নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন করুন, সারা বিশ্বের সাপোর্ট পাবেন

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

দরকার হচ্ছে জোড়ালো আন্দোলন



দরকার হচ্ছে জোড়ালো আন্দোলন। এর বাইরে কোন কথা নেই। কিন্তু বাংলাদেশে গনতন্ত্র, ধর্ম, স্বাভাবিক রাজনীতি, মানুষের মৌলিক অধিকার রক্ষায় রাজনৈতিক দল গুলোর মধ্যে কোন কমিটমেন্ট দেখা যাচ্ছে না। আজ যে স্বৈরাচার লেডি হিটলার জগদ্দল পাথরের মতো মানুষে বুকের উপর চড়ে বসে মানুষের রক্ত পান করছে তার বিরুদ্ধে কি বিরোধীদল গুলো কোন কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারছে? সত্যিকার অর্থে না, কিছুই করতে পারেনি।



জনগন অধীর আগ্রহে বসে ছিলো যে বিএনপি একটা কঠোর আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে। এবং সাধারন মানুষকে ঐ মানুষরুপী হায়েনার হাত থেকে রক্ষা করতে বিশেষ ভুমিকা পালন করবে? শুধু মাত্র এই বিশ্বাস থেকেই চরম রাজনীতি ও নারী নেতৃত্ব বিদ্বেষী কওমী মাদ্রাসার হুজুরেরা মাঠে নেমে এসেছিলো হায়েনা লেডি হিটলারের হাট থেকে দেশকে বাঁচাতে ভূমিকা নিতে। কিন্তু দালাল টাইপের কিছু জাতীয়তাবাদী নেতাদের বিশ্বাসঘাতকতার কারনে হেফাজতে ইসলাম যেমন রক্তের নহরে ভেসে গেছে। তেমনি ঢাকা শহরে আজ পর্যন্ত একটা মিছিলও ঠিক মতো করতে পারেনি বিএনপি। যে নেতাদের বুকের পাটায় এতো কমজোড় এরাই আবার দলের নেতৃত্বে বসে আছে। এরাই দল ক্ষমতায় আসলে সবচেয়ে বড় পদ ও মন্ত্রিত্ব বাগাবে।



আন্দোলনের কোন বিকল্প নেই



আন্দোলনের কোন বিকল্প নেই। মনে রাখতে হবে আপনার যদি আন্দোলন করার ক্ষমতা না থাকে তাহলে জনগন ধরে নিবে দেশ চালানোর ক্ষমতাও আপনার নেই। ইতিহাস থেকে জানা যায়, অনেক বড় বড় নেতা ও তাদের তারকা নেতৃত্ব খচিত দল নিমিষের জনগনের চোখ থেকে হারিয়ে গেছে কেবল মাত্র মাঠে ঘাটে রাজপথে পদচারনা কমে গেছিলো বলে। জাতীয় পার্টির অবস্থাই দেখুন না কেনো? তাই আবারো বলছি আন্দোলনের বিকল্প নেই।



আওয়ামীলীগ কে দেখুন। মনে আছে তাদের আন্দোলন করার শক্তি কি পরিমান। কি পরিমান ডেডিকেশন ও কমিটমেন্ট দল ও তার নেত্রির প্রতি। তাই আবারো বলছি জনগনের মুক্তির জন্য, দেশকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে আসতে হবে। রাজপথ দখলে রাখতে হবে। আপনি আজ রাজপথ দখল করুন দেখবেন কাল থেকে শুধু আমেরিকা নয়, আওয়ামীদের প্রভু ইন্ডিয়ান দাদা বাবুরাও বিএনপি কে সাপো্র্ট করবে। আর আপনি যদি বিদেশী শক্তি কে বুঝিয়ে দেন আওয়ামীলীগ শক্ত রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করে তাদের টলানো যায় না। তাহলে আপনিই বলুন অযথা কেনো কেনো একটা এস্টাবলিশ শক্তিশালী সরকারের বিরুদ্ধে বিদেশী রাস্ট্রগুলো ঝগড়া ঝাটি করবে। জালিম সরকার আর গনতন্ত্রের কবর তো অনেক দেশেই আছে তো আমেরিকা, বৃটেন কি সব জায়গায় যেয়ে ডেমক্রেসীর জন্য আ্যাডভোকেসী করছে। না। তারা সেখানেই যায় যেখানে শক্তিশালী বিরোধীদল আছে যারা ডেমোক্রেসীর জন্য লড়ছে।



