নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তো খুব বেশি কিছু চাইনি
আমি চাইনি সকাল বেলা কফির পেয়ালা হাতে কেউ দাড়িয়ে থাকবে
দাড়িয়ে থাকবে আমার বিছানার পাশে
আমি তো চাইনি শুভ্র পরিছন্ন গামছা হাতে কেউ দাড়াবে
আমি গোসল শেষেই যেন হাত বাড়িয়ে পাই
আমি তো চাইনি কেউ ভাজ ভাঙ্গা শার্ট প্যান্ট হাতে দাড়িয়ে থাকুক
কিংবা সদ্য কালি করা জুতা হাতে
যেন অফিস যেতে কিছুটি খুঁজে না হয় আমাকে
এমনটা তো কখনো চাইনি
কাজে বের হবার সময় গভীর আবেগে
কপালে ভালবাসার চুমু একে দিবে কেউ
চাওয়ার সীমানায় আসেনি কখনো এমনটিও
সারাদিন এর পরিশ্রম শেষে যখন ফিরব
কেউ একজন দৌড়ে এসে বৈদ্যতিক পাখার সুইচ টিপে দিবে
কিংবা গভীর রাতে ক্লান্তিতে যদি চোখ বন্ধ হয়
কেউ কপাল এ হাত রেখে জানতে চাইবে
জানতে চাইবে খুব কষ্ট হচ্ছে কিনা আমার
এত কিছু পাওয়ার মাঝেও নিজেকে নি:স্ব লাগে
যা চাইলাম মনের গভীর থেকে একান্ত করে
যে তোমার চোখে চোখ রেখে বলতে চাইলাম “ভালবাসি”
সেই তোমাকেই যে পাওয়া হলনা
কিছুই পাওয়া হলনা আমার
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
একাকি উনমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও, আপনার এই ভালবাসা মাখা কথাগুলো অনেক বেশি স্পর্শ করে গেল আমাকে.
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৬ সকাল ১০:৪৬
মুমু পাখি বলেছেন: খুবই সরল, সাধারন ও সত্য চাওয়া পাওয়ার কথাই লিখেছেন। এই তো পেয়েছেন , এখন আপনি লিখতে পারেন...আগে লিখতেন না। ধন্যবাদ।