নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছেই আসতে চাই
চাই সারাটি দিন একসঙ্গে কাটিয়ে দিতে
কিন্তু সেই দিন টি যে আর আসেনা
যখনি আমি তোমার কাছে আসতে চাই
মাঝখানে এসে দাড়ায় বিরাট পাহাড়
হাজার ও টিলা দাড়িয়ে যায় আমাদের মাঝে
যখনি আমি তোমার কাছে আসতে চাই
মাঝখানে এসে পরে বিশাল নদী
উত্তাল ঢেউ আর তীব্র স্রোতে বহমান ।
পেরিয়ে যাই পাহাড় আর নদীর বাধা
তুমি তখন যেন দূর আকাশের তারা হয়ে যাও
মাঝখানে হাজার মাইল এর দুরত্ব
আর আছে সীমাহীন অন্ধকার
যেন প্রাচীর হয়ে দাড়িয়ে আছে
দাড়িয়ে আছে যেন পৌছতে দিবেনা আমাকে
পৌছতে দিবেনা আমাকে তোমার কাছে ।
তবুও আমি তোমার কাছেই আসতে চাই
সব বাধা কে অতিক্রম করে
সব নিষেধ এর বেড়াজাল পার হয়ে
আমি তোমার কাছেই আসতে চাই
আমি তোমার কাছেই আসব ।
©somewhere in net ltd.