তাই এখনো সময় আছে আন্দোলন- প্রতিরোধ শক্তিশালী করুন। সারা বিশ্বের সাপো্র্ট পাবেন। হায়েনা পালানোর পথ পাবে না। ইন্ডিয়াও সাহায্য করতে এগিয়ে আসবে না। মনে রাখতে হবে হসিনার বাবা ছিলো সারা পৃথিবীতে ইন্ডিয়ার সবচেয়ে আপনজন, ঘনিষ্ট অনুচারী। তার মৃত্যতে ইন্ডিয়া কিছু করতে আসেনি। সে তুলনায় হাসিনা তো অতি সাধারন বাআল।



"বিদেশে আমাদের কোন প্রভু নেই, বন্ধু আছে"



বেগম জিয়ার একটা কথা দিয়ে শেষ করবো। তিনি বলেছিলেন, "বিদেশে আমাদের কোন প্রভু নেই, বন্ধু আছে" কথাটা কতখানি সত্য তা বুঝতে হলে বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষন করলেই যথেস্ট। আওয়ামীলীগের প্রভু থাকার কারনে সে তার প্রভুর ইচ্ছায় ও প্রভুর শক্তিতে ভরসা করে নিজ দেশের মানুষের রক্তে স্নান করছে। আর বিএনপি'র প্রভু না থাকায় আজো কোন বিদেশী শক্তি বিএনপি কে স্বান্তনাটুকুও দেয়নি। কিন্তু বিএনপি যদি আন্দোলন গড়তে সক্ষম হয় তাহলে দেখবেন বন্ধুর কোন অভাব হবেনা। বরং বাংলাদেশের ভুরাজনৈতিক পরিস্থিতি বলছে বিশ্বের অনেক শক্তিশালী দেশ যাদের কাছে ইন্ডিয়া হচ্ছে স্মল ফিশের মতো তারা বসে আছে একটা শক্তিশালী আন্দোলন দেখলে সারা বিশ্ব মাতিয়ে দিতে পারবে লেডি হিটলার খুনি গনহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে। সত্যিই বিএনপির দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব, জামায়াতের দিকে নয়।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

গান পাগলা বলেছেন: আন্দোলনের কোন বিকল্প নেই
একটা শক্তিশালী আন্দোলন দেখলে সারা বিশ্ব মাতিয়ে দিতে পারবে লেডি হিটলার খুনি গনহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে। সত্যিই বিএনপির দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

উপপাদ্য বলেছেন: ঘরে বসে বসে ক্ষমতায় যাওয়ার সপ্ন কেবল বেকুবেরাই দেখতে পায়। আওয়ামীলীগ অনেক পরিশ্রম করে অনেক ত্যাগের বিনিময়ে একটা চরম নাটকীয় প্লট বানিয়ে সেনা বাহীনিকে ব্যাবহার করে, ২ বছর ধৈর্য ধরে ক্ষমতায় বসেছে এতো সহজে ছেড়ে দেয়ার জন্য নয়।

অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে শূনবে?

অসীম শূন্যতা চারিধার!!!

ইরানের বিপ্লব শূনেছি বিদেশে নির্বাসনে থেকেও সফল হয়েছিল খোদ সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধেই।

আর দেশের এইরকম ক্রাইসিস মুমেন্টেও কারো কোন আওয়াজতো পাচ্ছি না।

তারেক জিয়া কি ইতিহাসের পাতায় ক্ষমা পাবে?????? এই ভূমিকাহীনতার দায় নিয়ে???????

