নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল আজ চলে যাই দুজনে দূর সীমানায়
ভেঙ্গে দেই বন্ধন সব, মুছে ফেলে সভ্ভতার খোলস
হয়ে যাই চল আবার আদিম
চলেযাই চল হিমালয়ের গুহায়
তোমার তপ্ত নিশাস আর আমার আদিমতা
মিলে মিশে হোক একাকার
তৃষিত যৌবনে নিয়ে আসি কালবৈশাখি ঝর
মাতাল বাতাস হয়ে উড়িয়ে দেই তোমার সমস্ত লজ্জা
এস আজ হয়ে যাই নির্লজ্জ দুজন
ভেসে যাই অনন্তের অসীম সীমানায়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
একাকি উনমন বলেছেন: ইচ্ছাটা যদি অদম্য হয় তবে যাওয়া যায় নিশ্চই
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
অনীনদিতা বলেছেন: হিমালয়ের গুহায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
একাকি উনমন বলেছেন: হুমম যেতে চাই ।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
জুন বলেছেন: কই যাচ্ছেন জানতে পারি কি উনমন
+
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
একাকি উনমন বলেছেন: হিমালয়ের গুহায়
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
লাবনী আক্তার বলেছেন:
দূর সীমানায় চাইলেই কি যাওয়া যায়????