নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

আসাদুজ্জামান নূর: বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা আপনার এলাকায়

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

নিউজ পেপারে একটা খবর পড়ে মোটামুটি আৎকে উঠেছি। ঘটনা সত্য হলে দেশ ও জাতির জন্য খুবই চিন্তার বিষয়। আমাদের জাতি সত্বা ও পরিচয় চিহ্নের সাথে সম্পর্কিত এটা একটি গুরুতর ব্যাপার।



নীলফামারিতে আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান নুরের বাহিনির সাথে ১৮ দলীয় জোট কর্মীদের সংঘর্ষের পর পুলিশী অভিযানের দরুন মসজিদে আজান ও নামাজ হচ্ছে না। বিষয়টা গুরুতর এই কারনে যে পুলিশ মসজিদ টার্গেট করে নিয়েছে কারন জামায়াত-শিবির নামাজ পড়ে এজন্য। তাই সাধারন মুসল্লীরাও মসজিদে যাচ্ছেন না। কি ভয়ানক ব্যাপার। একটা দেশে পুলিশের ভয়ে সাধারন মানুষ নামাজে যাচ্ছেন না ৯০ শতাংশের উপরে মুসলিম অধ্যুষিত দেশে। সেই দেশের কোন কোন এলাকার মসজিদে আজান দিতে পারছেন না পুলিশের ভয়ে। কি সাংঘাতিক অবস্থা দেশের। পুলিশ কি তবে সাক্ষাত শয়তানের ভুমিকায় অবতীর্ন হলো? প্রশ্ন হলো কে সেই দুষ্মন্ত যার আঙুলী হেলানে মানুষের ধর্মীয় স্বাধীনতার উপর এমন আঘাত আসলো। আসাদুজ্জামান নূর সেদিন কান্না করেছেন, টিভির সামনে সোনালী পর্দায় সেই সোনালী দিনগুলির মতো হয়তো অভিনয় নয় সত্যিই তার কর্মী বাহিনির জন্য কান্না করেছেন। কিন্তু আজ তারই নির্বাচনী এলাকার একটা অংশে কিছু সংখ্যক মানুষ মসজিদে যেতে পারছেন না, তারই লেলিয়ে দেয়া পুলিশ নামক এক অসুর বাহিনীর জন্য, আজান হচ্ছে না, নামাজ হচ্ছে না। এই ভীত সন্ত্রস্থ জনপদ উপহার কি নূর সাহেব নিজেই দিলেন তার সেকুলারিস্ট চরিত্র বজায় রাখতে গিয়ে।



নাকি তিনি কোন কার্যকর ভূমিকা রাখবেন, খতিয়ে দেখবেন এই সব এলাকায় কেন আজান ও নামজ হচ্ছে না? কেন পুলিশের ভয়ে মানুষ তার ধর্মীয় স্বাধীনতা বজায়, ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারছেন না। যাবেন কি নূর সাহেব তার নিজ নির্বাচনী এলাকায়? গিয়ে কি কোন মসজিদ ভিজিট করে সাধারন মানুষের সাথে নামাজ আদায় করে বলবেন মুসল্লীদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় তিনি ও তার সরকার বদ্ধপরিকর। যেমনটি আমাদের নেতা-নেত্রীরা করেন হিন্দু, বৌদ্ধ ও খৃষ্ঠানদের উপাসনালয়ে গিয়ে।



মনে প্রানে চাচ্চি শীর্ষ নিউজের এই খবরটা হলুদআলু, হলুদকন্ঠ, ভারতকন্ঠ, ভারতনিউজ২৪ এর মতো মিথ্যা রিপোর্ট হিসেবে প্রমানিত হোক।



নিলফামারীর দু ইউনিয়ন জনশুন্য: মসজিদে নামাজ হচ্ছেনা





মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

টুনা বলেছেন: শীর্ষ নিউজ আর বাঁশের কেল্লা একই সূত্রে গাঁথা।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

উপপাদ্য বলেছেন: তাই নাকি?

