![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
আমি আগুন ও আগ্নেয়গিরির কথা বলতে এসেছি
আমি জল ও জলোচ্ছাসের কথা বলতে এসেছি
আমি লোহা ও লৌহমানবের কথা বলতে এসেছি
আমি স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশের কথা বলতে এসেছি
যে যোদ্ধা সূদীর্ঘ নয়টি মাস রুটিও খেতে পায়নি ঠিকমতো
তবুও প্রায়ই অভুক্ত থেকে নির্ঘুম রাত
পরিকল্পনার সুতোয় বেঁধেছে শত্রুর অলি-গলি
শীতল বেয়নেট তপ্ত করার কৌশল রপ্ত করে
দুশমনের মোকাবিলায় রক্ত ঘাম ঝড়িয়ে
পবিত্র করেছে বাংলাদেশ-
কি অসীম সাহস ও সাহসিকতার গল্প
কি অসাধারন তেজ ও তেজস্ক্রীয়তার বিষ্ফোরন
কি মহান ত্যাগ ও তিতিক্ষার ইতিহাস
কি অপার প্রেম ও প্রেমময়তার উপন্যাস
কি উজ্জল এক বিপ্লব ও বিপ্লবীর উদাহরন
মাত্র চৌত্রিশ বছর বয়সে তেজোদীপ্ত কন্ঠে
অত্যাচারী খুনি চক্রের বিরুদ্ধে বিদ্রোহ করলো
তারপর, তারপর শোনালো এক বিপ্লব বিরত্ব গাঁথা
সাহসের অশ্বারোহী হয়ে, স্পর্ধার চুড়ায় উঠে
স্বপ্নের ঘোষনা
We shal fight to the last to free our motherland....
Victory is, by the grace of Allah, ours
নিজ কন্ঠে সুউচ্চকিত স্বাধীনতার ঘোষনা
হ্যাঁ
আমি কমল ও তার কোমনীয় হৃদয়ের কথা বলছি
আমি ধান ও ধানের শীষের গল্প বলছি
আমি স্বাধীনতা ও স্বাধীনতার ঘোষকের কথা বলছি
আমি জিয়া ও তার স্পর্ধার সূর্য সমান তাপের কথা বলছি
আমি বাংলাদেশ ও জিয়াউর রহমানের কথা বলছি
২.
নয় মাসের দীর্ঘ সাহসী যুদ্ধের বাতিঘর
উজ্জিবিত মুক্তিযোদ্ধাদের কমান্ডার
সাজায় তার বুলেটের গুটি শত্রুর উঠোনে-আঙিনায়
পরিপূর্ন বিজয়ের স্বপ্নদ্রষ্টা
সে ছিলো যোদ্ধা, বিপ্লবী, সংস্কারক,
আধুনিক বাংলাদেশের স্থপতি
মহামানবীয় আলৌকিক স্বত্বা নিয়ে তার জন্ম
আজন্ম স্বাধীন ও স্বাধীনচেতা
জাগিয়েছিলো বাংলাদেশের মাঠ-ঘাট, পথ-প্রান্তর
তারপর হঠাৎ
বহমান কর্নফুলির কান্নায় জিয়ার রক্ত মিশে
বঙ্গোপসাগর ফেনিল উত্তাপে আছড়ে পরেছিলো সৈকতে
বাংলাদেশের সবুজ জমিন লাল
গুমড়ে কাঁদলো মায়েদের মন ঘরে ঘরে
অশ্রুভেজা চোখে সিজদায়-প্রার্থনায় পিতার ললাট
জিয়া আজো মরেনি
জিয়া আছে মায়ের শাড়ীর শীতল আঁচলে
জিয়া আছে পিতার সফেদ পাঞ্জাবীর নিঃশ্বাসে
জিয়া আছে প্রিয়ার নীল খাম চিঠির ভেতর
জিয়া আছে সহস্র যোদ্ধার বুক পকেটের
গভীরে হৃদয়ের অলিন্দে অলিন্দে....
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৯
উপপাদ্য বলেছেন: ধন্যবাদ, শাহি ভাই
২| ৩০ শে মে, ২০১৩ সকাল ৭:১০
হাসান বৈদ্য বলেছেন: !!
৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৫
উপপাদ্য বলেছেন: !!
৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:০৭
টি-ভাইরাস বলেছেন: সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৩
মাজহারুল হুসাইন বলেছেন: আল্লাহ তাকে জান্নাত নসিব করুন ।
০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৪
উপপাদ্য বলেছেন: মাজহারুল হুসাইন বলেছেন: আল্লাহ তাকে জান্নাত নসিব করুন
-আমিন
৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৪
জিয়া চৌধুরী বলেছেন: Click This Link
চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতকের নির্মম বুলেটে ঝাঝরা হয়ে এক উচ্চভিলাসী সেনাকর্মকর্তা পরবর্তিতে রাষ্ট্রপতির জীবনাবসান হয়েছিল আজ।
৩১ শে মে, ২০১৩ রাত ১:০৪
উপপাদ্য বলেছেন: বুলেটে ঝাঝরা হয়ে এক উচ্চভিলাসী সেনাকর্মকর্তা
ভাই, এ কি শুনালেন, উচ্চাভিলাসী কর্মকর্তা!!
বাহ কি চমৎকার। ভালো তো, ভালো না??
উচ্চাভিলাসী শব্দটা বেশী বেশী উচ্চাভিলাসী মনে হচ্ছে।
আপাতত কিছু বললাম না। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ ভোর ৫:৩৪
কামরুল হাসান শািহ বলেছেন: ++++