নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ আমি চেয়ে থাকি অবিরত
আমার অবাক দৃষ্টিতে ফুটে উঠে
ফুটে উঠে বিস্মিত ভালোলাগা
আমি শব্দ হারিয়ে ফেলি
বাকরুদ্ধ হয়ে যাই এক নিমিষে
সম্মোহিত পতঙ্গ যেমন
চেয়ে থাকে আগুনকে ভালোবেসে
ওই চোখে দৃষ্টি পরে যতবার
ভেতরটা কেমন ওলটপালট
আমি যেন অপ্রকৃতিস্থ হয় যাই
তোমার চোখের কালোর মাঝে
খুঁজে পাই এক নতুন আলো
অদ্ভুত ভাললাগা ছড়িয়ে পড়ে মনে
আমি নতুন আমায় দেখি
নতুন আমাকে খুঁজে পাই
১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১১
একাকি উনমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই. আপনার আশির্বাদ কামনা করছি
২| ১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৮
খায়রুল আহসান বলেছেন: "সম্মোহিত পতঙ্গ যেমন
চেয়ে থাকে আগুনকে ভালবেসে" - ...... (আপনার কবিতা থেকে উদ্ধৃত)
"তবু প্রতিটি মানুষ পুড়বে জেনেও
ভালোবাসে
পুড়বে জেনেই ছাই হতে চায় অনায়াসে" - (কবি মৌসুমি ভৌমিক এর 'ভালবাসা' নামক কবিতা থেকে উদ্ধৃত)
১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৩
একাকি উনমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই. আপনার ভালবাসা আর আশির্বাদ কামনা করছি
৩| ১২ ই জুলাই, ২০২১ রাত ৮:৫২
সাহাদাত উদরাজী বলেছেন: একদম!
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪
একাকি উনমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
৪| ১২ ই জুলাই, ২০২১ রাত ১০:০৯
প্রিন্স ঠাকুর বলেছেন: লেগেছে অনেক ভালো।
০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪
একাকি উনমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই. আপনার ভালবাসা আর আশির্বাদ কামনা করছি
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর্ ।+