নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে প্রিয় মুখের বন্ধু আমার
এমন রাত জাগা পাখির মত কেন আছ জেগে
কার আগমন এর প্রতিক্ষায় আছ তুমি
নাকি কারো বিরহে তোমার চোখের ঘুম হারিয়েছে
তোমার ওই সুশ্রী মুখের পানে তাকিয়ে
আমিও জেগে আছি, দেখছি তোমাকে
মুগ্ধ হয়ে, ভালো লাগায় অভিভূত আমি
ঘড়ির কাঁটা কখন বারোটা পেরিয়ে গেছে
ঢং করে বেজে উঠলো কখন
ফায়ার সার্ভিস এর ঘন্টাটা টের পাইনি তাও
দুজনে আমরা কত দুরে, কত আলাদা
তবুও যেন কত কাছে আমরা ভাবনায়
দুজনেই আছি জেগে, মিশে আছি কল্পনায়
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।