নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা চলা জীবন

জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে

একাকি উনমন

কবিতা নয় , একান্ত আমার মনের কথা লিখবার চেষ্টা |

একাকি উনমন › বিস্তারিত পোস্টঃ

পরী ও এলিয়েনের বন্ধন

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৩

শ্বেত শুভ্র বরফের দেশে, নীরবতা ঘিরে রয়,
চাঁদের আলোয় ঝলমল করে, স্বপ্নরা কথা কয়।
সেখানে এক পরী ছিল, স্বর্ণ ডানা মেলে,
তুষার চূড়ার রাজ্যজুড়ে, একা সে পথ চলে।

হঠাৎ করে আকাশ ফাটে, নীলাভ আলো এসে ,
অজানা এক উড়ন্ত নৌকা বরফের মাঝে ভেসে ।
সেখান থেকে নেমে আসে এক অজানা আজব প্রাণী,
চক্ষু তার সমুদ্র এক, রূপ যেন স্বপ্নবাণী।

পরী চমকে তাকিয়ে দেখে, অচেনা এই অতিথি,
চোখেতে তার নরম আলো, নেই কোন ভয়ভীতি।
তুষারের মাঝে হাত বাড়িয়ে দেয়, ভিন্ন দু’টি প্রাণ,
ভাষা ভিন্ন, হৃদয় যেন এক, বাজিছে প্রেমের গান।

বলে এলিয়েন, হও মোর সাথী,অনন্তকাল ধরে
"তুমি কি হবে আমার সারথী?" পরী বলে হাতটি ধরে
আকাশ জুড়ে তারারা হাসে, জোছনা করে স্নান,
এলিয়েন আর পরীর মাঝে ভাঙ্গলো প্রেমের বান ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.