![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ
রায়টের পর থেকে ঘুমগুলো কেটে রাখি বনসাই ক্ষেতে,
চোখের পর্দা সরিয়ে লাটিম ঘুরাতে ঘুরাতে
ঝাঁকে ঝাঁকে নামে পেট্রোলবোমার গোল্লাছুট -
ট্র্যাজিডির ছোবল খেয়ে মধ্যরাতে হঠাত হঠাত জেগে উঠি
মাথায় দেশভক্তির ট্রিগার চেপে ঘুমের ভেতর গণতন্ত্রের
বিলি কাটে নুর হোসেন-
'শোধ দেব দিন শেষে বালক বেলার প্রাথমিক ঋণ
খুলে দেব ক্ষান্ত বেদনার ব্যাকুল দুয়ার
পরিণামে পরাধীনতার ভয় দেখালে নিরস্র কবিতার
কুলীন সভায় মিছিল বিপুল মিত্র হবো'
রায়টের পর আঙ্গুল থেকে মুছে গেছে প্রিয়তমার আদরের মুদ্রা,
ডান চোখের মৌলিক সমর্থন,
দুই পয়সার রয়েল কয়েনে দেশের অট্রহাসি নির্ভয়ে কিনে খাবো -
এমন রাজনৈতিক সাহস নেই যে-
ঘুমের ভেতর রাতগুলো আর চোখে রাখতে পারিনা কখন সকাল হবে -
কেউ কি বলতে পারেন?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালোবাসা
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২
টুম্পা মনি বলেছেন: কঠিন কবিতা। ভালো লাগল।