নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা চলা জীবন

জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে

একাকি উনমন

কবিতা নয় , একান্ত আমার মনের কথা লিখবার চেষ্টা |

একাকি উনমন › বিস্তারিত পোস্টঃ

কথা দিয়েছিলে

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

তুমি আমাকে কথা দিয়েছিলে
কথা দিয়েছিলে এক নির্জন সন্ধায়
বলেছিলে আমার হবে
আমি সেই দিন থেকে অপেক্ষায় আছি
অপেক্ষায় আছি তোমার জন্য
কবে তুমি আমার হবে
নিরন্তর অপেক্ষার দিন গোনা আমার
দিন গোনা তোমাকে পাওয়ার
মৃত্যুতেই এই অপেক্ষার শেষ হবে

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

আমি স্বর্নলতা বলেছেন: মৃত্যুতেই এই অপেক্ষার শেষ হবে



কেন শেষের লাইনটা এমন কেন? মৃত্যুতে যেন শেষ না হয়। অপেক্ষা প্রহর শেষ হোক এবং সুন্দর কিছু যেন হয়।


শুভকামনা রইল অনেক।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

একাকি উনমন বলেছেন: অশেষ ধন্যবাদ আমার ব্লগ পরবার জন্য. কিছু কিছু অপেক্ষা আছে যা কখনো শেষ হয়না. আপনার শুভো কামনার জন্য কৃতজ্ঞতা থাকলো আপনার প্রতি.

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় । +

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

একাকি উনমন বলেছেন: আমার লেখা কষ্ট করে পরবার জন্য অপনেক অশেষ ধন্যবা। আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো.

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

আদম_ বলেছেন: মোটেই ভালো লাগে নাই। নুন্যতম মানসম্পন্ন হলেও কথা ছিলো।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

একাকি উনমন বলেছেন: ধন্যবাদ আদম ভাই আপনার মূল্যবান মতামত দেবার জন্য. ভালো থাকুন নিরন্তর.

৪| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

ইমিনা বলেছেন: আসলেই তাই। মৃত্যুতেই এই অপেক্ষার শেষ হবে। বেচেঁ থাকার সাথে যেন এই অপেক্ষার সমাপ্তির কোন সম্পর্ক নাই :(

ভালো আছেন ভাইয়া? ব্লগে নিয়মিত দেখতে চাই। অনুরোধটি নিশ্চয় উপেক্ষা করার মতো নয়। ভালো থাকবেন।
শুভকামনা।।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

একাকি উনমন বলেছেন: অনেক ধন্যবাদ ইমিন। কেমন আছেন আপনি? আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো. চেষ্টা করব ব্লগ অ নিয়মিত হবার. আসলে বাস্তব জীবনের ব্যস্ততা শেষ করে ব্লগ এ সময় দেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন.

৫| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

ইমিনা বলেছেন: আমি ভালো আছি আবার ভালোও নেই।

বারে, আপনি আপনার ফ্রি সময়টা ব্লগে কাটাতে পারেন না? তাছাড়া বাস্তব জীবনের ব্যস্ততার বেড়াজাল থেকে একটা মুক্তমনে মুক্ত নিঃশ্বাস নিতে এখানেই চলে আসতে পারেন। আমরা তো আছিই :)

শুভকামনা অনেক :)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২১

একাকি উনমন বলেছেন: সেই চেষ্টাই তো করছি । সুযোগ পেলেই এখানে এসে আপনাদের লেখা গুলো পড়ছি, আপনাদের সঙ্গে এই যে যোগাযোগ হচ্ছে, এটাআমার খুব ভালো লাগে । কিন্তু আপনি কেন ভালো নেই? কেউ ভালো নেই শুনলে যে মনটা খারাপ লাগে, নিরন্তর মঙ্গল কামনা আপনার জন্য ইমিনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.