![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নারী দিবস
আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে আমাদের অনেক চাওয়া-পাওয়া থাকে। নারী দিবসে আমরা বিগত বছরগুলোতে নারীর প্রতি রাস্ট্র ও সমাজ কিরূপ আচরন করেছে তার হিসেব নিকেশ কষি। প্রতি বছর নারী দিবসে আমরা নতুন করে শপথ নিই নারীকে কিভাবে সমজে সমতা দিয়ে সমজাকেকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কিভাবে নারীকে তার প্রাপ্য সম্মান দিয়ে পুরুষের পাশাপাশি স্থান দিয়ে সুযোগ সৃষ্টি করা যায়।
এখনো বৈষম্য
অতি দুঃখের বিষয় হলো যে বিগত ১০০ বছর ধরে ৮ই মার্চকে নারী দিবস হিসেবে পালন করলেও আজ ১০০ বছর পরে নারী যে জায়গায় থাকার কথা আজো পৃথিবীতে আমরা নারীদেরকে সেসব জায়গায় দেখিনা। এখনো নারীর প্রতি ডিসক্রিমিনেশন করা হচ্ছে। সেই বৈষম্যের প্রভাবে নারীর উন্নয়নের বদলে দিনকে দিন প্রান্তিকে ঠেলে দিচ্ছি। আর যেসব নারীর অবস্থান ইতোমধ্যে প্রান্তিক পর্যায়ে আছে তাদের আর্থ-সমাজিক অবস্থানের কি রূপ উন্নতি হয়েছে তা বলা বাহুল্য।
নারীর অধিকার
বাংলাদেশ রাস্ত্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত আমাদের দুই নেত্রীর জন্য। দুই নেত্রীই গৃহবধু থেকে নিজ গুন, নেতৃত্ব, ধৈর্য ও শক্তিমত্তা দিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন। সে হিসেবে আমাদের দেশের নারীদের যে পরিমান উন্নতি সাধন হওয়ার কথা ছিলো তার সিকিভাগও হয়নি। পরিসংখ্যান ও গবেষনাপত্রগুলো তাই বলে। দেশের কর্মক্ষম নারীর যে অংশটুকু কাজ করছেন তার মধ্যে শতকরা ৯০ভাগই আছেন গার্মেন্টস সেক্টরে। অথচ গার্মেন্টস সেক্টরে তাদেরর ন্যায্য বেতন ভাতার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়। কর্মক্ষেত্রের পরিবেশ কোনভাবেই স্তান্ডার্ড নয়। এইসব বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে আমাদের দেশের অনেক কর্মজিবী নারীকে জিবন পর্যন্ত দিতে হয়েছে মালিক পক্ষ ও সরকারী বাহিনীর রোষানলে পরে।
আমাদের ব্যার্থতা
আজ নারী দিবসে যে কথা বলার জন্য কীবোর্ড নিয়ে বসেছি। নারীর প্রতি সহিংসতা বাংলাদেশে নতুন কোন বিষয় নয়। নারীকে আমরা এখনো নিরাপদ দেশ উপহার দিতে পারিনি। এটা যেমন রাস্ট্রের ব্যর্থতা তেমনি পুরুষেরও ব্যর্থতা কারন সমাজটা এখনো পুরুষ কতৃক নিয়ন্ত্রিত। কিন্তু তাই বলে দিনের পর দিন পরিস্থিতি অবনতির দিকে যাবে তা মেনে নিতে কষ্ট হয়। আজ রাস্ট্রের সর্বোচ্চ আসনে একজন নারী থাকার পরও দেশব্যাপী নারীদের উপর সরকারী বাহিনীর নির্যাতনের কথা শুনে নিশ্চয় আমাদের সমাজ ও সভ্যতা নিয়ে প্রশ্ন উঠাতে হয়।
নারীর প্রতি রাস্ট্রীয় সহিংসতা
বিগত বছরটি ছিলো রাজনৈতিক হানাহানির বছর বাংলাদেশের জন্য। বাংলাদেশ পরিচিতি পেয়েছে বিরোধীদলীয় কর্মী নির্যাতনের কারাগার হিসেবে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো সাতক্ষীরা, নীলফামারী, সীতাকুন্ড সহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ পুলিশ ও যৌথবাহীনি নামক গেস্টাপো বাহিনী বিরোধী দলীয় নেতা কর্মীদের খুন, গুম ও গ্রেফতার অভিযান চালিয়ে তাদেরকে না পেয়ে সেইসব বাড়ীর নারীদের উপর যে লোমহর্ষক নির্যাতন করতে দ্বিধাবোধ করেনি। সাতক্ষীরাতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে পুরুষ সদস্য না পেয়ে নারীদের উপর যেভাবে তারা চড়াও হয়েছে এমন কি ধর্ষন সহ ভয়ানক নারী নির্যাতনের যেসব বর্ননা আমরা ফেসবুক, ইউটিউব সহ নানা সামজিক মাধ্যমে দেখতে পাই তা জাতি হিসেবে আমাদেরকে মধ্যযুগীয় বর্বর হিসেবে