![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটে শুরু হয়েছে নতুন এক কালচার সেটার নাম আগ্নি সংযোগ কালচার। এই কালচার সিলেটের রাজনীততে আগে ছিলো না। সিলেটে সবসময় শান্তিপূর্ন সহবস্থানের রাজনীতিই ছিলো। অতীতে দেখেছি, ছাত্রলীগ-শিবির-ছাত্রদল মারামারি হলে মুরুব্বী শ্রেনীর নেতারা বসে আপসে মীমাংসা করে ফেলতেন। একে অন্যকে ক্ষতি পূরনের আশ্বাস দিতেন বা ক্ষতি ভাগাভাগি করে নিতেন।
কিন্তু ইদানিং ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী এসবের থোড়াই কেয়ার করছে। বরং সিলেট কে সাম্প্রদায়িক ও অশান্ত বানানোর চেস্টায় লিপ্ত হয়ে গেছে। গৌড় গোবিন্দের পতনের পর শাহজালাল যে সিলেটকে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বানিয়েছিলেন সেই সিলেট কে আজ অশান্ত করার পাঁয়তারা চলছে।
আজ ছাত্রলীগের জঙ্গী নেতা পিযুস, পাঙ্গাস, রনজিত, জগদীশ রা যেভাবে সিলেটের মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, ঘর-দুয়াড় জ্বালিয়ে দিচ্ছে। এটা খুব একটা শুভ লক্ষন হবে বলে মনে হচ্ছে না। গৌর গোবিন্দের প্রেতাত্মারা সেদিন এম সি কলেজ ছাত্রাবাস জ্বালিয়ে দিলো। আজ মানুষের বাসা-বাড়িতে আগুন লাগিয়ে দিলো। এগুলোর ভবিষ্যৎ কি??
সিলেটে এ পর্যন্ত জামায়াত-শিবির কে কোন মারামারিতে বিশেষ জড়াতে দেখা যায়নি। বিএনপি কেও না। তারা হয়তো সিলেটের শান্তি-সৌহার্দের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন। কিন্তু ছাত্রলীগ কি সেই সম্প্রীতির প্রতি শ্র্দ্ধা দেখাচ্ছে। তারা গত কাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অবরুদ্ধ করে রাখলো। তার আগে তারা সিলেটের প্রায় সাংবাদিক পেটালো। যেটার জন্য মেয়র কামরান প্রকাশ্যে সকল সাংবাদিকের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেছেন। আজ মানুষের বাসায় আগুন ধরিয়ে দিলো। এর আগে শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আগুন ধরালো।
গত পরশু মাননীয় অর্থ মন্ত্রী বলেছেন, হলমার্কের চার হাজার কোটি টাকার জালিয়াতি নিয়ে যারা কথা বলেন তারা সব "রাবিশ" তার আগে বলেছেন বেগম জিয়া সন্ত্রাসের নেত্রী। আসলে ঠিক বুঝতে পারছিনা যারা আগুন দিয়ে মানউষের বাড়িতে তান্ডব লিলা করে, হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষকে খুন করে তারা সন্ত্রাসী না, না যারা মার খায় তারা সন্ত্রাসী। জনাব মুহিত যাকে সিলেটের লোকজন টাল মুহিত বলে ডাকে। যিনি ২০০১ সালের নির্বাচনে নিজের প্রতিক "নৌকায়" ভোট না দিয়ে "বৈঠায়" ভোট দিয়েছিলেন তার উল্লেখিত মাতাল উক্তির পর সিলেটে ছাত্রলীগের জংগী তৎপড়তা বেড়েই চলছে।
রাজনীতিতে মতভেদ থাকতেই পারে। আলোচনার মাধ্যমে সব কিছুরই সমাধান করা সম্ভব। কিন্তু মানুষ খুন করে, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে নিজেদের সন্ত্রাসী চেহারা দেখানো সম্ভব কিন্তু শান্তি-সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়।
শান্ত সিলেটে আগুন সংস্কৃতি চালু করে অশান্ত ও সাম্প্রদায়িক বানানোর যে চক্রান্ত চলছে তার জন্য নিজের কাছেই খারাপ লাগছে। কারন সিলেট ছাত্রলীগের সব বড় বড় নেতা বিশেষ করে হিরন, ফরহাদ যাদের সাথে এক সংগে চলা ফেরা করেছি তারা অতটা নৃশংস নন খুব ভালো করেই জানি। তাহলে ছাত্রলীগ কার কথায় চলছে বা এই সব ধংস্স লীলা, তান্ডব চালাচ্ছে কার ইশারায়।
পাদটিকা:
ক্লাস থ্রী কিংবা ফোর এ পড়েছিলাম।
" আগুন নিয়ে খেলা করোনা"
সিলেটের সকল শান্তি প্রিয় মানুষকে সশ্রদ্ধ সালাম ও আগুন নিয়ে যারা খেলছে তাদের ব্যাপারে সাবধান থাকার জন্য অনুরোধ রইলো।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
উপপাদ্য বলেছেন: ভাই, আমাকে এসব বলতে হবে না, যে ছেলে হারুন সাহেবের বাসায় আগুন দিয়েছে। সেই পাঙ্গাসে মা হারুন সাহেবের বাসায় কাজ করতো। এই মাত্র একজন ফোন করে জানালো। যে আমাকে জানালো ঘটনা সে ঐ পীর মহল্লার বাসিন্দা ও ছাত্রদল নেতা।
শুধু একবার ভাবেন কারা দেশের ছাত্রদের নে্তৃত্ব দিচ্ছে। কারা ছাত্রলীগ।
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: । গৌড় গোবিন্দের পতনের পর শাহজালাল যে সিলেটকে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বানিয়েছিলেন সেই সিলেট কে আজ অশান্ত করার পাঁয়তারা চলছে।
ভাইজান কি সিলেটেই থাকেন ??শহীদ মিনারে আগুন দেওয়ার সময় , নিম্বারগ আশ্রমে জুতো ঝুলিয়ে যাবার সময় কোথায় ছিল আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি ??
