![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুরআনের তাফসীর মাহফিলে একদিন
তখন শীতকাল, মাগরিবের নামাজ পড়ে আব্বা বললেন চলো। আমি জিজ্ঞেস করিনি কোথায়। কারন আব্বার সাথে পৃথিবীর যেকোন জায়গায় যেতে আমি সবসময় প্রস্তুত। গায়ে সুয়েটার, গলায় মাফলার পেঁচিয়ে যত দ্রুত সম্ভব রেডি হয়েই বললাম চলো। মজুমদারী থেকে কিছু পথ রিক্সায় করে যেয়ে আমাদেরকে নেমে যেতে হলো। কারন রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ। সবাই কেমন যেন একটা কাফেলার মতো করে ছুটে চলছে কোথাও। আমি আব্বার হাতটা শক্ত করে ধরে হাঁটছি। শৈশবের উত্তেজনায় আমি এদিক ওদিক তাকিয়ে বোঝার চেস্টা করছি আসলে কি হচ্ছে চারিদিকে। হাঁটতে হাঁটতে একসময় আমরা একটা বড় মাঠের মধ্যে উপস্থিত হলাম। সেই মাঠের নাম আলীয়া মাদ্রাসা মাঠ। সেই মাঠের একপাশে বিশাল মঞ্চ। চারপাশে হাজার হাজার মানুষ। আমার সেদিন মনে হয়েছিলো সারা পৃথিবীর মানুষ বুঝি এখানে জড়ো হয়ে যাচ্ছে। আমরা যতটা পারি মঞ্চের কাছাকাছি বসার চেস্টা করলাম। চারিদিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আবিষ্কার করতে চাইলাম কি হচ্ছে এখানে। খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি ব্যানারের লেখা "তাফসীরুল কোরআন মাহফিল"
একজন বিশেষ অতিথি
একজন মঞ্চে উঠে আকাশ বাতাস কাঁপিয়ে বলতে লাগলেন কোন এক বিশেষ ব্যাক্তি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানিয়ে মুহুর্মুহু শ্লোগান হচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সমস্ত মাঠ জুড়ে এক মহাকল্লোল উঠেছে। যার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আল্লাহু আকবার বলছে। মিছিলের কোরাসে প্রকম্পিত মাঠে একজন অতিথি এসে পৌঁছলেন। বুঝতে পারলাম ইনিই আজকের এই সভার আসল ব্যক্তি। উনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এই মাঠে জড়ো হয়েছেন। আমার আব্বা আমাকে নিয়ে এসেছেন এই লোকটার কথা শোনাবেন বলে। আমি ভাবছি কি আছে এই লোকটার মধ্যে যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে।
বৈচিত্রময় বক্তৃতার যাদুকর
মধুর মায়াবী সুরেলা কন্ঠে, তিনি কুরআনে পাক থেকে তেলাওয়াত করছেন। আশে পাশে অনেকে তার সুরে সুর মেলাচ্ছেন। কিছু অদ্ভুত সুন্দর দোআ দুরুদ পড়লেন। তারপর ধীরে ধীরে তার বক্তব্য শুরু করলেন। অসম্ভব সুন্দর গোছানো তার বক্তৃতা, অসাধারন ধারাবাহিকতা, শব্দের গাঁথুনি, বাক্যের যুতসই বন্ধন, কথার পিঠে কথা, অদ্ভুত বাগ্মীতা, জোড়ালো আওয়াজ। যেনো বিটোভেন কিংবা মোজার্টের সুরে কথা বলছেন। কখনো উঁচু কখনো নিচু। কখনো সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল আবার কখনো ঝরনার মতো শীতল ঠান্ডা। এ যেনো সুরের কারুকার্য। কোন মানুষের বক্তৃতার গলা এতো বৈচিত্রময় হতে পারে তা আমার জানা ছিলোনা। তিনি যখন কথা বলেন সারা মাঠে পিন পতন নিস্তব্দতা, তিনি যখন কাঁদেন সারা মাঠে ফোঁপানোর