![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ
জানলা খুলে আরেকটু উঠতে গিয়ে কপালের
কাছেই ভেঙ্গেছে একতলা বাড়ির ছাদ -
নখ কামড়ে একটু নামলে কি হতো?
মরা নদীতেই খুন হয়ে হয়তো ভেসে যেতাম
পা উঠিয়ে আরেকটু ভাসলে কি হতো?
তুড়ি মেরে মিথুন রাতের লম্পট আসমান
চোখ থেকে উত্খাত করে ত্রিস্থানের মাঝামাঝি
হয়তো কোথাও নেমে যেতাম;
শঙ্খ কাঠের সুরম্য নমুনার হিরণ ঠোঁটে
ভুল করে কেউ না কেউ তুলে নিতো
আমার শব।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালোবাসা
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
আলম দীপ্র বলেছেন: ভালোলাগা রইল। ++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
আশিক মুক্তি বলেছেন: অনেক ভালোবাসা
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: ++++
ভালো থাকবেন