আর সিলেট কখনই শান্ত ছিল না । ১৯৮৮ সালে মৌলবাদী ও সাম্প্রদায়িক চক্রের নির্মম আঘাতে শহীদ হন প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক মুনীর-ই-কিবরিয়া, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েল।তখন থেকেই খুনোখুনীর রাজনীতি শুরু হয় সিলেটে ।
আর জামাতের হয়ে চামচামি করছেন কেন ??
দুপুরে যুবলীগ কর্মীর ওপর হামলার জের ধরেই তো যুবলীগ কর্মীরা সিলেটে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ ও নায়েবে আমীর হাফেজ আব্দুল হাই হারুনের পিরমহল্লাহর বাসায় অগ্নিসংযোগ করেছে ।
আপনি যে ছবিগুলো দিয়েছেন ঐগুলা হাফেজ আব্দুল হাই হারুনের বাসা ।
আর মেয়র কামরানের কথা বললেন ??হা হা হা ...
সে তো জামাতের দালাল ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
উপপাদ্য বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা আপনি আমাকে নতুন তথ্য জানানোর চেস্টা করছেন মনে হচ্ছে। কোন প্রয়োজন নাই।
সিলেটের ইতিহাস খুব ভালো করেই জানা আছে।
আপনি বলুন কামরান ভাইয়ের বাসায় যদি শিবির আগুন দেয় তাহলে শুনতে কি ভালো লাগবে?? কিংবা মাল মুহিতের বাসা??
মেয়র কামরানের কথা কোথায় বললাম। পোস্ট না পড়েই কি মন্তব্য??
বাই দ্যা ওয়ে, শহীদ মিনারে কেউ আগুন লাগায় নি।
শহীদ মিনারের পাশে শাহবাগী মঞ্চ ভাংচুর হয়েছে।
জন্ডিজাক্রান্ত মিডিয়ার মতো হলুদ কথা বলবেন না।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
সফদার ডাকটার বলেছেন: সিলেটে এ পর্যন্ত জামায়াত-শিবির কে কোন মারামারিতে বিশেষ জড়াতে দেখা যায়নি।
প্রকাশ্য রাস্তায় সবার সামনে ছাত্রলীগ নেতা জগতজ্যোতির গাড়িতে আগুন দেয় । গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলে শিবির তাকে কুপিয়ে হত্যা করে । এটাতো কয়েকদিন আগের ঘটনা ।
আজকে শিবিরের কর্মীরা একজন সাংস্কৃতিক কর্মীর মটরবাইক জ্বালিয়ে দেয় । প্রতিবাদে জামাতের নায়েবে আমীরের বাসায় আক্রমন হয়েছে ।
উপপাদ্য@ শিবিরের ফেবারে পোস্ট দিয়ে নিজেরে কি প্রমান করলেন ? ব্লেমটা তাহলে ঠিক ছিলো ??
