নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমান: জাতি আপনার কাছে নিশ্চয় কৃতজ্ঞ থাকবে

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই ঝড় বইয়ে দিয়েছেন। এটাকে ঠিক ঝড় না বলে রাজনীতির সুনামী বলা উচিত। আমার বিষয়টা বিশেষ পছন্দ হয়েছে।



১. তিনি বলেছেন বাংলাদেশের প্রথম রাস্ট্র প্রধান ছিলেন "জিয়াউর রহমান"।



যদিও এটা বেশ পুরানা সত্য তবুও তারেক রহমানের মুখে এমন সত্য শুনে চানক্যবাদীদের রাতের ঘুম তো হারাম হয়েছেই পাশাপাশি দিনের বিশ্রামও হারাম হয়েছে।



এখন তারা হন্যে হয়ে ছুটছে কিভাবে এই বক্তব্যকে ডিফেন্ড করা যায়। তাই চারপাশে চলছে আোয়ামীদের আরো এক পশলা প্রপাগান্ডা। খড়খুটো যা পায় তা দিয়ে বিরোধীতা করতে চাইছে। কিন্তু অনলাইনে জাতীয়তাবাদী বিপ্লবীদের অকাট্য যুক্তির দাপটে চানক্যবাদীদের খড়খুটো ধোপে ঠিকছে না। স্যালুট জাতীয়তাবাদী বিপ্লবীদের।



২. তারেক রহমান লন্ডনের সুধী সমাবেশে গতকাল বলেছেন "শেখ মুজিব বাংলাদেশের প্রথম অবৈধ রাস্ট্রপতি"।



আওয়ামীদের মাথায় তো এখন বাজ পড়লো। আওয়ামী চানক্যরা এখনো জিয়া দেশের প্রথম রাস্ট্র প্রধান এই সত্যের জবাবই দিতে পারছে না সেখানে মুজিব অবৈধভাবে ক্ষমতা নিয়েছিলেন এটা শুনে হাসিনাসুদ্ধা আওয়ামী জ্ঞাতি গোস্টিদের অবস্থা তথৈবচ।



আমি খুব ভালো করেই জানি, অনেক অনেক সিরিয়াস জাতীয়তাবাদী ও ইসলামী মনোভাবাপন্ন মানুষ আছেন যারা তারেক রহমানের এই নতুন যুদ্ধটাকে পছন্দ করছেন না। অনেক সাবেক ছাত্রদল নেতারা, আজিবন জাতীয়তাবাদী, বিএনপি, জিয়া, বেগম জিয়া এমনকি তারেক রহমানেরও ভক্ত আছেন যারা বিষয়টাকে অযথা বিতর্ক সৃষ্টি বলে মনে করছেন। আমার সাথে অনেকেই শেয়ার করেছেন তআদের এই হতাশার কথা। আমি যতটুকু পারি যুক্তি উপস্থাপন করেছি তাদের, তথ্য উপাত্ত সরবরাহ করেছি, বিভিন্ন লিংক দিয়েছি, অনেকে বুঝেছেন, অনেকে এখনো মেনে নিতে পারেন নি। মুজিব, মুজিব পরিবার ও আওয়ামীদের প্রতি কারো বিশেষ আবেগ ভালোবাসা থাকলে আমার কোন আপত্তি নাই।





কিন্তু আজ যখন দেখি পুরো রাজনীতির বাতাসকে তারেক রহমান উলট পালট করে দিয়েছেন কিছু সত্য, কিছু আনচ্যালেঞ্জড বিষয়গুলো জাতির সামনে তুলে ধরে, তখন দারুন এই বিতর্ক সৃষ্টির জন্য ধন্যবাদ দেই তাকে।



জনাব তারেক রহমান, আপনার বক্তব্যের গভীরতা সারা বাংলাদেশ বুঝতে পারছে ধীরে ধীরে। আজ মুক্তিযুদ্ধের ব্যবসায়ীরা এটাকে নিছক বিতর্ক সৃষ্টির চেস্টা বলে উড়িয়ে দিতে চাইলেও তারা নিজেও সুদুত্তর পাচ্ছে না, পারছে না ইতিহাস ঘেটে জবাব দিতে। এখনো গায়ের জোরে বলছে তারা যা করেছিলো তখন তাই সঠিক। তবুও বলি বৈরি সময়ে আপনি ইতিহাস খুঁড়ে সত্য বের করে যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের শিকড় খুঁজে যে কঠিন ও তিক্ত সত্য আজ জাতির সামনে তুলে ধরছেন। তার জন্য জাতি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবে। এবং বাংলাদেশের ইতিহাসের, মুক্তিযুদ্ধে ইতিহাসের সব মিথ্যাটুকু একদিন মুছে গিয়ে সত্য ও শুধু সত্য দিয়ে লেখা থাকবে অমর হয়ে।এবং বাংলাদেশের ইতিহাসের, মুক্তিযুদ্ধে ইতিহাসের সব মিথ্যাটুকু একদিন মুছে গিয়ে সত্য ও শুধুমাত্র সত্য দিয়ে লেখা থাকবে অমর হয়ে। আমরা আবারো মাথা উঁচু করে দাঁড়াবো সত্য ইতিহাস নিয়ে। বুক চিতিয়ে কথা বলবো। আমাদের পরবর্তী প্রজন্ম জানবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের সত্যিকারের সেনানীদের ইতিহাস। পাশাপাশি ইতিহাস খুঁড়ে সত্য বের করার জন্য আপনার নামও ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। ধন্যবাদ তারেক রহমান।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

ঢাকাবাসী বলেছেন: আম্লীঘাররা খালি গালাগালই করছে তারেকের যুক্তিকে যুক্তি দিয়ে খন্ডাবার জ্ঞানই নেই! তোফায়েলের মত লোকও আবোল তাবোল বকছে!

