নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুর রহমানের সাথে সংহতি: সকাল দশটা, সোমবার, আলতাব আলী পার্কে প্রতিকী অনশন

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

অনশন শুরু: সকাল ১০টা

স্থান: আলতাব আলী পার্ক




আলতাব আলী পার্ক চিনেন না এমন বাংলাদেশী যুক্তরাজ্যে খুঁজে পাওয়া যাবেনা। এই তো সেদিন ১৯৭৮ সালের ৪ মে ২৫ বছর বয়সী বাংলাদেশী পোষাক শ্রমিককে হত্যা করেছিলো বর্নবাদীরা নির্মমভাবে। প্রতিবাদের সৈনিক এই আলতাব আলী আমাদের প্রেরনার উৎস। তারপর শহীদ আলতাব আলীর নামে এই পার্কটির নাম করন করা হয়। এই পার্কের এক পাশে আছে বিদ্রোহের মূলমন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে প্রেরনার দীপ ভাষা শহীদদের স্মরনে নির্মিত মহান শহীদ মিনার। তাই যখনই দেশে-বিদেশে কোন অবিচার, অনাচার, অন্যায় ঘটে তখনে লন্ডনে বসবাসরত বাংলাদেশীরা এই পার্কে দ্রোহের মন্ত্রে উজ্জিবীত ও দূর্বিনীত হয়ে গর্জে উঠে প্রতিবাদের ভাষায়।



আগামীকাল সোমবার। সকাল ১০টা।



আমরা সমবেত হচ্ছি আলতাব আলী পার্কে। সারাদিন সেখানে অনশন করবে বাংলাদেশের অতন্দ্র সেনানীরা, যারা বিদেশে থেকেও মননে-মগজে পুষে রাখে স্বদেশ, স্বজাতি ও বাংলাদেশ। সত্যের সৈনিক শাহজালাল, শাহ মাখদুমের উত্তরসূরীরা জড়ো হয়ে প্রতিকী অনশন করে সংহতি প্রকাশ করবে মাহমুদুর রহমানের সাথে। অনশনের মাধ্যমে প্রতিবাদ জানাবে বাংলাদেশের বর্তমান আওয়ামী সরকারের রাস্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে শত শত নারী, পুরুষ, শিশু হত্যার বিরুদ্ধে। পুলিশ কতৃক নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবীতে।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র, সাংবাদপত্রের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা সহ সমাজের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমবেত হবো আমরা আলতাব আলী পার্কে ঠিক সকাল দশটায়।



একটি আহ্বান



আপনার বুকে যদি থাকে সত্য প্রতিষ্ঠার প্রত্যয়। যদি থাকে বুকভরা সাহস। যদি থাকে মাতৃ মুক্তি পন। যদি থাকে মানবাধিকার প্রতিষ্ঠার আমরন সংকল্প। স্বৈরাচারিনী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একা লড়ে যাওয়া এক নির্ভীক সাংবাদিক সাহসের বাতিঘর মাহমুদুর রহমানের প্রতি এতটুকুন ভালোবাসা। তাহলে প্লিজ চলে আসুন। চলে আসুন ঠিক দশটায় চেতনার উৎস আলতাব আলী পার্কে।



দেখিয়ে দিন সারা পৃথিবীকে। বাংলাদেশীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সারা পৃথিবী ব্যাপী। দেখিয়ে দিন আমরা বিশ্বব্যাপী জাগ্রত।



সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের

দেশের পঠে প্রান দিতে আজ ডাক পরেছে তাদের




তাই আসুন আমরা সমবেত হই। সারাদেশের মতো লন্ডনে অবস্থানরত বাংলাদেশী ভাই-বোনদের উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রতিকী অনশনে যোগ দিয়ে দেশের নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে, নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানের পাশে দাঁড়ানোর জন্য।



অনশন শুরু: সকাল ১০টা

স্থান: আলতাব আলী পার্ক

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

পুংটা বলেছেন: লন্ডনের ওই গালিবাজ ইমাম কি ওই অনশনে আসবেন? :|

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

উপপাদ্য বলেছেন: গালিবাজ টা কে ভাই?

কে আসবে কে আসবে না সেটাতো এখনো বলতে পারছি না।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

রাজীব দে সরকার বলেছেন: নিপিড়িত মানুষের পাশে, নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানের পাশে দাঁড়ানোর জন্য

ঠিক আছে, কিন্তু উনি সাংবাদিক হলেন কবে থেকে?
উনি একজন আমলা, একজন রাজনীতিবিদ, কিংবা ব্যবসায়ী
উনাকে সাংবাদিক বলে তো দেশের কোন সাংবাদিকও সম্বোধন করেন না

মাহমুদুর রহমান একটি বিশেষ দলেই পক্ষে লেখেন - এটা তার ব্যাক্তিস্বাধীনতা
তার এই ব্যাক্তিস্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে আমিও তার প্রতিবাদ করবো

কিন্তু একটি জায়গায় তিনি বলেছেন, " ... রাজাকাররা আবার ক্ষমতায় এলে ১৯৭১ এ রাজাকার হত্যার জন্য ট্রাইবুনাল গঠন করে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হতে পারে ..."
ব্যাক্তিস্বাধীনতা মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন

যাই হোক, তার প্রতি আমার কোন মমত্ব নাই
যারা আগামীকাল অনশন করবেন তাদের প্রতিও আমার কোন সমর্থন নাই
আমি মনে করি এরকম অনশন করা অযৌক্তিক

