নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা চলা জীবন

জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে

একাকি উনমন

কবিতা নয় , একান্ত আমার মনের কথা লিখবার চেষ্টা |

একাকি উনমন › বিস্তারিত পোস্টঃ

সুখী হও ভালবাসা

২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:১০

তোমাকে নিয়ে পাগলামিটা ছিল অনেক বেশি
তার থেকেও তীব্র ছিল ভালো লাগার অনুভূতি
মাঝখানে বয়ে গেছে অনেকটা সময়
দুই যুগের বেশী, কম সময় তো নয়
এখানে দাড়িয়ে যখন পেছন ফিরে দেখি
দেখি পাগলামিটা আর নেই
আগের মত ছেলেমানুষীও করতে পারিনা আর
কিন্তু ভালো লাগা? সেটা যে বেড়েছে বহুগুন
ধীরে ধীরে আরো পরিপক্ক হয়েছে, থরে থরে জমানো ভালোলাগা
এখন ভালবাসা হয়ে প্রস্ফুটিত হয়েছে
এখন আর তোমাকে পাওয়ার সম্ভাবনা হয়ত নেই
তাই তোমার মঙ্গল কামনায় হৃদয় ব্যাকুল হয়
তোমার মুখে এক চিলতে সুখের হাসি দেখলে
মনে আনন্দের ঢেউ খেলে যায়
তাই নিয়ত প্রার্থনা আমার, প্রার্থনা স্রষ্টা বরাবর
সুখী হও তুমি, সুখী হও ভালবাসা আমার.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ সকাল ১০:৪৯

মুমু পাখি বলেছেন: প্রিয় যবে দুরে চলে যায় সে আরো প্রিয় হয় জানি...শুনেছেন নিশ্চই গানটি
কতদিন দেখিনি তোমায় ..মান্না দে

চমৎকার লিখেছেন।
বরং তোমার মঙ্গল কামনায় হৃদয় ব্যাকুল হয়
তোমার মুখে এক চিলতে সুখের হাসি দেখলে
মনে আনন্দের ঢেউ খেলে যায়
তাই নিয়ত প্রার্থনা আমার, প্রার্থনা স্রষ্টা বরাবর
সুখী হও তুমি, সুখী হও ভালবাসা আমার.

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

একাকি উনমন বলেছেন: আমার মনে হচ্ছে আপনার মন্তব্য গুলো অনেক বেশি Like পাওয়া উচিত, এত্ত সুন্দর করে মন্তব্য লিখেন আপনি.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.