পরিচয় দিচ্ছে। ২০১৩ সালে বিভিন্ন স্থানে পুলিশ যেভাবে নির্বিচার গুলি করে ৮০ বছরের বৃদ্ধা থকে বাচ্চা শিশু পর্যন্ত হত্যা করে রাস্ট্র ও রাজনীতিকে কলংকিত করেছে তারপরে সরকার প্রধান নারী হয়েও তার নারীত্ব, মর্যাদা ও মানুষ হিসেবে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠে। নারীর সম্মান, নারীর অধিকার নিয়ে আজ যখন আমরা পুরুষরাও সারা বিশ্বব্যাপী সোচ্চার তখন বাংলাদেশের মতো নারী সরকার প্রধান রাস্ট্রে যখন তারই নির্দেশে দেশজুড়ে নারী নির্যাতন করে রাস্ট্রীয় বাহীনি তখন নারী দিবস পালন করতে লজ্জা হয়। প্রগতির কথা বলতে লজ্জা হয়।
সরকারের সহিংসতার শিকার বিপ্লবী নারীদের সশ্রদ্ধ সালাম
২০১৪ সালের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “Equality for women is progress for all” প্রতি বছর আমরা এমন প্রতিপাদ্যগুলো দেখি বাস্তবে বাংলাদেশের মতো রাস্ট্রে কতটুকু বাস্তবায়ন হয় তা খতিয়ে দেখার বিষয়। বাংলাদেশের বাস্তব অবস্থা যখন নারীর প্রতি এখনো সহিংস তখন আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হওয়া উচিত নারীর নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্বের সকল নারীর জয় হোক। বাংলাদেশের যেসব নারী শেখ হাসিনার বর্বরতার শিকার হয়ে জিবন দিয়েছেন, পংগুত্ব বরন করেছেন, পুলিশের নির্বিচার গুলিতে আহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন সেইসব নারীর প্রতি সশ্রদ্ধ সালাম। বিপ্লবে, সংগ্রামে আমাদের নারীরাই আমাদের প্রেরনা।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮
উপপাদ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কা-ভা ভাই।
তবে স্টিকি পোস্টটাও ভালো হয়েছে।
ভালো থাকবেন।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০
উপপাদ্য বলেছেন: স্টিকি পোস্টে আপনার মন্তব্যটা তাৎপর্যপূর্ন।
কঠিনভাবে সহমত পোষন করি।
২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮
সুমন কর বলেছেন: কা-ভা ভাইয়ের সাথে সহমত। এই পোস্টটি আজকের অন্যতম একটি পোস্ট। অনেক ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩
উপপাদ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।
নারী দিবসের শুভেচ্ছা রইলো।
৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬
উজবুক ইশতি বলেছেন: বিপ্লবে, সংগ্রামে আমদের নারীরাই আমদের প্রেরনা।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪
উপপাদ্য বলেছেন: বিপ্লবে, সংগ্রামে আমদের নারীরাই আমদের প্রেরনা।
শত সহস্র বছর ধরে আজো অবধি নারীরাই দিয়ে গেছেন প্রেরনা। তাদের জন্য সশ্রদ্ধ সালাম।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বিপ্লবে, সংগ্রামে আমাদের নারীরাই আমাদের প্রেরনা।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৭
উপপাদ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী ভাই।
নারী দিবসের শুভেচ্ছা রইলো।
৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: বিপ্লবে, সংগ্রামে আমদের নারীরাই আমদের প্রেরনা।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬
উপপাদ্য বলেছেন: বিপ্লবে, সংগ্রামে আমাদের নারীরাই আমাদের প্রেরনা।
এই প্রেরনা থেকেই আমার পোস্ট।
অনেক ধন্যবাদ ভাই।
৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬
তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪০
উপপাদ্য বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৮
বেঈমান আমি. বলেছেন: ধান বানতে শিবের গীত?