আজকাল দেশে যে পরিমান জোট, মহাজোট, ইত্যাদি খেলা দেখি তাতে বাঁশের কেল্লার সাথে গনজাগরন মঞ্চেরও কোন সূত্র থাকলে অবাক হবোনা।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
টুনা সঠিক কথা বলেছেন:-
শীর্ষ নিউজ আর বাঁশের কেল্লা একই সূত্রে গাঁথা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১

উপপাদ্য বলেছেন: ভাব্বার বিষয়।

হতেও পারে। আজকাল অসম্ভব বলতে কিছু নেই।

ভারতলীগের চ্যালা জামাতি চ্যালাকে জেল থেকে ছাড়িয়ে আনে সুপারিশ করে। সবই সম্ভব।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

HHH বলেছেন: ্বাংলাদেশ এখন ইসলামবিরোধী নাস্তিক আর মালুদের স্বর্গরাজ্য। এখানে এখন ইসলামকে অপমান করার জন্য সব কিছু করা যায়। ইসরাঈল অপেক্ষা করছে বাংলাদেশকে নিজের অংগরাজ্য ঘোষনা করার জন্য

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

উপপাদ্য বলেছেন: নাস্তিকদের সর্গরাজ্য একথাটি সঠিক বলেছেন।

কিন্তু এক মাঘে শীত যায়না এটাও মনে রাখতে হবে। আজ যারা বাড়াবাড়ি করছেন তাদেরকেও একদিন জবাবদিহি করতে হবে।

অনেক ধন্যবাদ

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

পার্থরূপ বলেছেন: নবীবিদ্বেষি ,মওদুদীবাদী, আমেরিকার দালাল ,জামাত শিবির নিপাত যাক .নবী প্রেমি তৌহিদি জনতা বাংলার মাটিতে যতদিন আছে ,জামাতিদের মিথ্যাচার করে নবীপ্রেমিক তৌহিদী জনতাকে বিভ্রান্ত করতে পারবে না

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

উপপাদ্য বলেছেন: তৌহিদি জনতা কখনোই বিভ্রান্ত ছিলোনা, এখনো নয়।

আশাকরি জনতার জয় হবেই।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মুদ্‌দাকির বলেছেন: খুবি দুঃখজনক, আল্লাহ এদের শিকর উৎপাটন করে দিক

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

উপপাদ্য বলেছেন: অবশ্যই দুঃখজনক।

পাশাপাশি বিপদজনকও বটে।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: একটু আগে দেখলাম এক হাম্বা বলল, ইকনোমিস্ট নাকি কোন পত্রিকাই না।



শীর্ষ নিউজ এর নিউজো কোন নিউজ না। X( X( X(



কোথায় মাথায় পট্টি দেয়া বেগম আজ

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

উপপাদ্য বলেছেন: সত্য যখন খুব রুঢ়ভাবে দড়জায় আঘাত করে তখন অনেকেই মেনে নিতে পারেন না।

তখন সেটাকে ধামাচাপা দেয়ার জন্য অনেক কুকাজ করতে হয়।

এই যেমন
ইকনোমিস্ট কোন পত্রিকাই না।
নিউ ইয়র্ক টাইমস কিংবা মিরর বিএনপির টাকা খাইসে।
আলজাজিরার মালিক জামায়াত শিবির।

ঠিক তেমনি ভাবে শীর্ষনিউজ ও বাঁশের কেল্লা একই সুত্রে গাঁথা।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

কয়েস সামী বলেছেন: খবর পক্ষে না গেলে এখন সবাই বলছে খবরটা মিথ্যা। সবাই এখন দলকানা অবস্থায় আছি। আমাদের এই অন্ধতার দূর হোক।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

উপপাদ্য বলেছেন: আমাদের এই অন্ধতার দূর হোক।

- স হ ম ত

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আমাদের এই অন্ধতার দূর হোক।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

উপপাদ্য বলেছেন: আমাদের এই অন্ধতার দূর হোক।

- স হ ম ত

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

উপপাদ্য বলেছেন: আসাদুজ্জামান আপনাকে ধন্যবাদ যে আপনার গাড়িতে হামলা মামলার প্রথম ৩ আসামীকে খুন করিয়ে দেয়ার জন্য।

কিন্তু এসব খুনের পেছনে আপনার হাত কতখানি ছিলো তা উদঘাটন করতএ নিশ্চয় বিচারের সম্মুখীন হতে হবে আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.