![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ
তখনো আড়াল ভুল বয়োঃসন্ধি'র সী-বিচে
ঝাকড়া চুলের উস্কানি, অমাবস্যা বলে কিছু জন্মায়নি,
গায়ে রাংতা মেখে কানামাছি'র দ্বীপে আমায় নিতে
ভেসে আসেনি কোন পরিচিত কাগজের নৌকো;
তখন পুতুলের জামা ছিঁড়ে
কাঠবিড়ালী'র কোমর বেয়ে কেবলই উঠেছে দারুচিনি সুতো;
তখন পৃথিবী ছিল গ্রামের খুব কাছে-
নদীগুলো ছিল আরও কম দূরত্বের আপন টলটলে,
নির্জন গাছের পাতায় আমার হাতের রেখা ছিলো আরও -সবুজ -বর্তমান
মৃত আঙ্গুলে বড় হবার ভয় ভবিষ্যত বলে কিছু ছিল না।
এখন আমি সারারাত তন্দ্রার খাঁচায় ঘরদোর্ আটকে
বসে থাকি পলাতক কবুতর।
,
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৮
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালবাসা বন্ধু
২| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
বকুল০৮ বলেছেন:
অমাবস্যা বলে কিছু জন্মায়নি,
গায়ে রাংতা মেখে কানামাছি'র দ্বীপে আমায় নিতে
ভেসে আসেনি কোন পরিচিত কাগজের নৌকো;
.................................................
অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা-
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালবাসা বন্ধু
৩| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি !! অসাধারণ লাগলো কবিতাটি
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালবাসা বন্ধু
৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসাধারণ......! দারুণ লেগেছে
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালবাসা বন্ধু
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১
sraboni বলেছেন: ভাল লাগল। সুন্দর লিখছেন।