০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:২৭
উপপাদ্য বলেছেন: আপনিতো আছেন কোনাকোনি কথা বলার ধান্ধায়।
মিথ্যে বলেছি কিনা সেটা বলেন?? রাস্ট্র, রাস্ট্রীয় বাহিনী, সরকারী দলের গুন্ডারা যেভাবে নারীর প্রতি সহিংসতা করেই চলেছে তা তথাকথিত তালেবাইন্যা মোল্লাতন্ত্রকেও হার মানিয়েছে। রাস্ট্র নারীর নিরাপত্তার জন্য কি করছে তা জানতে চাই। এছাড়া পরমিল টা্ইপ সরকারী পৃষ্ঠপোসকতায় চাকরী-প্রাপ্ত নারী নির্যাতনকারীদের বিরোদ্ধে সরকার কি ব্যাবস্থা নিয়েছে তাই জানতে চাই।
উপরের ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখুন। এছাড়া ছাত্রদল/শিবির নেতাদের না পেয়ে তাদের মা-বোন, ভাতিজিকে পর্যন্ত পুলিশ নির্যাতন করেছে এমন কয়টা নিউজ দেখতে চান? গুগুল করেই দেখুন না কেনো??
৮| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৫
বেঈমান আমি. বলেছেন: সবচেয়ে ভয়ানক বিষয় হলো সাতক্ষীরা, নীলফামারী, সীতাকুন্ড সহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ পুলিশ ও যৌথবাহীনি নামক গেস্টাপো বাহিনী বিরোধী দলীয় নেতা কর্মীদের খুন, গুম ও গ্রেফতার অভিযান চালিয়ে তাদেরকে না পেয়ে সেইসব বাড়ীর নারীদের উপর যে লোমহর্ষক নির্যাতন করতে দ্বিধাবোধ করেনি। সাতক্ষীরাতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে পুরুষ সদস্য না পেয়ে নারীদের উপর যেভাবে তারা চড়াও হয়েছে এমন কি ধর্ষন সহ ভয়ানক নারী নির্যাতনের যেসব বর্ননা আমরা ফেসবুক, ইউটিউব সহ নানা সামজিক মাধ্যমে দেখতে পাই তা জাতি হিসেবে আমাদেরকে মধ্যযুগীয় বর্বর হিসেবে পরিচয় দিচ্ছে। ২০১৩ সালে বিভিন্ন স্থানে পুলিশ যেভাবে নির্বিচার গুলি করে ৮০ বছরের বৃদ্ধা থকে বাচ্চা শিশু পর্যন্ত হত্যা করে রাস্ট্র ও রাজনীতিকে কলংকিত করেছে তারপরে সরকার প্রধান নারী হয়েও তার নারীত্ব, মর্যাদা ও মানুষ হিসেবে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠে। নারীর সম্মান, নারীর অধিকার নিয়ে আজ যখন আমরা পুরুষরাও সারা বিশ্বব্যাপী সোচ্চার তখন বাংলাদেশের মতো নারী সরকার প্রধান রাস্ট্রে যখন তারই নির্দেশে দেশজুড়ে নারী নির্যাতন করে রাস্ট্রীয় বাহীনি তখন নারী দিবস পালন করতে লজ্জা হয়। প্রগতির কথা বলতে লজ্জা হয়।
