নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা: আটক ব্লগারদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ব্ল্যাক আউট করে প্রতিবাদ জানাচ্ছে প্রগতিশীল ব্লগগুলো।
ব্লগগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের মৌলবাদ তোষণ এবং ব্লগার গ্রেফতারের প্রতিবাদ- প্রতিরোধে এ ব্ল্যাক আউট।
ব্ল্যাক আউটে রয়েছে, আমার ব্লগ, সচলায়তন, মুক্তাঙ্গন, মুক্তমনা, নাগরিক ব্লগ, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, ক্যাডেট কলেজ ব্লগ, ইস্টিশন ব্লগ এবং সরব। এর সঙ্গে সংহতিতে রয়েছে, আর সব প্রগতিশীল সেক্যুলার প্লাটফর্ম।
ইস্টিশন ব্লগের ফেসবুক পেজে ব্লগার সুশান্ত দাসগুপ্ত বলেছেন, ‘‘অনেকেই হয়তো ভাবছেন যে, ব্লগে ব্ল্যাক আউট করে কি লাভ? বিষয়টাতো লাভ-লোকসানের না। ব্লগে, ফেসবুকে সরকার জামায়াত-বিএনপির বিরুদ্ধে যে সমর্থন পেয়ে আসছে, ওদের ষড়যন্ত্রমূলক যত দুরভিসসন্ধি সেগুলা কারা উন্মোচন করেছে? এই ব্লগাররা। এটা এক বিরাট সমর্থন। এই সমর্থন না পেলে সরকার বুঝবে, ব্লগারদের দাম আছে কি নেই। এই যে তরুণ প্রজন্মের সচেতনতা কাদের কারণে? আজকের গণজাগরণ কাদের কারণে? এই ব্লগারদের কারণেই। সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের হাতে তুলে ধরার জন্য কিছুই করতে পারে নাই, কিছুই না। কিন্তু ব্লগাররাই বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধের দুর্লভ দলিল এবং ছবি।’’
তিনি বলেন, ‘‘ব্লাক আউটের মাধ্যমে সরকারক ম্যাসেজ দেওয়া হবে যে, আমরা এতোদিন ব্লগে কি করেছি। শুধুই কি সময়ের অপচয় ছিল, নাকি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করা হয়েছিল? এ পর্যন্ত আমরা কি কাজ করছি এবং সবগুলো ব্লগ যে একসঙ্গে আছে সেটা সরকারকে বুঝিয়ে দেওয়াই মুল উদ্দেশ্য।’’
ব্লগ বন্ধ ও ব্লগারদের নির্যাতনে প্রতিরোধে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে ব্লগার ও ব্লগগুলোর পক্ষ থেকে।
ব্লগগুলোর মডারেটরদের পক্ষ থেকে আরও বলা হয়, ‘‘সরকার মুক্তচিন্তার ওপর আঘাত করতেই এবং হেফাজতে ইসলামকে খুশি করতেই ব্লগারদের গ্রেফতার করছে। এমনকি সুস্পষ্ট অভিযোগ ছাড়াই ব্লগারদের ওপর হুমকি আসছে।’’
‘‘শুধু তাই নয়, সরকার কাদের সঙ্গে বসে ৮৪ জনের তালিকা তৈরি করেছে, সে বিষয়েও কিছু স্পষ্ট করেনি। ওই তালিকা প্রকাশের পর থেকে ব্লগাররা নিরাপত্তাহীনতায় পড়েছেন। এর প্রতিবাদেই অনির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাক আউট হচ্ছে ১০টি ব্লগ।
উল্লেখ্য, গত সোমবার রাত ও মঙ্গলবার ভোররাতে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজন ব্লগারকে গ্রেফতার করা হয়। সর্বশেষ বুধবার গ্রেফতার করা হয় আরও একজন ব্লগারকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সর্বশেষ বলেছেন, আরও কয়েকজন ব্লগারকে গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত ব্লগার আসিফ মহিউদ্দিনকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে সাত দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।
সুত্র: বাংলানিউজ ২৪ডট কম
কিন্তু সামু কে তো এখন ও পাওয়া যাচ্ছে। তাহলে সামু কি ওই ব্লগের সঙ্গে একাত্ত নয় ?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
একাকি উনমন বলেছেন: কার উদ্দেশ্যে এই মন্তব্য রাসেল ভাই?
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
আকাবাকা বলেছেন: ব্লগারদের গ্রেফতার করা হয়নি, তাদেরকে হেফাজতে ইসলামীর লংমার্চ থেকে নিরাপদে রাখতে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
একাকি উনমন বলেছেন: আকাবাকা ভাই এই গোপন খবর কিভাবে পাইলেন ? উপরের লেভেল এ ভালই যোগাযোগ আছে মনে হয় আপনার।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
তিক্তভাষী বলেছেন: ময়লা পোস্ট সাফ করার জন্যও বন্ধ রাখা হতে পারে!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
একাকি উনমন বলেছেন: বাংলাদেশ তো !!! অসম্ভব নয় কিছুই।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
মুহাই বলেছেন: ব্লগ বন্ধ করে ঘোড়ার ঘাস কাটতে গ্যাছে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩
একাকি উনমন বলেছেন: ঘোড়াগুলো কার? বিএনপি নাকি আওয়ামিলিগ এর?
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ইসলামবিদ্বেষ মুক্ত সাইবার ওয়ার্ল্ড চাই
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
একাকি উনমন বলেছেন: ইসলাম বিদ্বেষ নয়, বলুন ধর্ম বিদ্বেষ মুক্ত নির্মল লেখা চাই। ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেন ব্লগ এ ধর্মের বিরুদ্ধে কিছু লিখতে পারাটাই ভালো ব্লগের এর সজ্ঞা হয়ে গেছে . এই চিন্তা থেকে বের হয়ে সম্প্রীতির ব্লগ লিখতে হবে, লিখতে হবে ভালবাসার ব্লগ।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১
তোমোদাচি বলেছেন: সামু যদি ব্লাক আউটে যায় তাহলে তা অধিকংশ ব্লগারের মতের বিরুদ্ধ সিদ্ধান্ত হবে! আশাকরি সামু এমন ভুল সিদ্ধান্ত নিবে না!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
একাকি উনমন বলেছেন: সহমত। ব্লাক আউট করে নয়, প্রতিবাদ করতে হবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেই
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
আবুল খায়ের বলেছেন: ''Bangla blogosphere begins BLACKOUT in protest
against harassing and cracking down on bloggers.''
"সরকারের মৌলবাদতোষণ। ব্লগার গ্রেফতার। প্রতিবাদ, প্রতিরোধ।ব্ল্যাকআউট।-
ke luv ete????
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: _____বলাৎকার?