শব্দ, তিনি যখন রাগান্বিত হন সারা মাঠ উত্তাল হয় ফেনিল সমুদ্র ঢেউয়ের মতো। আমি অসম্ভব অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে দেখছি একজন মানুষের অদ্ভুত ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা। তন্ময় হয়ে হাজার হাজার মানুষ শুনছে তার কথা। সেই মানুষটি নিজের কথা বলছে না। কোন রাজনীতির কথা বলছে না। ক্ষমতার কথা বলছে না। শুধু কুরআনের কথা বলছে। কুরআন থেকে একটু একটু শুনিয়ে তার ব্যাখ্যা প্রদানের চেস্টা করছে আকর্ষনীয় করে। মাঝে মাঝে এই মহা গ্রন্থটিকে হাতে নিয়ে উঁচু করে তুলে ধরছে আর বলছে "ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম।"
মেজমারাইজিং
তখন যৌতুকের কুপ্রভাবে সারাদেশ আক্রান্ত, নিউজ পেপারে ছাপা হতো যৌতুকের বলি রাহিমা, জড়িনা, সুরমাদের কথা। যৌতুকের অভিশাপে কত শত মানুষের সংসারে আগুন লেগেছে তা সচেতন মহলের সবাই জানেন। মাহফিলের বিশেষ লোকটি উপস্থিত সকল তরুন যুবকদের উদ্দেশ্যে হুংকার ছাড়লেন। জিজ্ঞেস করলেন তোমরা কি বিয়ের সময় যৌতুক নেবে? বললেন তোমাদের কি লজ্জা লাগবেনা শশুরবাড়ি থেকে দেয়া যৌতুকের খাটে ঘুমাতে? কারো করুনায় পাওয়া মোটরসাইকেলে চড়তে কি তোমাদের পুরুষত্বে আঘাত লাগবে না? তুমি কি ফকির মিসকিন নাকি?? আর তোমার যদি সামর্থ্য না থাকে যে খাট-পালংক কিনে স্ত্রীকে নিয়ে সংসার করার তাহলে বিয়ে করতে চাও কোন সাহসে? বিয়ে করবে নিজের পায়ে দাঁড়িয়ে, অন্যের করুনার উপর ভরসা করে বিয়ে করা কাপুরুষের লক্ষন। মেজমারাইসিং। আমিতো সম্মোহিত হয়ে যাচ্ছি। কি সুন্দর কথা। আসলেইতো আমি কেনো আমার শশুরবাড়ি থেকে দেয়া যৌতুকের আসবাব পত্র ব্যবহার করবো। আমি কি মিসকিন নাকি? তারপর তিনি বললেন আজকের এই মাহফিলে যেসব অবিবাহিত তরুন যুবকেরা উপস্থিত তোমরা এখনি এ মুহুর্তে হাত তুলে আল্লাহকে স্বাক্ষী রেখে ওয়াদা করো যে তোমরা যৌতুক নেবে না। হাজার হাজার তরুন সেদিন হাত উঠালো। লোকটা সবাইকে ওয়াদা করালেন। সেদিনের হাজার তরুন তার স্বাগত কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে ঘোষনা করেছিলো " আমি আল্লাহকে স্বাক্ষী রেখে ওয়াদা করছি যে.." অদ্ভুত যাদুকরী শক্তির অধীকারী সেই লোকটার নাম মাওলানা দেলওয়ার হোসেইন সাঈদী।
আমিও সম্মোহিত হয়েছিলাম
আমিও সেদিন হাত তুলে হাজারো তরুনদের সাথে ওয়াদা করেছিলাম। মোহিত আমি বাকপটু লোকটার কথায় মুগ্ধ হয়ে সেদিন যে ওয়াদা করেছিলাম তা আমার জিবনের একটি অনেক বড় সিদ্ধান্ত ছিলো। যেহেতু ওয়াদা আমি করেছি সেহেতু একজন মুসলমান হিসেবে আমাকে সেই ওয়াদা রাখতেই হবে। আমি আমার ওয়াদা রেখেছি। এবং আল্লাহর অশেষ রহমতে আমি একজন অসাধারন জিবন সংগী পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে সাঈদী সাহেবের কাছে কৃতজ্ঞ এই কারনে যে যৌতুকের মতো একটা অভিশপ্ত বিষয়ের জ্ঞান আমি সর্বপ্রথম পেয়েছিলাম তার কাছ থেকে। যাইহোক পরবর্তী সময়ে তিনি জামায়াতের রাজনীতিতে জড়িয়েছেন। মাহফিলে নাকি রাজনৈতিক কথাবার্থা বা জামায়তের পক্ষে যায় এমনসব কথা বার্তা ইংগিতে বলার চেস্টা করেছেন।
