![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল মানুষকে বিজয় দিবসের উপহার,
মন্তব্য নিষ্প্রয়োজন বলে একটা কথা আছে। আমার এই সিরিজ ছবিগুলো দেখলে বারবার আপনার সেটাই মনে হবে।
গুগোলে ইমেজ সার্চ দিয়েছিলাম বাংলাদেশ পুলিশ লিখে। চক্ষু চরক গাছ হয়ে গেলো।
ভাবলাম উন্নত বিশ্বের দেশগুলোর নাম দিয়ে দেখি। যেমনটি ভেবেছিলাম তেমনটিই দেখতে পেলাম।
তারপর ভাবলাম পিয়ারে পাকিস্তান আর স্লামডগ ইন্ডিয়া লিখে দেখি কি আসে। এবারো চরক গাছ।
পার্শবর্তী দুই বুনো শিয়ালের দেশের পুলিশগুলাও আমাদের থেকে ভালো মনে হচ্ছে।
এবার আপনারা দেখুন।
১. বাংলাদেশ পুলিশ
২. ইন্ডিয়ান পুলিশ
৩. পাকি পুলিশ
৪. বৃটিশ পুলিশ
৫. আমেরিকান পুলিশ
আমি লজ্জিত তবে হতাশ নই। কারন পুলিশের এই ইমেজ পরিবর্তনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ লেডি হিটলার কসাই হাসিনা সরকারের পতন ঘটিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর ইমেজ পুনরুদ্ধার করে উন্নত বিশ্বের ন্যায় একটু সুসংঘটিত বাহিনী ও জনগনের জান মাল রক্ষায় সত্যিকারের উপকারী বন্ধু হিসেবে তৈরি করার প্রচেস্টা চালানো হবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
উপপাদ্য বলেছেন: এছাড়া তো উপায় নাই।
তা নাহলে দেশ এমনিতেই রসাতলে যাচ্ছে পরে হয়তো ডুবুরী সন্ধান করতে পারবে না।
অনেক ধন্যবাদ ভাই
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
জনাব মাহাবুব বলেছেন: আমরা লজ্জিত।
বাংলাদেশ পুলিশের আসল চিত্রই দেখেছেন
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
উপপাদ্য বলেছেন: দূর্ভাগ্য আমাদের।
পুলিশের এই চেহারা দেখার জন্য নিশ্চয় দেশ স্বাধীন হয়নি।
যারা দেশ স্বাধীন করেছেন নিজের তাজা রক্ত ঝড়িয়ে তাদেরকেই পুলিশ পিটিয়েছে আমাদের নোংড়া রাজনীতির হাতিয়ার হয়ে।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
বাঁশ আর বাঁশ বলেছেন: যেদেশের মানুষ যেমন হারামি, পুলিশেরও ততটা হারামি হওয়াই স্বাভাবিক।।।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
উপপাদ্য বলেছেন: বাংলাদেশের মানুস কিন্তু হারামী না ভাই।
বাংলাদেশের মানুষ এই পাপিষ্ট পৃথিবীর সবচেয়ে দুখী, সবচেয়ে সহজ সরল আর সবচেয়ে নির্যাতিত। আমরা মানুষের খেলার পুতুল হই কিন্তু জেনেও সেই খেলোয়ারকে ভালোবাসি।
বাংলাদেশের সাধারন মানুষ এটা ডিজার্ব করেনা।
এমন কি পুলিশও না।
সকলের শুভ বুদ্ধির উদয় হোক।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
আকাশদেখি বলেছেন: তার পরও কিন্ত পুলিশ-ই আমাদের প্রথম ভরসা..।
যদিও তারা রাজনীতির খেলায় বলির পাঠা হয় আর আমাদের সামনে তাদের কুৎসিত দিক টা ধরা পড়ে।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
উপপাদ্য বলেছেন: রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিলে পুলিশী হয়রানী, ঘুষ বানিজ্য নিমিষেই দূর করা সম্ভব।
রাজনীতিতে ব্যাবহৃত হয় বলেই পুলিশের খুটির জোড় বেড়ে যায়, জবাবদিহিতা কমে যায়।
নিশ্চয় এসি বিপ্লব আর হারুনের কথা মনে আছে আমাদের সবার।
অনেক ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মন্তব্যের জন্য।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
হেডস্যার বলেছেন:
পুলিশের কাম কি দাঙ্গাহাঙ্গামা বাজদের সাথে চুমাচুমি করা?
