নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা চলা জীবন

জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে

একাকি উনমন

কবিতা নয় , একান্ত আমার মনের কথা লিখবার চেষ্টা |

একাকি উনমন › বিস্তারিত পোস্টঃ

**গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?**

২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
কোনো ছবি ভেসে এসেছিল কি তোমার মনে?
সেই সন্ধ্যা, যখন আকাশে মেঘেরা কাঁদে,
আমার কথা কি মনে পড়েছিল তোমার প্রাণে?

তুমি হয়তো জানো না, আমি তখন দূর পথে,
তবুও তোমার ছায়া ছিল আমার সঙ্গী রাতে।
তোমার হাসি, তোমার চোখের আভা,
আমার মনে জেগে উঠেছিল আবার বারবার।

গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
নাকি সময়ের স্রোতে ভেসে গেছো অন্য খানে?
তবুও আমি রয়েছি তোমারই স্মৃতির কোলে,
যেখানে তোমার নাম জড়িয়ে আছে আমার বোলে।

তোমার কথা ভাবি, ভাবি তোমারই গল্প,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে আমার স্বপ্নের কল্প।
গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
নাকি আমি রয়েছি শুধুই তোমারই মনে?

যেখানে যাই, তোমারই ছবি চোখে ভাসে,
তোমার কথা শুনি, তোমারই গান গায় পাশে।
গতকাল কি আমায় ভেবেছিলে আনমনে?
তুমি যদি ভেবে থাকো, তাহলে আমি রয়েছি তোমারই মনে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় শুভ কামনা

৩০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৫

একাকি উনমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৫

একাকি উনমন বলেছেন: ধন্যবাদ, পাশে থাকবেন আশা করি

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৬

হোসনে আরা বেগম বলেছেন: ........ .... .... ... ....
তুমি যদি ভেবে থাকো, তাহলে আমি রয়েছি তোমারই মনে

অসাধারণ প্রকাশ!

৩০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৮

একাকি উনমন বলেছেন: অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন আশা করি ।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

৩০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

একাকি উনমন বলেছেন: অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন আশা করি ।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও তো পাশে থাকতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৩

একাকি উনমন বলেছেন: নিশ্চয় পাশে থাকব। শুভ কামনা।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, পাশে থাকবেন আশা করি

ভালো লেখালেখি করলে পাশে পাবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৫

একাকি উনমন বলেছেন: েখা আমার নেশা বা পেশা কোনটাই না, আর আমি ভালো লিখতেও পারিনা। মাঝে মাঝে নিজের কল্পনাকে প্রকাশের চেষ্টা করি । ভালো থাকবেন। শুভ কামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.