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে
কিন্তু আজ যখন শুনছি আপিল বিভাগেও তাঁকে ফাঁসীর রায় দেয়া হবে। তখন মনটা অজানা কারনে ব্যাথিত হয়। কারন আমি বিশ্বাস করি সাঈদি পাকি বাহিনীর মতো, রক্ষীবাহিনির মতো, গোপালী পুলিশের মতো, গুম বাহিনী র্যাবের মতো, ভারতীয় খুনী গোয়েন্দা "র" এর মতো, এমনকি আমাদের লেডি হিটলার হাসিনার মতো কাউকে হত্যা করেননি। মানুষের ব্যাক্তিগত দোষ ত্রুটি দূর্বলতা থাকতে পারে। রাজনীতিতে অনেক মত, পথ ও আদর্শ পার্থক্য থাকতে পারে। কাউকে আমি পছন্দ করতে পারি আবার অপছন্দও করতে পারি। তাই বলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দি হওয়ার কারনে কাউকে অন্যায়ভাবে ফাঁসীি দিতে পারিনা। অন্যায়ভাবে হত্যা করতে পারিনা। কারন অন্যায় মেনে নেয়া জাতির আকাশে মনুষত্বের সূর্য উঠেনা, মেঘের ঘন কালো পঙ্কিল রংয়ে ঢেকে থাকে মানবিকতার আবরন।
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯
উপপাদ্য বলেছেন: আমার যা বলার তা আমি বলে দিয়েছি।
বাকী কিছু থাকলে বাংলাদেশ বলবে।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
সোনালী সিড়ি বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
উপপাদ্য বলেছেন: কিছুই করার নাই
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫
আঁমিঁ ভুঁতঁ বলেছেন: হয়ৎ এটা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ফাসি হবে। তবে লেডি হিটলারের নাম কালো অক্ষরে লিখা থাকবে।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৬
উপপাদ্য বলেছেন: লেডি হিটলার বা লেডি লেন্দুপের নাম বিশ্ববাসী ইতোমধ্যে কালো অক্ষরে লিখে নিয়েছে। সারা পৃথিবী জানে তিনি একজন আবাল মহিলা। আমানপোরের ইন্টারভিউর কথা নিশ্চয় মনে আছে, ওটার মাধ্যমে তিনি নেজেকে বিশ্ববাসীর সামনে একজন মিথ্যাবাদী হিসেবে তুলে ধরেছেন।
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫
দিশার বলেছেন: বাহ বাহ সামু তে এখন সায়েদির গেলেমান রা পোস্ট দিয়ে যায় দেখার কেও নাই. বেক্তিগত ভাবে ভানু কে যখন সায়েদী ধর্ষণ করছিল ১৯৭১ য়ে , ভানুর কষ্ট বুঝার চেষ্টা করেছেন কখনো ? জ্ঞানী সায়েদির পেংগুইন আকাশে ওরে ওয়াজ শুনেছেন কখনো ?
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১১
উপপাদ্য বলেছেন: আপনার প্রোফাইলে যে ছবিটা ব্যবহার করছেন এটা কিসের ছবি? কে কার লুংগি খুলে কি পরীক্ষা করছে? জানালে কৃতার্থ হবো।
৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৬
হাসান মাহবুব বলেছেন: এত কিছু শুনসেন আর সাঈদীর সেক্সটেপটা শোনেন্নাই?
২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২১
উপপাদ্য বলেছেন: হামা আপনি তো শুধু টেপ নিয়ে আছেন এখনও ভিড্যু দেখেন নি?