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
উপপাদ্য বলেছেন: সফদর সাব, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেমন করে বিরাট হাঙ্গামা হচ্ছে সিলেটে সে তুলনায় কিছুই হয়নি।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রথমত,কারো বাসায় আগুন দিলেই ভালোলাগার কথা না । কিন্তু আগুন দেবার পেছনে যদি যার বাসায় আগুন দিয়েছে তার নিজেরও ভূমিকা থাকে সেক্ষেত্রে সেটা তার প্রাপ্য এবং তাতে আমার মন খারাপ করার কিছু নেই । আজকে শিবিরের নেতাদের বাসায় আগুন দেবার খেত্রেও একই ঘটনা ঘটেছে যেটা আপনি ইচ্ছাকৃত ভাবেই এড়িয়ে গেছেন ।
দ্বিতীয়ত , মেয়র কামরানের বাসায় শিবির আগুন দিলে সেটা হবে পৃথিবীর অস্টম আশ্চর্য । আর মালের ক্ষেত্রে আগের উত্তরটাই প্রযোজ্য ।
আপনি বলেছেন , শহীদ মিনারের পাশে শাহবাগী মঞ্চ ভাংচুর হয়েছে।
গাঞ্জা কি বেশী খেয়ে ফেলেছেন , নাকি নিজের পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন ??
পোস্ট রিপোর্টেড ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
উপপাদ্য বলেছেন: রিপোর্ট করবেন তো মন্তব্য?/
পোস্ট রিপোর্ট করবেন কেনো??
মত প্রকাশের স্বাধীনতা রক্ষার চেস্টাতো এখানেই, তাই নয়কি??।
আমি কি খাইলাম বা কি খাইলাম না সেটা নিয়ে আপনি চিন্তিত দেখে ভালো লাগলো।
যদি পারেন আপানাদের হিন্দিভাষী মাতাল মহিলাকে দিয়ে জনগনের ভাত কাপড়ের ব্যবস্থার জন্য কিছু করেন।
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শিবিরের নেতার বাড়িতে আগুন দিছে , সেইজন্য আপনি ব্যাথিত হয়েছেন ।
এতে কি প্রমান করে ??
কেপি টেস্টের কি কোন প্রয়োজন আছে আর ??
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
উপপাদ্য বলেছেন: কোন প্রয়োজন নাই।
তাতে কি হইছে।
আমাকে কি আপনার পক্ষ অবলম্বন করতে হবে?? এমন কোন কথা আছে।
আমি শুধু সমকালীন সিলেট নিয়ে চিন্তিত।
কারন আমরা সবাই কম বেশী নিজ নিজ এলাকা নিয়ে চিন্তিত আছি।
আপনি আওয়ামী করেন আমি বিএনপি বা আরেকজন জাতিয় পার্টি -জামাত করুক আমার সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে মানুষের ঘর বাড়ি, স্কুল কলেজ উপাসনালয়ে আগুন জ্বালানোতে।
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
পত্রনবিস বলেছেন: লেখক গাঞ্জা না উনি বোধয় চাদে সাইদির চেহারা আর চাঁদ তারকা খচিত ফাকিস্তানি স্টাইলের ইসলামি চাঁদ দেখসে তো তাই উল্টা পাল্টা ঝারতাসে
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
উপপাদ্য বলেছেন: তোর চান্দ োদার টাইম।
খোয়ারে যাও হাম্বারা
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
নিয়েল ( হিমু ) বলেছেন: উপপাদ্য @ আপনাকে আমার ভাল লাগে বিধায় আপনার এই পোষ্টে আমার তুমুল আপত্তি এবং দ্বিমত থাকার পরেও এতক্ষন আসছিলাম না । কিন্তু একটা কমেন্টের জবাবে বল্লেন শহিদমিনার ভাংগা হয় নি এর পাশের শাহবাগী মঞ্চ ভাংগা হইছে ।
(আমি সিলেট থাকি এটা জানেন নিশ্চই আপনার একটা পোষ্টে বলেছিলাম) প্রথমত ঐখানে মঞ্চ বলতে যেটা সেটা হচ্ছে রাস্তা থেকে উচু ফুটপাতে বাশের বেরা দিয়ে কাঠামো করে মঞ্চ করা হয় যেটা ভাংগার কিছু নাই ।
সিলেট কেন্দ্রিয় শহিদমিনারটা কি আপনি সিলেট থাকতে সময়েই নির্মাণ হয়েছিল ? মানে সিলেট কেন্দ্রিয় শহিদমিনার কি আপনি দেখেছেন কখনো ?
এর সামনের বাউন্ডারির একটা রড সোজা ছিল না 22 ফেব্রুয়ারী জুম্মা ওয়াক্তের পর । মিনার প্রাংগনের ঐ দিনের হামলার দৃশ্য গুলো আপনি কি কোন ভিডিও ফুটেজ দেখেছেন ?