ইটস ফানি। দেশের প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী নারী স্পীকার নারী খালেদা নারী এমন কি সামু ব্লগের মালিক নারী জানা আপু নারী নিয়া আমাদের প্রবলেম নাই প্রবলেম আপনাদের ।আপনারা নারীকে তেতুল মনে করেন।রোমানা কেইসে আপনার কমেন্ট বা পোস্ট নিয়া টানাটানি করুম না।
লেটেস্ট সংবাদ দিয়া যাই ।
নারী দিবসে দেশের নারীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ।
'হেল্প লাইন ১০৯২১'।
নারী দিবসে নারীদের জন্য ন্যাশনাল হেল্প লাইন চালু করলো সরকার। যেকোনো অপারেটর থেকে ১০৯২১ এই নম্বরে ডায়াল করে যে কেউ নারী নির্যাতন সম্পর্কে প্রতিকার পেতে অভিযোগ দিতে পারবেন। পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এলা ঘুমান।যে কোন সময় আপনার নামে ফোন আসতে পারে
০৯ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৫
উপপাদ্য বলেছেন: রুমানা বিষয়ে আমার পোস্টে আমি সরাসরি আইনের শাসনের কথা বলেছি। আইনের শাসনের অনুপস্থিতির কারনে রুমানার উপর তার স্বামীর বর্বর নির্যাতনের কথা বলেছি। বিরোধীতা করেছি তাদের যারা বলেন "কেবলমাত্র পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার" কারনেই রুমানার উপর নির্যাতন হয়েছে।
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান করেছিলাম। তাই দয়াকরে বিতর্ক সৃষ্টি করবেন না। কোন সন্দেহ থাকলো আবারো পড়তে পারেন।
দ্বিতীয়ত, আপনি যেসব সম্মানিত নারীদের কথা বলেছেন তাদের পেছনে রাস্ট্রের অবধান কতটুকু আছে? তারা নিজেদের জ্ঞান, মেধা, বুদ্ধি ও একাগ্রচিত্ততা দিয়ে নিজের চেস্টায় আজকের জায়গায় এসে পৌছেছেন। তবুও আমি মনে করে এসব সম্মানিত নারীগন প্রিভিলেজড। কারন শেখ হাসিনা বংগবন্ধু কন্যা, খালেদা জিয়া স্বাধীনতার ঘোষকের স্ত্রী। জানাআপাও বিদেশে পড়াশুনা শেষ করে দেশে ফেরা সৌভাগ্যবানদের একজন।
কিন্তু আপনি যদি চিন্তা করেন গার্মেন্ট শিল্পে কাজ করা ২০ লাখ নারী শ্রমিকের কথা। আপনি যদি চিন্তা করেন ইটের ভাটায় কাজ করা নারী শ্রমিকের কথা, আপনি যদি চিন্তা করেন মেসে কিংবা মানুষের বাসা বাড়িতে কাজ করা সংগ্রামী নারীদের কথা তাহলে কি জবাব পাবেন রাস্ট্রের কাছ থেকে।
হেল্প লাইন করেছেন মুবারকবাদ জানাচ্ছি। কিন্তু নারীর অধিকারের ক্ষেত্রে, সুজোগ সুবিধার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চাকুরী সহ ইত্যাদি ক্ষেত্রে একটা তুলনামুলক চিত্র কি খতিয়ে দেখতে পারেন?