৬| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
উদাস কিশোর বলেছেন: আঁমিঁ ভুঁতঁ বলেছেন: হয়ৎ এটা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ফাসি হবে। তবে লেডি হিটলারের নাম কালো অক্ষরে লিখা থাকবে।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯
উপপাদ্য বলেছেন: লেডি হিটলার বা লেডি লেন্দুপের নাম বিশ্ববাসী ইতোমধ্যে কালো অক্ষরে লিখে নিয়েছে। সারা পৃথিবী জানে তিনি একজন আবাল মহিলা।
আমানপোরের ইন্টারভিউর কথা নিশ্চয় মনে আছে, ওটার মাধ্যমে তিনি নেজেকে বিশ্ববাসীর সামনে একজন মিথ্যাবাদী হিসেবে তুলে ধরেছেন।
৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
আঁধার কন্যা বলেছেন: এই ন্যান। ওয়াজ শুনছেন যখন তখন এটাও শুনেন। অনেক কিছু শিখার আছে
Click This Link
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০
উপপাদ্য বলেছেন: আগেও শুনেছি। আবারো লিংক দেয়ার জন্য ধন্যবাদ। যারা যারা আগে শুনেননি তাদের খুব উপকার হবে বলে আপনার মতোই বিশ্বাস রাখি।
৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯
কাকতড়ুয়া007 বলেছেন: সকল বিচারকের উপর আছেন এক মহাবিচারক !
তিনি কারো প্রতি সামান্যতম জুলুম করবেন না ! আর দুনিয়ায় যারা অন্যের উপর জুলুম করবে তাদের সামান্যতম ছাড় ও দেবেন না !!!
আজ হোক কাল হোক দুনিয়াথেকে সবাইকেই যেতে হবে !
কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে তা একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন ।
আসল জীবন তো শুরু হবে কবর থেকে !!!
শেষ বিচারের দিনেই ফয়সালা হবে কে কামিয়াবী আর কে জাহান্নামী !!!
আল্লা্হ বিশ্বাসীদের সহায় হোন , আমীন !
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
উপপাদ্য বলেছেন: সকল বিচারকের উপরে আছেন মহাবিচারক।
আমি বিশ্বাস করি এই বাক্যে। আল্লাহ মাঝে মাঝে জুলুমকারীদের রশি শিথিল করে দেন। তারপর আরো শিথিল করে দেন। জুলুমকারীরা তখন মনে করে আরে আমাদের শক্তিতো আল্লার শক্তির চেয়ে বেশী!
আমার ধারনা বাংলাদেশে জুলুম-নির্যাতনকারীদের রশি আল্লাহ শিথিল করে দিয়েছেন। কারন বাংলাদেশে যে পরিমান নির্যাতন চলছে সাধারন মুক্তিকামী, গণতন্ত্রকামীদের উপর তা স্বৈরাচার, হায়েনা, বর্বরদের থেকেও ভয়ানক।
নিশ্চয় এর জন্য রয়েছে উপযুক্ত বিচার। সেটা আজ না হোক কাল তো হবেই।
৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫
জহীরুল ইসলাম বলেছেন: সাঈদি সাহেব আটক হওয়ার কয়েক মাস আগের ঘটনা......