বাকী সব সুশীল ভেকধারী নেতারা!!!!!!!!!!

আমজনতা অসহায়!!!!!

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

উপপাদ্য বলেছেন: বিদ্রোহী ভাই। নেতৃত্ব এমন একটা জিনিস। যে এটা পাওয়া যায় কিন্তু ধরে রাখতে হলে অনেক সাহসী হতে হয়।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

হেডস্যার বলেছেন:
খালেদা জিয়া যা করতেছে বা করবে সেইটারে "আন্দোলন" বলে না, বলে "আন্ডা-লন"

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

উপপাদ্য বলেছেন: গান পাউডার দিয়ে জনা ত্রিশেক বাস যাত্রীকে হত্যা করা কে নিশ্চয় আন্দোলন বলে!! আওয়ামী স্টাইল আন্দোলন বিএনপি করে নি বলে বিএনপিকে অনেক ধন্যবাদ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @জ্বি হেডস্যার!!

তাতো বটেই-

আন্দৌলন হল শেরাটনের সামনে ১১ জনকে জীবন্ত পুড়ে মেরে- বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করে এই মিথ্যা বলে চিল্লানো!!

আন্দোলন হল - ব্যক্তি এবং দলের স্বার্থে কোটি জনতাকে জিম্মি করে ১৭৩ দিন হরতাল করে হরতালের বিরুদ্ধে বলা!!!!

আন্দোলন হল-মানুষকে বাধ্য করে , দিগম্বর করে ঘর থেকে বের না হবার জন্য বাধ্য করা!!!!

বি্এনিপতো এইগুলান করে না। তারা আহবান করে। জনগণ স্বতস্ফূর্ত সমর্থন দিয়ে তা বাস্তবায়ন করে। তারা দিগম্বর করে না।

আর হাম্বারা ব্যপক জনসমর্থন দেখে -তা নাই প্রমাণ করতে নিজেরা রাজপথ দখল করে, দলীয় গাড়ী, ক্ষমতার হুকুমে পরিবহন শ্রমিকদের বাধ্য করে পথে গাড়ী চালায়- কিন্তু মানুষ যা বোঝার তা ঠিকই বোঝে।

সিটিতে সেই সিগনালটা অগ্রিম হয়ে যাওয়ায় -তারা গণতন্ত্রের মিনিমাম লেবাসটুকুও ছুড়ে ফেলে স্বৈরাচার আর স্বেচ্ছাচারী সরকারে পর্যবসিত!!!

দুঃখ আওয়ামীলীগাররা মানুষ হল না। আওয়ামীলিগই লয়ে গেল!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

উপপাদ্য বলেছেন: সত্যিকার অর্থে প্রকৃত আন্দোলন বিএনপি জমাতে পারছে না। এর বিভিন্ন কারন আছে যেমন:

সরকার বিএনপি কে সহিংস আন্দোলনের পথে নিয়ে যেতে চাচ্ছে বিএনপি সেটা এড়াতে গিয়ে অনেকটা আন্দোলন থেকেই দূরে সরে যাচ্ছে।

এছাড়া সংগ্রামী নেতারা অনেক সময় বঞ্চিত হওয়ায় এখন অনেকেই আন্দোলন বিমুখ হয়ে আছেন।

এবং বিএনপি অবশ্যই মানুষ পোড়ানো বা লগি বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে আন্দোলনের নামে মানুষ হত্যার মতো জঘন্য সহিংসতা করার পক্ষে কখনোই ছিলোনা।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

মাজহারুল হুসাইন বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই রাগ কইরেন না । আমারও একই মত, এখন কোন আন্দোলন হচ্ছে না । আমি এতে সন্তুষ্ট নই ।

মানলাম বিএনপির উপরের সারির নেতাদের হারানোর ভয় আছে । কিন্তু মাঝের ও নিচের সারির নেতারাও আন্দোলন জমাতে পারছেন না ।

তবে আমার মনে হয় হেফাজত আসার আগে এটা একটা ওয়ার্ম আপ । আসল আন্দোলন আসছে । ছাত্রদল একটু গা ঝাড়া দিয়ে উঠছে এটাও একটা পাওনা ।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