পুলিশের হাতে গুলি খেয়ে রাস্তায় থুবরে পরেছে নারীর লাশ সেই লাশ পশুর মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এসব মানবাধিকার বিরুধী কার্যকলাপ দেখেও যারা "হেল্প লাইন" চালুতে বানর নাচ দেয় আমিতো তাদের দলে নাই ভাই। আর হেল্প লাইনের কথা কি বলবো মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য মেট-পুলিশের নাম্বার চালু হয়েছে কত বছর আগে কল্পনা করতে পারেন, আজো কি শুনেছেন পুলিশকে ফোন করার সাথে সাথে ৫/১০ মিনিটে পুলিশ এসে বিপদগ্রস্থকে উদ্ধার করেছে। আসলে আমাদের পুরো সিস্টামই কাজ করছে না।
আমরা সবাই হয়ে পরেছি বিভক্ত এমনকি আপনি একটা ভালো পোস্ট দিলেও আমি সেটাতে একমত হবোনা কারন আপনি আওয়ামী সাপোর্টার।
এটা আজকের। আইনের শাসনের কি অবস্থা দেখুন। হেল্প লাইন নচেন একটু পরে
৯| ০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৪:০৯
বেঈমান আমি. বলেছেন: হাসিনা জানা আপু এক না খালেদা হয়তো বাই চান্স আসছে তাও াপনাদের কারন.হাসিনা জানা আপু নিজের যোগ্যতায় আসছে
০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৪:১২
উপপাদ্য বলেছেন: আচ্ছা বেইমান সাহেব আপনার যুক্তিই সই। টালগাচ আপনার
১০| ০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৩৮
বেঈমান আমি. বলেছেন: ধন্যবাদ
১১ ই মার্চ, ২০১৪ রাত ১:১১
উপপাদ্য বলেছেন: ইয়া খোদা,
বেইমান আপনিও ধন্যবাদ দিলেন..
১১| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫০
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
------------------------------------------------------
রুনি আর মেঘ - কি নারী নয়??????????????
একজন নারী "রেশমা"-রে নিয়া যে নিষ্ঠুর নাটক কইরল, সেটা কিছু কইলেন না???
এদের স্মরণ কইরলেইন না???
যান, প্লাস দিমু না। কী কইরবেন , করেন। :-&
----------------------------------------------------
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৪
উপপাদ্য বলেছেন: মুন্না ভাই বহু কিছু উল্লেখ করিনি। নারী নির্যাতনের প্রকৃত অবস্থা উল্লেখ করলে মহাভারত রচিত হবে। দেশের নারীরা তাদের প্রতি বৈষম্য ও নির্যাতনের নতুন রূপ দেখেছেন বিগত ২-৩ বছরে।
আপনার কি মনে পরে একজন অন্তসত্বা নারীকে কিভাবে আদালতে ৪তলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো । সেই নারীকে মুক্তি দেয়াতো দূরের কথা রাস্ট্র এতোটাই অমানবিক ও পশু হয়ে গেছিলো যে তার রিমান্ডা চাওয়া হয়েছিলো। সেই অন্তসত্বা নারীকে সন্তান জন্ম দিতে হয়েছিলো কারগারের অন্ধ প্রকোষ্টের ভেতর।
আমি শুধু ভাবি মানুষের ভেতরে কতটুকু পশুবৃত্তি থাকলে, হায়েনাবৃত্তি থাকলে এমন হিংস্র জানোয়ারের আচরন করতে পারে।
প্লাস দিয়ে কি করুম মুন্না ভাই, যখন চোখের সামনে এমন দৃশ্য দেখি। যখন প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কিংবা ঘুমুতে যাবার সময় দেখি আজ ৭৫২তম দিন আজ ৭৫৮ তম দিন।
নারী দিবসের শুভেচ্ছা থাকলো। ভালো থাকুন।
১২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫
নিশাত তাসনিম বলেছেন: চমৎকার পোস্ট ।
১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৭
উপপাদ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, নিশাত তাসনিম ভাই।
ভালো থাকুন।
১৩| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
অদৃশ্য বলেছেন:
খুব সুন্দর প্রকাশ...
শুভকামনা...
১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৩
উপপাদ্য বলেছেন: আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা।
১৪| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোষ্ট!!
ধন্যবাদ।
১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭
উপপাদ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, দেশ প্রেমিক বাঙালী ভাই।
নিরন্তর শুভ কামনা রইলো।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০২
একজন ঘূণপোকা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাইয়ের মন্তব্যে প্লাস
আর শেষের পিকটা নিয়ে কি আর বলব, এটা নারী অবমাননা নয়, কারন উনি চেতনাজীবি না
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৩
উপপাদ্য বলেছেন: নারীর উপর এমন সরকারী অত্যাচার চলছেই। এখনো।
১৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৯
লিরিকস বলেছেন: +
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ লিরিকস ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন। আজকে যে কয়টি নারী দিবস নিয়ে পোষ্ট পড়েছি, তার মধ্যে আপনার এই লেখাটি অন্যতম ভালো হয়েছে।