ঢাকার শহীদবাগ এলাকার একটি মসজিদে (সাঈদি সাহেবের বাড়ী) একটি তাবলিগ জামাত নিয়ে গেলাম। বিকালে কয়েক বন্ধু নিয়ে হাটছি, কিছুটা দূরেই সাদা পাঞ্জাবী ও লুঙ্গি পরিহিত সাঈদি সাহেবও এদিকে আসছেন, সাথে দু জনকে দেখলাম। ভাবলাম কাছে আসুক পরে সালাম দিব.....যখন একেবারেই কাছে তখন হুজুরই আগ বাড়িয়ে সালাম দিলেন, এবং মুসাফাহা করার জন্য হাত বাড়িয়ে দিলেন। কুশলাদি জিজ্ঞাসা করলেন। জামাতে কতজন এসেছি জানতে চাইলেন। সন্ধ্যায় হুজুর আবার খাবার পাঠালেন........ আসলে আদর্শিক কারনে সাঈদি সাহেবের বিরোধিতা করলেও তিনি খুব সাদা-সিধা মানুষ, উচু মনের মানুষ। তিনি রাষ্ট্রীয় নির্যাতনের শীকার। আল্লাহ তাকে হেফাজত করুন
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫
উপপাদ্য বলেছেন: নিশ্চয় আল্লাহই সবচেয়ে বড় বিচারক।
সাঈদীর অপরাধ পরিমাপ করা হচ্ছে তার জনপ্রিয়তা দিয়ে। সাঈদীর বিচারের মাধ্যমে পুরো বিচার প্রক্রিয়াকেই দুষিত ও বিতর্কিত করা হয়েছে।
মাঝখানে গজামের বাচ্চারা কোটি কোটি টাকা কামিয়ে নিলো।
১০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি সম্মোহিত হয়েছিলেন তাই সায়েদির কুৎসিত বক্তব্যগুলো আপনার কানে প্রবেশ করে নাই।
নারীবিদ্দ্যেষি ওয়াজ করার সময় তার ইংগিত করা যৌন সুরসুরি দেয়া বক্তব্যগুলো ভুলে গেছেন।
মাজার বিরোধী বক্তব্যে তীব্র হিংসাত্বক আক্রমনাত্বক কথা থাকতো।
কোরানের দোহাই দিয়ে তার বিরামহীন হিংসাত্বক বক্তব্য জংগিদের উজ্জিবিত করেছিল শাহাজালাল মাজারে গ্রেনেড হামলা করতে। অতচ কোরানে এরুপ মাজার বিরোধী আয়াত নেই।
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
উপপাদ্য বলেছেন: আমি যে সময়টার কথা উল্লেখ করেছি। সে সময়ে দল মত নির্বিশেষে তার একটা অসাধারন গ্রহনযোগ্যতা ছিলো।
রাজনীতিক সাঈদির সাথে আমার নিজেরও বহু বিষয়ে দ্বিমত আছে। অনেকেরই আছে।
সৈয়দ ওয়ালিউল্লার লালসালু পড়ার পর থেকে আমিও ব্যাক্তিগত ভাবে মাজার বিরোধী।
অনেক ধন্যবাদ। হাসান কালবৈশাখী।
১১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯
অপু তানভীর বলেছেন: হতাশ হলাম আপনার এই পোস্ট দেখেন ! আপনাকে সাইদির ভক্ত হিসাবে চিনতাম না !
যাক যদি চোখ কান খোলা থাকে তাহলে নিচে একটা লিংক দিলাম ! লিংটা মন দিয়ে পড়বেন । সে ৭১এ আকাম করেছে কি করে নি সেটার কথা নাই বললাম, পোস্টা পড়ার পর আপনার মুগ্ধতা তবুও যদি তার প্রতি থাকে তাহলে আমাকে একটু জানাবেন আমার ইনবক্সে !
আপনার বক্তব্য শুনতে চাই !
লিংক
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
উপপাদ্য বলেছেন: লিংক কাজ করেনা।
অসুবিধা নাই। কাউকে জাস্ট ঝুলানোর পক্ষে আমি নই। যেন তেনভাবে কাউকে ঝুলিয়ে ইসলামিক আধ্যাত্মিক নেতা হওয়ার সুযোগ দেয়ার পক্ষে নই।
পলিটিক্যাল ইসলাম একটা অনিবার্য বিষয়। তাই আওযামীলীগ যে খেলাটা খেলছে তাতে করে দেশে জাময়াতিদেরই পোয়া বারো হচ্ছে।
দয়াকরে আবার লিংকটা দিয়েন।
১২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
অপু তানভীর বলেছেন: লিংক কাজ না করলে এটা দেখবেন !
http://16d71.wordpress.com/2014/04/18/khuydy/
এই পোস্টের নিচে আসল পোস্ট আছে !
