নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা চলা জীবন

জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে

একাকি উনমন

কবিতা নয় , একান্ত আমার মনের কথা লিখবার চেষ্টা |

একাকি উনমন › বিস্তারিত পোস্টঃ

আজ চলো ভিজি জোৎস্না বন্যায়

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৮

আজ চলো ভিজি জোৎস্না বন্যায়,
চাঁদের আলোয় স্নাত হয়ে যাই,
নদীর কুলুকুলু ধ্বনি পায়ে পায়ে,
তোমার হাতের স্পর্শে হারিয়ে যাই।

রাতের তারা ঝিলিক দিয়ে বলে,
এই তো সময়, এই তো মুহূর্ত,
তোমার চোখে আমার ছবি আঁকা,
আর আমার বুকে তোমারই গুঞ্জন।

জোৎস্নার নদী বয়ে চলে দূরে,
তুমি আর আমি দু’কূল ছাপিয়ে,
প্রতিটি ঢেউয়ে গাঁথি স্বপ্নের মালা,
এই নিশীথে হারিয়ে যাই ভেসে যাই।

তোমার হাসি যেন চাঁদের আলো,
আমার কথা যেন তারার মিটমিট,
এই রাতের নীরবতা ভেঙে দাও,
তোমার নামে জাগাই হৃদয়ের গান।

আজ চলো ভিজি জোৎস্না বন্যায়,
এই রাতের আঁধারে আলো হয়ে,
তোমার আমার এই মিলন যেন,
অমর হয়ে থাকে চাঁদের কোলে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৫

সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর কবিতা

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩১

শায়মা বলেছেন: জ্যোস্নার কাব্য সদা সুন্দর!!! :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: বাহ্, প্রেমময় কবিতা। ভালো লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.