নষ্ট ছেলে বলেছেন: বিএনপি আসলে কোন আন্দোলন করতে পারছে না! বিএনপি চাচ্ছে কূটনৈতিকরা হাসিনাকে চাপ দিক যেন তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়। আওয়ামী লীগ কলা ছিলে দিবে আর বিএনপি গিলবে!
বিএনপির হরতালে জামাত পুরো শক্তি নিয়ে নামছে না। বিচ্ছিন্ন ভাবে কিছু শিবির কর্মী রাস্তায় নামছে।
এখন যদি জামাত বিএনপি ত্যাগ করে কিংবা বিএনপি জামাতকে ছেড়ে দিতে বাধ্য হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের একটা চুলও ছিঁড়তে পারবে না।
আর তারেক রহমান তো ইংল্যান্ডে বসে বসে গোঁফে তেল দিচ্ছে।
বিএনপির এমন দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলে কি বালের নেতা হইব?

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

হেডস্যার বলেছেন:
বিদ্রোহী ভৃগু ভাই, আমি আওয়ামীলীগ, বিএনপি, জামাত কোন কিছুরই সমর্থক না।
আপনে আমারে বিনা কারনে হাম্বা বলতেছেন। :(

গান পাঊডার দিয়ে জীবন্ত পোড়ানোকে ও আমি সমর্থন করি না।
খালি বলতে চাই, এগুলা থামাইতে হবে।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

সিদ্ধার্থ. বলেছেন: সাধারণত বাংলাদেশের রাজনৈতিক পোস্ট গুলি পড়ে চলে যাই ।কমেন্ট করবার যোগ্যতা বা প্রয়োজনীয়তা কোনটাই থাকে না ।কিন্তু--------

"মনে রাখতে হবে হায়েনার বাবা ছিলো সারা পৃথিবীতে ইন্ডিয়ার সবচেয়ে বর পদলেহী স্লেইভ। তার মৃত্যতেো ইন্ডিয়া কিছু করতে আসেনি। আর হায়েনা তো অতি সাধারন বাআল।"

কিন্তু এইগুলা কি লিখসেন ?বঙ্গবন্ধু পৃথিবীতে ইন্ডিয়ার সবচেয়ে বড় পদলেহী স্লেইভ? আপনার মাথা ঠিক আছে তো ?

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

উপপাদ্য বলেছেন: বিষয়টা এমনই। গতরাতে ডা. জাফরুল্লাহ বর্ননা করেছেন আগরতলা ষড়যন্ত্র মামলার বিষয়ে। কিভাবে ইন্ডিয়ান র এর এজেন্টরা শেখ মুজিবের সাথে গোপন বৈঠক করেছিলো আগরতলায়। এছারঅ ওরিয়ানা ফালাচির নেয়া সাক্ষাতকারে ইন্দিরা গান্ধী মোটামুটি শেখ মুজিবের বিশ্বস্ততার ব্যাপারে তার মনোভাব প্রকাশ করেছেন।

তারপরেও আমার লেখা উপরোক্ত বাক্যগুলো একটু বেশীই এগ্রেসিভ ছিলো। তাই এডিট করে দিলাম।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভাইসাব আন্দোলনে কোন কাম হবে না, সারা দুনিয়া সেকুলারের পক্ষে, ইসলামের বিপক্ষে ।

আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ভরসা, এছাড়া আর কোন উপায় নাই ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

উপপাদ্য বলেছেন: প্রত্যেক ধর্ম বিশ্বাসীরা তার নিজ নিজ ইশ্বরের প্রতি আস্তঃাশীল। আমাদেরও সে পথ ছাড়আ গতি নেই।

কিন্তু দেশ মুক্তির জন্য নিজেদেরও তো করতে হবে। এভাবে একটা দেশে প্রতিদিন মানুষকে গুলি করে মারছে পুলিশ তা চলতে পারেনা। কারন এর পরিনতি ভয়াবহ হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.