একটু কষ্ট করে দেখবেন আশা করি । তারপর বলবেন
এবং অবস্যই এই স্লগান তুল্লে খুশি হব আমার পতাকা পুরল কেন , জামাত শিবির জবাব দে
শহিদ মিনার ভাংল কে , জামাত শিবির জবাব দে
পোষ্টের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না । শুধু বলি পোষ্ট ভাল লাগে নাই
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৩
উপপাদ্য বলেছেন: নিয়েল, আন্দাজ করছি আমি বয়সে তোমার থেকে অবশ্যই বড় হবো। কিন্তু তোমাকে আমি খুব শ্রদ্ধা করি।
তোমার এই কমেন্ট শ্রদ্ধাটা আরো বাড়িয়ে দিলো।
জ্ঞান হওয়ার পর শহীদ মিনারে প্রথম গিয়েছিলাম ভো.কা.পা.ফো. র সাথে। তখনো প্রথম আলোর জন্ম হয়নি।
যাইহোক।
শহীদ মিনার ভাঙ্গার ব্যাপারে কোন আপস নাই। সে যে কেউ হোক। এমনকি আমি নিজে হলেও।
আমি তোমাকে কোন পাল্টা প্রশ্ন করবো না। শুধু বিবেক কে বাঁচিয়ে রেখো। কারন এখন অসময় চলছে। বিবেকের বেঁচে থাকা খুব জরুরী।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনাকে আমার পক্ষ অবশ্যই অবলম্বন করতে হবে । কারণ আমার পক্ষ হচ্ছে জামাত শিবির বিরোধী । থাকবেন তো ??
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০০
উপপাদ্য বলেছেন: শুনেন
ড. লরেন্স ব্রিট এর মতে
আপনার কমেন্ট টার তর্জমা হচ্ছে ফ্যাসিজম।
একটু পড়ে নিয়েন।
৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুনেন, দেশদ্রোহীদের বিরোধিতা যদি ফ্যাসিজম হয়ে থাকে তবে এমন ফ্যাসিস্ট হতে আমার কোন আপত্তি নাই ।
আর সহজ কথায় একটা সহজ উত্তর দেনঃ জামাত শিবিরের নীতিকে কি আপনি সমর্থন করেন??
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
উপপাদ্য বলেছেন: আওয়ামীদের ত্যানা প্যাচানী স্বভাব গেলো না??
আগে গনতন্ত্র কি শিখেন তার পরে অন্যান্য বানী কপচাইতে আসেন।
আমার শত্রু হলেওতো আমি ৪ ঘন্টায় ৭০ জন কে খুন করার নির্দেশ দেবনো।
এটা একমাত্র আওয়ামীলীগই পারে।
আর আপনার মতো দাঙ্গাবাজরা এটাকে সমর্থন দিতে পারে।
১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রশ্ন এড়িয়ে গিয়ে আপনি উত্তরটা দিয়েই দিলেন যে আপনি জামাত শিবিরকে সমর্থন করেন ।
বেস্ট অব লাক ।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
উপপাদ্য বলেছেন: কোন সমস্যা নেই।
আমি আপনাদের সাথে নেই।
আমি জবাই করা ও বস্তা ভরা তার পরে সেটা দিয়ে নাস্তা করার সাথে নেই।
আমি ফাঁসী ফাঁসী ফাঁসি চাই
ফাঁসী ছাড়া বিচার নাই
আমি মাত্র ৪ ঘন্টায় ৭০ জন মানুষ খুনের মতো তান্ডবের সাথে নেই
এর সাথেও নেই।
আমার অবস্থান খুবই স্পষ্ট। আমার পূর্বের পোষ্ট গুলো দেখে আসুন।
আরো স্পষ্ট করে দেই,
আমি আপনাদের নেতা নিঝুম মজুমদারের মতো কখনোই বলতে পারবো না,
মুক্তি যুদ্ধে অনেক চোর-ডাকাত অংশ নিয়েছিলো।
১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
কাজী মামুনহোসেন বলেছেন: @মাননীয় মন্ত্রী মহোদয়
@সফদার ডাকটার
@পত্রনবিস
@নিয়েল ( হিমু
উপপাদ্য নিজেই একটা ছাগু, নিচের লিংকে ওর মন্তব্য দেখলেই বুঝবেন
Click This Link
@উপপাদ্য
আমার পুস্টে আসেন, বহু লোকে আপনাকে টর্চ লাগায়া খুজতেছে।
আপনারা না আদর্শবান ?
একটা মন্তব্য করেই ভাগলেন কেন ?
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
উপপাদ্য বলেছেন: ছাগু ছাগু না জপে ইশ্বরের নাম নেন। নিজের চেহারা আয়নায় দেখে তারপর এই দিকে আইসেন।
আমাদের কে খুননজতে টর্চ লাগেনা।
আমরাই ফ্যাসিস্টদের খুননজে বেড়াই।
ফ্য্যাসিস্টদের কবর বাংলাদেশ হবেই
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
াহো বলেছেন: আজ রোববার দুপুরে ছাত্রশিবিরের হাতে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী প্রহূত হওয়ার ঘটনার জের ধরে নগরের পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
PROTHOM ALO
Click This Link