১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১
উপপাদ্য বলেছেন: পোস্ট গুলো পড়ে দেখেছি। যতটা না তথ্য উপাত্ত রয়েছে তারচেয়ে বেশী ঘৃনা, বিদ্বেষ ও হিংসা ফুটে উঠেছে।
তারপরেও ধন্যবাদ আপনাকে। সাঈদী সাহেবকে কোনদিন ফেরেশতা তুল্য মনে করিনি এমনকি তিনি নিজেও নিজের ভুলের ব্যাপারে অনেক সময় অনেক কথা বলেছেন বলে জেনেছি।
তবে আপনাদের দেয়া তথ্যগুলো জানাও দরকার ছিলো। অনেক ধন্যবাদ।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ফাঁসি। ফাঁসি। ফাঁসি
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩
উপপাদ্য বলেছেন: ফাঁসী চাওয়া লাগবে না। দিল্লী থেকে যা আসবে তাই হবে। এবার সম্ভবত আন্দোলনের প্রয়োজনও নেই। তাই বুঝি গজামকে দুভাগে বিভক্ত কার হয়েছে।
আবার বাতআসে গুঞ্জন অতীতের মতো জামায়াত-আওয়ামী আঁতাত হয়ে গেছে।
দেখা যাক কি হয়।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১
উপপাদ্য বলেছেন: আমার পোস্টগুলোর বিরুদ্ধে সামু কতৃপক্ষের আজন্ম শত্রুতা রয়েছে। আবারো এই পোস্টে কাঁচি, খুন্তু, লগি, বৈঠা নিয়ে আক্রমন হয়েছে।
কোন ক্ষোভ নেই, কোন দুঃখবোধ নেই।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৭
বাতিল প্রতিভা বলেছেন: http://16d71.wordpress.com/2014/04/18/khuydy/
অপু তানভীর ভাই, অসাধারণ একটা লিঙ্ক দিছেন। সংগ্রহে রাখলাম।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪২
উপপাদ্য বলেছেন: অপু তানভীর ভাইকে ধন্যবাদ।
১৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৫
ব্লাড এন্ড স্যান্ড বলেছেন: জামাতি পোস্টে ছাগু বললে কি আমারে ব্যান করবে?কোথায় এখন শুশিলরা?তোদের বাপ সাইদি নিয়া পুরান ছাগু পোস্ট দিছে?
০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৮
উপপাদ্য বলেছেন: উস্টা চিনেন। উস্টাইয়া পাছা লাল করে দিবো। পোস্টে ঢুকেছেন যৌক্তিক কথা বলে যান। সাঈদীর বিরোদ্ধে, হাসিনার বিরোদ্ধে, খালেদার বিরোদ্ধে একশটা অভিযোগ থাকতে পারে, যৌক্তিকভাবে সেসব অভিযোগ উপস্থাপন করুন। উপরে অনেকেই বিরোধীতা করে গেছেন। কিন্তু আপনার মতো ইতর শ্রেনীভুক্তদের মতো কথা বলেননি।
ব্লগে কথা বলা শিখেন, তারপর কমেন্ট করুন।
১৭| ২১ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০০
ফারুক মৃধা বলেছেন: মাসাল্লাহ। অনেকের মনের কথা বলেছেন। ইসলাম বিদ্বেষীরা কোনো কালেই ইসলাম ও ইসলামী ব্যক্তিত্বকে শত্রু মনে করেছে। বাংলাদেশে ও সেটাই দেখছি
০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৭
উপপাদ্য বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১৮| ২১ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৯
হাকিম২ বলেছেন: সাইদি সাহেব কারো একার নয় ?? ১৬ কোটি মানুষের ।
০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২১
উপপাদ্য বলেছেন: কিছু কিছু প্রশ্ন আমাদের বিদগ্ধজনেরা (জামায়াত-শিবির সংশ্লিষ্ট নয়) তুলেছেন, যার উত্তর এই দেশ পায়নি সরকারের কিংবা গজামদের কাছ থেকে। তাতে করে সন্দেহের অবকাশ থাকে যে আমরা আসলে কাকে ফাঁসী দিচ্ছি। একজন অপরাধীকে নাকি নিরপরাধ একজনকে??
১৯| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭
মামুন রশিদ বলেছেন: লইট্টা ফিস, সাড়ে সাত ইঞ্চি আর ম্যাশিনম্যানের চন্দ্র উপাখ্যান !
০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৮
উপপাদ্য বলেছেন: আপনার কি খুব ছোট নাকি? ডোন্ট ওয়ারী ব্রো, সাইজ ডাজন্ট ম্যাটার।
হাহহাহহাহহা,
আপনার কমেন্টে ডিসলাইক।
২০| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১
হুমায়ুন তোরাব বলেছেন: কত মানুষ মারা যায় ,ধরে নেন আরেকজন মারা গেল। সাইদীর মৃত্যু জামায়াত কে সারা জীবনের রাজনীতির বৈধতা দিবে। অল্প লাভ করতে যেয়ে অনেক বড় ক্ষতি করে ফেলবে তারা। সাইদি রাজাকার কি রাজাকার কি না ?? এইটার বিচার পরকালের জন্যেই রেখে দেয়ায় ভাল।
দেখা যাক ভবিষ্যতে কি হয় ..
