![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাম্যবাদী। স্বপ্ন দেখি শোষণ ও পুঁজিবাদমুক্ত সুন্দর পৃথিবীর। ধর্মের ক্ষেত্রে ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেই। অন্যের বিশ্বাসে আঘাত করে ঠোকাঠুকি(বাক্যযুদ্ধ) অপছন্দ করি। সুযোগ পেলে আমার চারপাশের মানুষের দু:খ ঘোচানোর চেষ্টা করি, যদিও আমার নিজের দুখের শেষ নেই।
স্ফুর্তির অনেক রাত আমি নির্ঘুম কাটিয়েছি
চোখের তারায় হাজারো স্বপ্ন এঁকেছি
যেখানে কিছুই ছিলনা, শুধু দুটি প্রানের স্পন্দন
পুষ্পিত সৌরভ হয়ে রঙহীন বাতাসে ভেসেছিল।
এই চাঁদনী ছোয়া দিগন্ত, এই নিলাভ নদী
এমন বহু দৃশ্য আমি ছেড়ে এসেছি।
কল্প লোকের জগত অসুন্দর যদের চেয়ে
তাদেরকেও চলে যেতে দিয়েছি আমি অবলীলায়
ভয়ংকর সৌন্দর্য নিয়ে আমাকে রেখে চলে গেছে তারা।
তোমার স্নেহময়ী কৌমার্যের কাছে
সবাইকে হার মানিয়ে দিয়ৈছি আমি।
আর কতটা পথ বাকী ছিল
অনূভুতির রাজ্যে সর্বত্রই বিহার করেছি আমরা।
কেবল স্পর্শটাই তো বাকী ছিল
অনুভতির রাজ্য চষে, কল্প লোকের জগত ঘুরে
আনন্দময়ীর মত, কত গান, কত কবিতা
অনেক ফসল এনেছি আমরা।
হেমন্তের শেষে অনাগত বসন্তটিকে
কিছুটা সামনে রেখেছিলাম আমরা।
একে সরলচিত্ততা বা উন্মদনার লক্ষন যাই বল
আমি ভালবেসে ফেলেছিলাম ভীষন,
কারন বন্দীত্ব থেকে মুক্ত কেউতো নয়।
তাছাড়া ভালবাসার রঙ দুর্বোধ্য নয়,
এমন কি বর্ণান্ধ তো নই আমি।
মনের কথা, চোখের ভাষা,
যেকোন সুউচ্চ ভাষার চেয়ে তীব্র।
তবে অর কোন প্রশ্নটি অব্যক্ত ছিল,
অপ্রকাশ্য ছিল কোন কথাটি ?
সাহসহীনতার সীকৃতি আজ নিজেকেই দেব
হেমন্তের শেষে অনাগত বসন্তটাকেই
কী? ভেবে সামনে রেখে এসেছি।
শীতের জাড্যতা, কুয়াশার চাদরে
সব ফসল ঢেকে গিয়েছে
আমার সব আনন্দাশ্রু শক্ত তুহিন হল।।
আজ আমি এমন এক জনপদে সেছি
যেখনে নেই বলে কিছু নেই।
তথাপিও আমি চেতনাহীন, অনুভুতি হীন।
জনম জনম অতৃপ্ত থাকার বেদনা
মূর্খ চোখের ঊচ্ছাসে শানিত হচ্ছে দিন দিন।
কেউ এসে বল এখন বাঁচলে কিভাবে বাচব
জীবনের সব অনুভুতি তার কাছে রেখে এসেছি,
আকাশেরে সব চাঁদ তারা তার হাতে বন্দী।
এখানে কোথাও তার ছাঁয়া নেই
তথাপি তার পদশব্দে চমকে উঠি
অন্তর অস্থির হয়, ললাট ঘেমে ওঠে।
যতই চেষ্টা করি মুছে ফেলতে,
দরজা, দেয়ালে, বাতাসে, শূণ্যে
স্মৃতিচিহ্ন গুলি ধারালো হয়ে ওঠে।
পৃথিবীর কত মহতী শত্রুদের জন্যেও
ভালবাসার চেরাগ জ্বালিয়ে গেছে।
আমার জন্য তোমার অন্তরে কিÑ
একটি ক্ষীণ মাটির প্রদীপ ও ছিলনা।
তোমার হৃদপিন্ড কি কেবল
শ্বাস-প্রশ্বাস ও রক্ত সঞ্চালন-ই করে,
কোন তীব্র অনুভুতির খবর সে রাখে না?
তবে আর কোন প্রশ্ন-টি
তোমার অস্তিতহীন হৃদয়ের অনূভুতি কে
সত্যি প্রতিপন্ন করতে পারবে ?
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
তুষার কাব্য বলেছেন: জনম জনম অতৃপ্ত থাকার বেদনা
মূর্খ চোখের ঊচ্ছাসে শানিত হচ্ছে দিন দিন।
ভালো লাগলো...
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: তোমার হৃদপিন্ড কি কেবল
শ্বাস-প্রশ্বাস ও রক্ত সঞ্চালন-ই করে,
কোন তীব্র অনুভুতির খবর সে রাখে না?
সুন্দর