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

উপপাদ্য বলেছেন: তোফায়েল সাহেবের মগজ অনেক আগেই ক্ষয়ে গেছে। ঢাবিতে মানুষ হত্যার রাজনীতি তোফায়েল সাহেবরাই শুরু করেছিলেন। মন্ত্রীত্ব না পেয়ে সেদিন তৃতীয় মাত্রাতে কেঁদেছিলেন। তার পূর্বে হাসিনাকে রাজনীতিতে থেকে মাইনাস করতে চেয়েছিলেন। এইসব লোভী রাজনীতিকদের আমি বলি রাস্তার কুকুর। তবে তোফায়েল সাহেব রাস্তার কুকুরের চেয়েও খারাপ। ইনি নিজের বমি নিজে চেটে পুটে খান। তাই তারেক রহমানের কথা শুনে আবোল তাবোল বকছেন।

কাউকে স্যার বলা অপরাধ নয়, কিংবা যাকে স্যার বলা হয় তিনি আসমানে উঠে যান না। আর বিষয়টা এমন না যে তিনি নিজে কোনদিন স্যার বলেন নি কাউকে। আমার ধারনা এরশাদকে এখনো উনি স্যার বলেন।

যুক্তি দিয়ে তারেক রহমানের বক্তব্য খন্ডন করলে উনি হয়তো আরো সম্মানিত হতেন। কিন্তু সম্মান পাওয়ার অধিকার আওয়ামীরা এভাবেই হারিয়ে ফেলছে।

২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

মুন্না২৭ বলেছেন: তারেক রহমান: জাতি আপনার কাছে নিশ্চয় কৃতজ্ঞ থাকবে ।।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

উপপাদ্য বলেছেন: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আজ স্বাধীনতার ৪৩ বছর পরেও অধরাই রয়ে গেলো। কিছু মুক্তিযুদ্ধাকে পাকি চর, বিশ্বাসঘাতক ইত্যাদি বলে আওয়ামীলীগ যে অপরাধ করেছে তার বিচারও হওয়া উচিত।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
তারেক একজন ছাগল।
তাকে চালাচ্ছে মুল বিএনপির বাহিরের কিছু মৌলবাদি উগ্র ডানপন্থি। তার ক্যারিয়ারের বারটা বাজানোর জন্য।
দুএকটি বইয়ের একলাইন লেখা দেখিয়ে মুল ইতিহাস পরিবর্তন করা যায় না।

জাতীয় পতাকা
জাতীয় সঙ্গীত
জাতীর জনক
৭ই মার্চ
২৬সে মার্চ
১৭ই এপ্রিল (মুজিবনগরে সরকার গঠন দিবস)
মুক্তিযুদ্ধ
১৬ ই ডিসেম্বর

এসব কোনটিই দলিয় বিষয় নয়। দেশের গৌরবের বিষয়।
ওয়াসিংটন, গান্ধী এমনকি কায়দেআজম কে নিয়েও কোন বিতর্ক নেই।
বাংলাদেশেও ১৫ই আগষ্ট পর্যন্ত ছিল না। ১৫ই আগষ্ট এর পর রাজাকারদের পাকিস্তান থেকে ফিরিয়ে আনার পর এসব নিয়ে কুৎসা সুরু হয়, দেশ বিভক্ত হয়।

বাংলাদেশই পৃথিবীর একমাত্র হতভাগ্য দেশ, যে দেশের জনগনের একটি অংশ নিজ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে কুৎসা করে।

১। এরা জাতীয় সংগীত মন থেকে মানে না,
বলে 'হিন্দুয়ানি সঙ্গীত'।
জাতীয় সংগীতের অনুষ্ঠান হলে সেখানে অংশগ্রহন করে না, বরং অসম্মান করার ছুতা খুজে বেড়ায়।

২। মহান ১৬ ই ডিসেম্বরের বিজয় কে বলে ভারতের বিজয়!

