নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

মিশর পরিস্থিতি: আল জাজিরা প্রসংগ

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩২



প্রসংগ: আল জাজিরা



২০১১ সালে যখন স্বৈরাচার মুবারক বিরোধী আন্দোলন শুরু হয় তখন স্বভাবতই পশ্চিমা মিডিয়া গুলো পাত্তা দেয় নি। কারন তারা পশ্চিমাদের দালাল মুবারকের পতন হোক তা চায় নি। কিন্তু আল জাজিরাই সর্ব প্রথম এগিয়ে এসেছিলো তাহরির স্কয়ারের আন্দোলনকারীদের পাশে। আল জাজিরার এই সাহসী পদক্ষেপের কারনে আস্তে আস্তে অন্যান্য বিশ্ব মিডিয়াও এগিয়ে আসে। আর মিশর মুক্ত হয় স্বৈরাচারীদের হাত।



মিশর নিয়ে আমার মাথা ব্যাথা কম। কিন্তু বর্তমান ঘটনাক্রম ও বাংলাদেশের সাথে তুলনামূলক বিশ্লেশনে ফ্যাক্টগুলো খুব গুরুত্ব রাখে। তাই কিছু লিখা।



এবার যারা আমেরিকার কেনা গোলাম, যে কিনা সারক্ষন রিপোর্ট দিতো ইরাকের কাছে 'মাস ডেস্ট্রাকশন ওয়েপন' আছে সেই এলবারাদির নেতৃত্বে একদল সুশীল, বাম, সেকুলার ও নাস্তিকদের আন্দোলন থেকে বলা হলো মুবারক রেজিমের বিরুদ্ধে অর্জিত তাদের বিজয় মুসলিম ব্রাদারহুড চুরি করেছিলো। তারা আবার সে হারিয়ে যাওয়া বিজয় পুন:অর্জন করতে চাচ্ছে।

রাজনিতির মোড়কে এই কথাগুলো চমকপ্রদ বটে। আসল কথা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে মুবারক বিরোধী আন্দলনে বিজয় টা তাদেরই ছিলো।



এখন প্রশ্ন হচ্ছে সেই বিজয়টা আনতে বিশ্বকে জাগ্রত করতে, বিশ্বকে মুবারকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে, মুবারক কে চাপ দিতে, আমেরিকাকে তার চক্ষু লজ্জা ধরিয়ে দিতে সবচেয়ে অগ্রনী ভূমিকা রেখেছিলো যে মিডিয়াটি তার নাম "আল জাজিরা"।



আর এইবার সে বিজয়কে পুনঃঅর্জিত করার প্রথম সুযোগেই, সুশীলতার ধ্বজাধারী, সেকুলার-বাম, বুশ-ব্লেয়ারের দালাল গুলো সর্ব প্রথম তাদের সেই পুরোনো বন্ধু যার হাত ধরে প্রথম বিজয় অর্জিত হয়েছে সে আল জাজিরাকে নিষিদ্ধ ও তার সংবাদ কর্মীদের গ্রেপ্তার করেছে।



শুধু জানতে চাই যে মিডিয়ার হাত ধরে বিজয় এসেছিলো তারা কি আজ ভুল করছে। নাকি তোমরা জেনে শুনে ভুল করছো, আর সেই ফ্যাক্টসগুলো ধরিয়ে দিচ্ছে বলে আল জাজিরাকেই প্রথম নিষিদ্ধ করতে হলো।



আর কোন আন্তর্জাতিক মিডিয়া নয় কিন্তু। ইজরেল, আমেরিকা, বৃটেন রাশিয়ার সব দালাল নিউজ, মিডিয়া বাদশা মিথ্যাবাদির রাজা মি. মারডকের চ্যানেলও কাজ করতে পারে স্বাধীনভাবে কিন্তু আল জাজিরা পারেনা।



পাদটিকা:



উগ্র সেকুলার ও বাম আদর্শের ধ্বজাধারীরাই কিন্তু মানবতা, গনতন্ত্র, বাক স্বাধীনতা, মিডিয়া স্বাধিনতার প্রধান অন্তরায়। বিশ্বাস না হলে ইটিহাস জেনে নিন।





মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০০

নষ্ট ছেলে বলেছেন: এরা ভাল ভাবেই জানে গণতান্ত্রিক ভাবে এরা ক্ষমতায় আসতে পারবে না। তুরস্কের সেকুলাররা এক পার্টির অর্ধেক ভোটও পায় না। ২০১০ সালে সেনাবাহিনীর সেকুলাররা ক্যু করে ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়। মিশরেও এই বাম ও সেকুলাররা ক্ষমতায় আসতে পারবে না যদি ফেয়ার নির্বাচন হয়। বামদের স্বপ্ন কাজীর গরুর মত কিতাবে আছে গোয়ালে নাই।
বাংলাদেশে তাহেরও এক রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিল। খুনী তাহেরকে বাম মিডিয়াগুলো পুরা হিরো বানাইয়া রাখছে!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

উপপাদ্য বলেছেন: বাম দের মুখে তাহেরের কাহীনি শুনলে মনে হবে বখতিয়ার খিলজিও তআর কাছে কিছু না!!!

২| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৯

স্বাধীন শোয়েব বলেছেন: ইতিহাস কবেই পাতিহাঁস হয়ে গেছে

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫

উপপাদ্য বলেছেন: ইতিহাস পাতিহাস!!

ভালোই বলেছেন।

৩| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৮

সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেছেন: আপনার ভিন্নধর্মী বিশ্লেষণটা পড়ে চমৎকৃত হলাম।

নষ্ট ছেলের কর্নেল তাহেরকে নিয়ে ভিন্ন সাহসী মন্তব্য পড়েও টাস্কিত!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৩

জাতির চাচা বলেছেন: একটা জিনিষ লক্ষ্যনীয়।বিচার বিভাগ!তারা আজ সব জায়গায় ছড়ি ঘোরাচ্ছে।মিশরের এই চক্রান্তের মূল নায়ক বিচার বিভাগ।পাকিস্তান বাংলাদেশ সহ কিছু দেশের গনতান্ত্রিক ব্যাবস্থা আজ বিচার বিভাগের জঙয় হুমকির সম্মুখীন।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

উপপাদ্য বলেছেন: গনতান্ত্রিক রাস্ট্রে আপনি যদি বিচার বিভাগ আর মিলিটারীকে গোলাম বানাতে পারেন তাহলে আপনাকে রক্ত ঝরাতে হবে না, ওরাই আপনার জন্য রক্তের গঙ্গা বইয়ে দেবে। আপনি খালি আমগো ফোরেন মন্ত্রীর মতো এই সামিট, সেই সামিট, শান্তি আলোচনা আর সফরে ব্যাস্ত থাকবেন।

৫| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৫

আল্লামা ইকবাল বলেছেন: চমৎকার বিশ্লেষণ । সেকুলার পন্হীদের কাজই হলো এই - তারা হলো সর্বাপেক্ষা মিথ্যেবাদী ।

সত্য কথা বলার এবং তা হজম করার সাহস এদের নেই ।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:১১

উপপাদ্য বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৬| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৮

তোমোদাচি বলেছেন: যারা সারাক্ষণ বাক স্বাধীনতা বলে গলা ফাটায়, তাদের আসল চরিত্র প্রকাশ হয়ে পড়ে যখন তাদের বিরুদ্ধে কোন মিডিয়া কথা বলে!

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

উপপাদ্য বলেছেন: পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি হলো সমালোচনা সহ্য করটএ পারা। যে ব্যাক্তি বা দল নিজের সমালোচনা সহ্য করতে পারে সে ই সবচেয়ে বড় যোদ্ধা।

সমালোচনা সহ্য করতে না পারায় কত মানুষের যে খোলস ঝরে পরলো।

৭| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
কাতার ভিত্তিক আল জাজিরা কিন্তু ভয়ংকর মিডিয়া। সহজে বোঝা যায় না। নিপুণ ধোঁকাবাজ। সচতুর ইসরাইলী হাত।

এ যেন দুধের মধ্যে এক ফোঁটা 'Poo'.। A wolf in disguise of lamb.

মাঝে মধ্যে চিরচেনা অন্যান্য পাশ্চাত্য মিডিয়ার বিপরীত ভূমিকা পালন করে। অর্থাৎ মুসলিম বিশ্বের দরদী সাজে। দেখাতে চেষ্টা করে যে তারাই আসল সংবাদ পরিবশন করছে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুহুর্ত্বগুলোর সময় এই আল জাজিরা পাশ্চাত্য মিডিয়ার মতো অভিন্ন ভূমিকা পালন করে। এবং এভাবেই মানুষ তথা মুসলিম বিশ্বকে ধোঁকা দেয়।

গতানুগতিক অন্যান্য পাশ্চাত্য মিডিয়ার বিপরীত ভূমিকা পালন করা হয় এ জন্য যে যাতে তা' দিয়ে এরা মুসলিম বিশ্বের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে।

এ জন্য এর সৃষ্টিও কাতারের আমীর হামাদ বিন খালীফা'র বদান্যতায়। এ মিডিয়ার লোন/ঋণ দেখভাল করে ঐ আমীর। সুতরাং এ তো ইসরাইলের পোষা গরু বৈ কিছুই নয়।

তাই সি.এন.এন এর চাইতে আরও বেশী ভয়ংকর এই আল জাজিরা। কারণ, সি.এন.এন তো সি.এন.এন-ই, কিন্তু Al jazeera হচ্ছে Disguised সি.এন.এন। এ যেন মোনাফেক সম। বাইরে মুসলিম। কিন্তু অন্দর মহলে জায়নিষ্ট।

