![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ
ব্যর্থতার পুনর্জন্ম লিখতে পাতালপুরীর ক্যামেরায়
প্রতিদিন পালাই ---বোতামে ভাঁজ হয়ে
সুতি গাঙ্গে ভেসে যায় মৃত চাঁদ --
পাথরের পৃথিবী তার স্মৃতি-খোলস খুলে বসে আমার মুঠোয়
ঘুমন্ত প্রজাপতির রুহে দেহে চারেদিকে সা - রে - গা - মা
মাবুদ মাবুদ রবে বাজে পোয়াতি কবিতার
বিষাদগাঁথা গজল চিত্কার,
কি করি- কাকে বলি মস্তিষ্কে ভেজা ঋতুর
বেদুঈন ছায়া- শেকড়- শোক বিস্তার করে আমিও মানুষ;
বেলা শেষে বোবা মনে আমারও ভালো লাগে
নিশি মুদ্রার ভয় ভালবাসা -নির্জনতার আমৃত্যু মূকাভিনয়।
দীর্ঘশ্বাসের কাঠি নেড়ে নেড়ে আঁধারের নাভিমূল সাঁতরে
আরও গভীরে পুরো সাতদিন শুধু তুই জানলিনা মরে যাওয়া
বৃক্ষে অনুশোচনা লিখে লিখে কেটে যায়
আমার রাখাল দিন দুঃখের সংসার কারবালা ।
©somewhere in net ltd.