বয়ঃসন্ধি আমার শুদ্ধ বেদনার
চির সবুজ কারুকাজ।
২| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩
বকুল০৮ বলেছেন:
বিষাদের বয়ঃসন্ধি আমার শুদ্ধ বেদনার
চির সবুজ কারুকাজ।
------------------------------
দারুণ!
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬
সাফরিনলিপি বলেছেন: ভাল লাগলো, অনুসরণ করলাম।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
বিষাদের বয়ঃসন্ধি আমার শুদ্ধ বেদনার
চির সবুজ কারুকাজ।
চমৎকার +++