গোটা মধ্যপ্রাচ্য (সিরিয়া বাদে) ইসরাইলীদের ইচ্ছার বাইরে এক চুল যেতে পারে না। মনে রাখতে হবে আমি দেশ বলতে "রেজিম" বোঝাচ্ছি, জনগণ নয়। অর্থাৎ শাসক। মধ্যপ্রাচ্যের জনগণ কিন্ত ইসরাইলী বিরোধী। কিন্তু করার কিছুই নাই। কারণ তাদের বাক স্বাধীনতা নাই। প্রতিরোধ/প্রতিবাদ করার ক্ষমতা নাই।

ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১

উপপাদ্য বলেছেন: হুটহাট করে এভাবে বিচার করা ঠিকনা। সবারই একটা মিশন, ভিশন আছে। এটা দেশ, দল, জাতি গোত্র বিচারে পরিবর্তিত হতে পারে।

আপনি দেখেন সিরিয়াতে বিদ্রোহীদের সাপোর্ট দিচ্ছে আমেরিকা আবার মিশরে সেই সিরিয়ান বিদ্রোহীদের পরম বন্ধু মুসলিম ব্রাদারহূডকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামাতে সাহায্য করছে আমেরিকা।

আল জাজিরা, বিবিসি, সিএনএন এর সব কাজ ভালো হবে কিংবা সব কাজ মন্দ হবে এমনটি ভাবারও কোন দরকার নাই।

আর এটা হচ্ছে ব্যবসা। মুনাফিক টুনাফিক বলার দরকার নাই। ভালো লাগলে সাপোর্ট দেবেন, না লাগলে দেবেন না। আল জাজিরা আছে বলে আজ বিশ্ব, মুসলমানদের কিছু ভয়েস শুনতে পায়। এটা না থাকলে হয়তো বাংলাদেশে যে লেডি হিটলার মানুষ খুন আর গুম করে রক্ত গংগা বইয়ে দিয়েছে তা কেউ ই জানতো না।

অতএব অত রিএক্টিভ বওয়ার দরকার নাই।
ধন্যবাদ।

৮| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

শিক্ষানবিস বলেছেন: সেকুলার মাত্রই ফ্যাসিবাদী। এটা আমাদের দেশে যেমন প্রমাণিত, মিশরেও।
আমাদের দেশের সেকুলাররা ক্ষমতায় গেলে মিডিয়া বন্ধ করে দেয়। কিন্তু গতবার বি এন পি জামাত ক্ষমতায় ছিল, মিশরে ব্রাদারহুড ক্ষমতায় ছিল, তারা কোন মিডিয়া বন্ধ করেনি।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৮

উপপাদ্য বলেছেন: তারপরেও মিডিয়া তাদএর সাথেই থাকে। উদাহরন বাংলাদেশে আওয়ামীরা এত লাত্থি উস্টা মারে তারপরেও আওয়ামী কুকুরদের পা চাটে এই মিডিয়া,

৯| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫

মিজানুর রহমান মিলন বলেছেন: প্রশ্ন হল আল জাজিরা মিশরে বন্ধ হয়েছে কখন ? গণআন্দোলনের শুরুতে না অভ্যুত্থানের পরে ? আমার জানামতে অভ্যুত্থানের পরে । তাছাড়া কাতার নিজেই যেখানে ইসরায়েল আমেরিকার চামসা সেখানে তার টিভি চ্যানেল নিরপেক্ষ হয় কি করে ? আল জাজিরা আরব ও মুসলমানদের স্বার্থের চেয়ে পাশ্চাত্য স্বার্থ বেশি থাকে । মাঝে মাঝে দুএকটা চমক দেখায় অবশ্য কিন্তু ওটা আইওয়াশ ।

আশরাফ মাহমুদ মুন্না ভাইয়ের সাথে সমহত।

১০| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

স্পেলবাইন্ডার বলেছেন: আল জাজিরা সম্পর্কে আশরাফ আহমেদ মুন্নার সাথে একমত। আল জাজিরা হল বাংলাদেশের প্রথম আলোর মত। এরা নিরপেক্ষতার ভান করে মাত্র।
মুরসি সরকারের পতনে প্রথম আলোর লম্ফঝম্প দেখে একটা পোস্ট দেয়ার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে লিখতে পারি নাই।

১১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আল্লামা ইকবাল বলেছেন: চমৎকার বিশ্লেষণ । সেকুলার পন্হীদের কাজই হলো এই - তারা হলো সর্বাপেক্ষা মিথ্যেবাদী ।

সত্য কথা বলার এবং তা হজম করার সাহস এদের নেই

আমাদের দেশেরগুলোড় কথাই ধরুন। মুক্তিযুদ্ধ করলো দেশের জনগন, আর এর সমস্ত সুফল ভোগ করতে ব্যস্ত তারা। তাদের ইচ্ছা, তাদের সংস্কৃতি, তাদের আচার আচরন সবই মুক্তিযুদ্ধের চেতনা আর দেশের সাধারন মানুষ বিশেষ করে মুসলিম সমাজের কোন কিছুই মুক্তিযুদ্ধের বাউন্ডারিতে পরে না। অর্থাৎ অন্যের ফসল চুরি করতে এরা বেজায় ওস্তাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.