৩। স্বাধিকার আন্দোলনের মুল নেতা বঙ্গবন্ধুকে মানে না, 'বঙ্গবন্ধু' উচ্চারণ করতেই লজ্জা পায়। জাতীর পিতাকেও মানে না। সদ্য মুক্তিযুদ্ধে বিজয়ী পক্ষের সরকার গঠন প্রকৃয়াকে স্বীকার করতে চায় না
বলে অবৈধ প্রধানমন্ত্রী।

৪। মুক্তিযুদ্ধকেও মানতে চায় না। বলে শত্রুরা মুক্তিযুদ্ধে বেশী লোক মারে নাই, যুক্তি দেখায় ... অল্প কিছু মেরেছে! বলে মুক্তিযোদ্ধারাও যুদ্ধঅপরাধ করেছে।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩২

উপপাদ্য বলেছেন: হা কা ভাই,

ইতিহাস মানুষই বানায়, মানুষই ইতিহাস বিকৃতি করে, মানুষই ইতিহাসকে শুদ্ধ করে।

আমাদের মাননীয়রা যখন মিথ্যা বলেন। যখন কাউকে কাউকে পাকিদের চর বলেন, বিশ্বাসঘাতক বলেন তখন ইতিহাসের অনেক আনচ্যালেঞ্জড বিষয় জনসম্মুখে নিয়ে আসা দ্বায়িত্বেয় পর্যায়ে চলে যায়। তারেক রহমান আসলে এটাই করছেন।

কাউকে অসম্মান করা ও সমালোচনা করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তারেক রহমান আওয়ামীলীগের সমালোচনা করছেন। শেখ মুজিবর রহমানকে বিতর্কিত করার জন্য আওয়ামীদের দায়ী করেছেন একবারও বলেন নি তিনি খুব খারাপ লোক, কিংবা তিনি খুব আহাম্মক ছিলেন, তিনি পাকি চর ছিলেন, তিনি বিশ্বাসঘাতক ছিলেন।

শেখ মুজিবের সমালোচনা করা তো খারাপ কিছু নয়।

জাতীয় পতাকার সম্মান সরকার কতটুকু দিতে পেরেছে একবার আপনিই ভাবুন? তাই জাতীয় পতাকা, জাতীয় সংগীত ইত্যাদি নিয়ে কিছু বললাম না কারন বিষয়টি অপ্রাসংগিক এই পোস্টের আলোকে।

অনেক ধন্যবাদ। হা কা ভাই।

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯

উপপাদ্য বলেছেন: হিসাবের খাতায় অনেক কিছুই জমা হচ্ছে। একদিন সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবে জনগন। মানউষের গলা টিপে বহু দিন ধরে ক্ষমতায় আছেন। কতুন থাকেন সেটাই দেখার বিষয়।

৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: অনেক কিছুই বলতে ভয় পায় দেশের মানুষ!! তবুও অনলাইনে কিছু সাহসী দেখা যায়। এই সাহস দেখাতে যেয়ে জীবনটা প্রায় খুইয়ে বসেছিলাম একদিন। আজ তার কনামাত্রও নিজের মাঝে খুজে পাই না। ধীক আমাকে!!

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

উপপাদ্য বলেছেন: আপনার মতো আমিও মাঝে মাঝে চিন্তা করি একসময় কিছুই পরোয়া করতাম না। মিছিলে আমার পাশের ছেলেটি যখন বিডিআরের গুলিতে লুটিয়ে পরেছিলো। বিদীর্ন হয়ে গেছিলো বুক তার। সেটা দেখেও এক পা পিছিয়ে যাই নি। অথচ আজ যখন দেশ আরো বেশী ক্রান্তিলগ্নে, যখন আমাদের আরো বেশী সাহস দেখানো দরকার তখন মিছিলেই যেত পারছিনা। কীবোর্ডে কীবোর্ডে হুংকার ছাড়ি, খুবই হাস্যকর লাগে নিজেকে।

ঢাল নাই তলোয়ার নাই কীবোর্ডের সর্দার।

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৬

ব্লাড এন্ড স্যান্ড বলেছেন: সাইদিরে নিয়া পোস্ট কি ড্রাফট করেছিস?তোরে এখন ছাগু বল্লে কি মাইন্ড করবি?

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩০

উপপাদ্য বলেছেন: ড্রাফট করিনি। মডারেটর ড্রাফট করে ফেলছে।

আগেও বলা হয়েছে। এটাতো নতুন কিছু নয়। সবাক ও আরিফ ঝেপ্টিকওতো ছাগু।

৭| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪২

ব্লাড এন্ড স্যান্ড বলেছেন: সবাক শিবির করতো ব্লগে শিবিরের পক্ষে পোস্ট দিছে?জেভতিক বিএনপি করে সমস্যা কি তোর ছাগু?

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৪

উপপাদ্য বলেছেন: আমারতো কোন সমস্যা নেই। সমস্যাতো আপনাদের। আপনারে জিয়াকে সহ্য করতে পারেন না, খালেদাকে পারেন না, তারেককে পারেন না, মাওলানা শফিকে পারেন না, সাঈদিকে পারেন না, রিজওয়ানাকে পারেন না, কাদের সিদ্দীকীকে পারেন না, নুরুল কবিরকে পারেন না, আসিফ নজরুলকে পারেন না, অনেক লম্বা লিস্ট, আর লিখতে ভাল্লাগে না।

ঝেপ্টিক যদি বিএনপি করে ওরে আমি উস্টাইয়া বিএনপি থইকা বাইর করুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.