(ভাই এটা আমার নিজস্ব মন্তব্য, কারো ভালো না লাগলে নিজ গুণে ক্ষমা করবেন)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

উপপাদ্য বলেছেন: রাজীব দে সরকার বলেছেন:

ঠিক আছে, কিন্তু উনি সাংবাদিক হলেন কবে থেকে?
উনি একজন আমলা, একজন রাজনীতিবিদ, কিংবা ব্যবসায়ী
উনাকে সাংবাদিক বলে তো দেশের কোন সাংবাদিকও সম্বোধন করেন না


ভাই সাংবাদিকদের কি কোথাও থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে নাকি?? যেমন করে ইদানিং দেশ প্রেমিক ও সাধু হওয়ার সার্টিফিকেট দেওয়া হচ্ছে? তাহলে মাহমুদুর রহমানকে পাঠাইতাম ওখানে?

আচ্ছা বিবিসি, আলজাজিরা, সিএনএন এমন কি শত্রু দেশ ইন্ডিয়ার নিউজওয়ালারাও দেখলাম মাহমুদুর রহমানকে সাংবাদিক ও সম্পাদক নামে ডাকছে।
ঠিক বুঝে আসছে না আপনার কথা অনুযায়ী কারা কারা তাকে সাংবাদিক ডাকছেন না?

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

আমি মেহমান বলেছেন: ভিসা ও নাই টিকেট ও নাই - উড়েতো আসা সম্ভব হবেনা!

দেশের উন্নতির জন্য প্রবাসে যেসব হৃদয় তৎপর, তাদের সাথে প্রাণের টান থাকাটাই স্বাভাবিক। আপনাদের অনশন সফল হোক - দেশে উন্নতি আসুক, এটাই কামনা।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

উপপাদ্য বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

পুংটা বলেছেন: ভাই, আপনার বুকে যদি থাকে সত্য প্রতিষ্ঠার প্রত্যয়। যদি থাকে বুকভরা সাহস। যদি থাকে মাতৃ মুক্তি পন। তাহলে মাহামুদুরের পিছে না দৌড়ে দেশকে বাঁচান।“বাংলাদেশ-ভারত : রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প চুক্তি সই” হয়েছে। জানেন সেটা?

লন্ডন থেকে আওয়াজ তুলুন...

সুন্দরবন বাঁচাও , দেশ বাঁচাও।।
দেশের স্বার্থ বিরোধী চুক্তি মানিনা মানব না।
রামপাল প্রকল্প বন্ধ কর করতে হবে।


সম্পূর্ণটা এখানে পড়ুন :|

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭

উপপাদ্য বলেছেন: ভালো জিনিস ইনফর্ম করার জন্য আপনাকে ধন্যবাদ

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য চাই

Click This Link

২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৩

উপপাদ্য বলেছেন: ওখানে বহুত ক্যাচাল কর‌তেছেন আপনারা।
চলতে থাকুক নাকি?

নিজেকে বিরত রাখছি

ধন্যবাদ

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

মামদোভুত বলেছেন: মক্কা শরীফ নিয়ে মাহমুদুরের মিথ্যাচার নিয়ে কিছু বলার সাহস নাই?

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি তো তাহলে নাস্তিক ব্রাদার !

মাহমুদুর রহমানের মতো একজন ধর্ম বিদ্বেষীর জন্য সঙ্ঘতি সমাবেশ করছেন ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: আলতাফ আলী পার্ক মনে হয় এখন ছাগু পার্ক নামে সবার কাছে ভালো পরিচিতি পেয়ে গেছে।

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৩

অগ্নি সারথি বলেছেন: পুস্ট স্টিকি করা হোক আর আলতাব আলী পার্ক রে চুদুর বুদুর রহমান পার্ক নাম দেয়া হোক।

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

রাজীব দে সরকার বলেছেন: বিবিসি, আলজাজিরা, সিএনএন এর কোথায় মাহমুদুরকে সাংবাদিক বলা হয়েছে, একটু লিঙ্ক দিয়েন জ্ঞানী লেখক ভাই
আসলে ইন্টারনেট তো শুধু আপনি একাই ব্যবহার করেন, এই যা!

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মামদোভুত বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: আলতাফ আলী পার্ক মনে হয় এখন ছাগু পার্ক নামে সবার কাছে ভালো পরিচিতি পেয়ে গেছে।

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

উপপাদ্য বলেছেন: রাজীব দে সরকার

ভাদার বাচ্চা তোর দৃষ্টিতে সে যখন সাংবাদিকই নয় তাহলে আর তোকে লিংক দিয়ে কি লাভ।

তা কয়টা লিংক তোর দরকার, যেখানে তাকে সাংবাদিক বলা হয়েছে।

শুধু আমাকে একটু বল কয়টা লিংক।

আমিতো জ্ঞানী না দেখি একটু চেস্টা করে আপনাকে হেল্প করতে পারি কিনা।

আর একটু বলিস যে কোনটা তোর প্রি পত্রিকা? চেস্টা করবো সেটারও লিংক দেয়ার।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

রাজীব দে সরকার বলেছেন: প্রিয় লেখন ওরিজিনাল জায়গায় জোর থাকলে তুই ফালতু কথা না বলে লিঙ্ক পোস্ট করতি
যাই হোক তোর মতো চামচার কাছ থেকে লিঙ্ক আশা করাই ভুল হইছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.