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
উপপাদ্য বলেছেন: না,
পুলিশের কাম আপনার সাথে চুমাচুমি করা।
খারাপ না, কি বলেন?? স্যার
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
ম্যাংগো পিপল বলেছেন: ''বাংলাদেশ পুলিশ'' বর্তমানে একটি জাতীয় দূর্ভগের নাম। তবে আমরা আশাবাদী, একদিন নিশ্চই এই অবস্থার পরিবর্তন হবে।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
উপপাদ্য বলেছেন: আপনার মতো আমিও আশাবাদি ভাই।
অনেক ধন্যবাদ
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
হেডস্যার বলেছেন:
খারাপ বলেন নাই। আমি যদি চুমার কাম করি তাইলে আমারে চুম্মাই দিবো। দরকার হইলে পাছায় দিবো।
কিন্তু ছাগুরা যখন পাগলা কুত্তার মত করে তখন পুলিশ এমুনিতেই পোন্দাইবো। সেইটা বাংলা হোক আর আম্রিকা পুলিশ হোক।
বুঝা গেছে ছাগু?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৩
উপপাদ্য বলেছেন: যাকে টাকে ছাগু বলা কুকুরের স্বভাব। এবং আপনাকে বলছি কুকুরের স্বভাব পরিতাজ্য। এস্বভাব পরিত্যাগ করুন। তা নাহলে চিরজিবন কুকুর হিসেবে আখ্যায়িত করা হবে।
বাংলাদেশ পুলিশ লিখে সার্চ দেন তারপর দেখেন কি আসে। ভালো করে পুলিশের নির্যাতনের শিকার মানুষগুলোর চেহারার দিকে তাকাও হে কুত্তাশাবক দেখো ওখানে শুধু জাময়াত শিবিরি না, ওখানে হাম্বালীগ, বিএনপি, বাম, তেলগ্যাস রক্ষা কমিটি, গার্মেন্টস কর্মী, নারী, বৃদ্ধা এমনকি ১২ বছরের শিশুরাও আছে।
হ্যা তবে কুত্তার মত পদলেহী জন্তু হলে অবশ্য সবাইকেই জামায়াত-শিবির মনে হবে আপনার।
স্টেডিয়ামে যে বীর মুক্তিযোদ্ধা ফটোসাংবাদিককে পুলিশ পিটিয়েছিলো উনিতো নিশ্চয় জামায়াত-শিবির ছিলেন না।
বিবেকের দুয়ারে যদি তালা মেরে রাখেন তাহলে আপনার মতো মন্তব্য করা খুব সহজ যা মুরগী কবির, মুত মামুন রা অহরহ করে।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
খেয়া ঘাট বলেছেন: ভাই, ক্ষমতায় যারা থাকে তারাই সবসময় পুলিশকে তাদের গোলাম বানিয়ে রেখে। একজন দলীয় সাধারণ ক্যাডারের কাছে একজন বিসিএস পুলিশ অফিসার যেখানে জিম্মী হয়ে থাকে, সেখানে আর কী করার থাকে।
বাংলাদেশে ৬৪টিজেলার ডিসি, এসপি কে যদি রাজনৈতিক স্বার্থের বাইরে রেখে কাজ করার সুযোগ দেয়া হয় তবে দেখবেন শীঘ্রই পরিবর্তন চোখে পড়বে। তবে উনাদেরও সৎ হতে হবে।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ খেয়াঘাট ভাই।
আপনার সাথে পুরোপুরি একমত পোষনের পাশাপাশি এটাও মনে করি যে রাজনীতির বাইরে রাখলে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা সহজেই সম্ভব।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
অদৃশ্য বলেছেন:
পড়ে গেলাম আর দেখেও গেলাম...
শুভকামনা...
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ,
শুভ কামনা আপনার জন্যেও...।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
একজন ঘূণপোকা বলেছেন: এতো দেখি গ্রাম্য জোতদারদের পেটোয়া বাহিনীটাইপ
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
উপপাদ্য বলেছেন: এমন পেটোয়া বাহিনি সম্ভবত গেস্টাপোও ছিলোনা।
বর্তমান পুলিশ বাহিনীর মধ্যে কেবল মাত্র রক্ষীবাহিনীরই বৈশিষ্ট দেখতে পাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: উপপাদ্য বলেছেন
ইনশাআল্লাহ লেডি হিটলার কসাই হাসিনা সরকারের পতন ঘটিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর ইমেজ পুনরুদ্ধার করে উন্নত বিশ্বের ন্যায় একটু সুসংঘটিত বাহিনী ও জনগনের জান মাল রক্ষায় সত্যিকারের উপকারী বন্ধু হিসেবে তৈরি করার প্রচেস্টা চালানো হবে।