নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সবকিছু কেমন যেন অচেনা লাগছে
অন্য রকম একটা অনুভূতিতে ছেয়ে গেছে মন
এটাকে আনন্দ নাকি কষ্ট বলব
ঠিক বুঝতে পারছিনা তাও
ব্যাপারটাকে কিছুটা মেলানো যেতে পারে
মোনালিসার সঙ্গে , দ্যা ভিঞ্চির অমর সৃষ্টি
আমাদের মনটাও কি নয়?
মনে হচ্ছে কি একটা যেন নেই, কেউ একজন নেই
অনেকদিন এর পরিচিত একজনকে যেন খুঁজে ফিরছি
যেমন মানুষ হারিয়ে খুঁজে তার সব থেকে প্রিয় কিছু
উদ্ভ্রান্তের মত দৌড়ে বেড়াচ্ছি
দৌড়ে বেড়াচ্ছি মনের এই কোন থেকে সেই কোন এ
জানিনা পাব কিনা
তবুও ভেতর এর ইচ্ছাটা
আমাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে
আমিও দৌড়াচ্ছি, আশার ঘোড়ায় সওয়ার হয়ে
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১
একাকি উনমন বলেছেন: ধন্যবাদ অনেক, আমার লেখা পড়বার জন্য, আরো বেশি ধন্যবাদ মন্তব্যের জন্য. আর ভুল ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা।
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কষ্ট বাগানে আগুন লাগিয়ে দুরে দাঁড়িয়ে তুমি,
নির্নিমিষ তাকিয়ে; পারোও বটে!
------------------- ভাল লাগল। এটা যে মানুষের স্বভাত ধর্ম।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কষ্ট বাগানে আগুন লাগিয়ে দুরে দাঁড়িয়ে তুমি,
নির্নিমিষ তাকিয়ে; পারোও বটে! সুন্দর হইছে।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩
একাকি উনমন বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাই , শুভেচ্ছা রইলো.
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১
এমএম মিন্টু বলেছেন: কবোতে পিলাচ++++++++++
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
একাকি উনমন বলেছেন: আমার সৌভাগ্য. শুভেচ্ছা নিরন্তর.
৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮
জুন বলেছেন: মনে হচ্ছে কি একটা যেন নেই, কেউ একজন নেই
না থাকলে নাই কারো জন্য ভেবে মরার কি দরকার আছে একাকি উনমন !
তবে মন ছুয়ে যাওয়া কবিতাটি অনেক ভালোলাগলো
+
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২
একাকি উনমন বলেছেন: জুন, এই প্রেরণা মাঝে মাঝে লিখতে সাহস যোগে, নাহলে তো ভয়ে কলম ধরতে সাহস হয়না.
৬| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
কলমের কালি শেষ বলেছেন: মনখালি কবিতায় ভাল লাগলো ।
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৩
একাকি উনমন বলেছেন: ধন্যবাদ লেখা পড়বার জন্য আর ভালো লাগা টুকু দেওয়ার জন্য আমাকে.
৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা
অনেক শুভকামনা
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪
একাকি উনমন বলেছেন: আপনাকেও শুভকামনা নিরন্তর.
৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮
আহমেদ জী এস বলেছেন: একাকি উনমন ,
নিজের আবিরাম এই খুঁজে বেড়ানোকে যেন খুঁজে পান .....
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬
একাকি উনমন বলেছেন: ধন্যবাদ আপনাকে. আপনার কামনা যেন পূর্ণ হয়ে আসে. নিরন্তর মঙ্গল কামনা রইলো.
৯| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৭
তুষার কাব্য বলেছেন: না পাওয়ার বেদনার বহিপ্রকাশ,খুঁজে ফেরে তবুও নিরন্তর....ভালো লাগলো...ভালো থাকুন..
১০| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫
একাকি উনমন বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য ভাই. আপানর জন্য ও মঙ্গল কামনা থাকলো.
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসার ঘরে সওয়ার হয়ে...... আশার হবে বুঝি
খুব সুন্দর । অনেক ভাল লাগা রইল