নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে প্রিয়তমা, আজ এ কেমন রূপে তুমি
সাদা শাড়ি আর নীল টিপ পরে
হাতে দিয়েছ নীল কাঁচের চুরি
হে প্রিয়তমা, আজ এ কেমন রূপে তুমি
উষ্ণ লাল ঠোট তোমার
তদুষ্ণ তোমার দেহ বল্লরী
হে প্রিয়তমা, আজ এ কেমন রূপে তুমি
চোখে মেখেছ আজ গভীর কাজল
আমার মন যে হয়েছে চুরি
মন ছুটে যায় তোমার কাছে
ভালবাসায় পাগল আমি
মরলে যেন তোমার কোলেই মরি
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১
একাকি উনমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এম এস ডি সাগর ভাই. আপনার ভালো লেগেছে জেনে আমার ও অনেক ভালো লাগলো. আশা করি পাশেই পাব সব সময়.
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
ইমিনা বলেছেন: সে কি জানে আপনার এই মনের কথা?
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
একাকি উনমন বলেছেন: অনেক দিন পরে আবার আপনাকে আমার ব্লগ এ দেখে খুব ভালো লাগলো. কেমন আছেন আপনি? ধন্যবাদ আমার লেখা পরবার জন্য.
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫
একাকি উনমন বলেছেন: অন্য লেখা গুলোর উপরেও চোখ বুলানোর অনুরোধ আর সদয় মন্তব্যের প্রত্যাশা থাকলো ইমিনা.
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩
জুন বলেছেন: প্রেমময় কবিতায় ভালোলাগা একাকি উনমন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
একাকি উনমন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো জুন. কেমন আছেন আপনি?
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রেমিক হৃদয়ের অভিব্যক্তির মন্দ নয় তাই +++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
একাকি উনমন বলেছেন: জ ভালো বলেছেন আপনিও. ধন্যবাদ ইমতিয়াজ ভাই.
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো কবিতায়!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
একাকি উনমন বলেছেন: আপনার ভালো লাগা আমাকেও স্পর্শ করে গেল ভাই. ধন্যবাদ মন্তব্য প্রদান করবার জন্য.
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো।
শুভেচ্ছা।।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
একাকি উনমন বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা অপূর্ব রায়হান ভাই ।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
কলমের কালি শেষ বলেছেন: আহা... কি আবেগ...
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৯
একাকি উনমন বলেছেন: hmm, ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
এম এস ডি সাগর বলেছেন: খুভ ভালও লাগলো, অসাধারন