![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ
আদিম আত্মায় মোড়া অসংখ্য অন্ধকার সেলাই
ভর্তি দেহটা যেন জল ধাঁধার খোসা, প্রথম প্রথম
বিচ্ছেদের পর স্মৃতির বনফুলে চোখ কচলে দিনরাত
শূন্যতার বামগাল খেয়ে হয়েছি স্বপ্নবাজ শ্রমিক;
বেলাভূমির গুদামঘরে পোড়া-মাটির কয়েন গিলে
দুঃখের নমরূদ আমার ভাগ্য বদল করে নিলো,
কোনো এক মধ্যরাতে ভুমধ্য-আলোয় ডুবে
জোনাক মুখ মুছে আমার নাম হলো উল্টো পায়ের
বোবা কারিগর-তালুবন্ধী জরাযু মুখে মোমের
হৃতপিন্ডটা নিভতে নিভতে আমি এখন নিগ্রো
কুঁজো বনে ভাষাহীন মুখোশ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালোবাসা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++
শুভেচ্ছা ।