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২২
উপপাদ্য বলেছেন: সরকারী বাহিনী যে হারে বাংলাদেশে গুম করছে তাতে করে সাঈদির ফাঁসী হলে বলতে হবে উনার পরিবার ভাগ্যবান। যে এটলিস্ট জানাজা ও কবর দিতে পারবে।
দেখা যাক কি হয়....
২১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১
উপপাদ্য বলেছেন: ফারাবীকে ব্যাক্তিগতভাবে অপছন্দ করি কারন তাকে আমার একটু উগ্র ব্লগার মনে হয়। আসিফ মহিউদ্দিন, বাধন, আরিফ জেপ্টিক ও বমি শিয়ালের সাথে তার পার্থক্য খুবই কম।
ধন্যবাদ আপনাকে।
২২| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২
মুদ্দাকির বলেছেন: কারা যে ঠিক আর কারা যে ভুল তা আল্লাহই ভালো জানেন!!! তবে আমার ব্যাক্তি গত ভাবে মনে হয় এই লোক এত খারাপ হতে পারে না!! এই গুলা আমাদের দেশের জ্ঞান পাপীদের প্রোপাগান্ডা !!!! আর মির জাফর ইকবাল তার বাবার খুনির বিরুদ্দে সাক্ষিদিলেন না!!!! অবাক লাগে !!!
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:০৪
উপপাদ্য বলেছেন: এই গুলা আমাদের দেশের জ্ঞান পাপীদের প্রোপাগান্ডা !!!!
এই জ্ঞান পাপীরা আমাদেরকে বিপথে চালিত করতে চায়। অতি সামান্য স্বার্থসিদ্ধির জন্য এই জ্ঞানপাপীরা তাদের মা, মাতৃভূমি ও বিবেক কে বিসর্জন দিতে পারে।
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
২৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৭
ডার্ক ম্যান বলেছেন: চুইদীরে নিয়া চাইট্টা পোস্ট।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
উপপাদ্য বলেছেন: এখন চাইট্টা চুইট্টা খাও।
আরো লাগলে চটি পিয়ালের লাল পর্দার তলে হামাও।
২৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: তোমার কি লজ্জা,দ্বিধা একেবারেই গেছে যে নিজের ছোট ছেলেকে সেই আমেরিকায় পাঠাতে, যার কুলনাশ করি আমি ২৪ঘন্টায়ই।। আসলেও বৈচিত্রময় কথার যাদুকর!!!!!!!!!!!!!
২৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩
একজন ঘূণপোকা বলেছেন: ম্যাস লেভেলে ইসলামিক স্কলার হিসেবে সাইদি ব্যাপক জনপ্রিয়। তার জনপ্রিয়তাকে কেউ কখনো ছাড়িয়ে যেতে পারবে না।
আইওন তা নিজস্ব পথে চলুক। কার হুমকিতে নয় সবাই যেন তার কৃতকর্মের জন্য সঠিক শাস্তিই পায়।
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫
উপপাদ্য বলেছেন: একটা সঠিক সূন্দর অনুসরনীয় বিচার উপস্থাপন করে বাংলাদেশ বিশ্বের বুকে দৃষ্ঠান্ত স্থাপন করতে পারতো। যেহেতু সাঈদির বিষয়টা একটু বেশীই স্পর্সকাতর।
তবে কোন মানুষই বিচারের উর্ধে নন। আবার কোন মানুষই ফেরেশতা নন। পলিটিক্যাল মটিভেশন, বিচারপতিদের রাজনীতি সংশ্লিষ্টতা এই বিচারের বৈধতা ও উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৭
অদিতি মৃণ্ময়ী বলেছেন: বাহ! ল্যাঞ্জা লুকিয়ে রাখা যায় না। বের হয়ে আসে।
রাজাকার সাঈদীর ফাঁসী চাই।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪
উপপাদ্য বলেছেন: আহ ল্যাঞ্জা!!!
ল্যাঞ্জায় তৃষ্ণায় রাতে ঘুম আসেনা আপনাদের।
ল্যাঞ্জা থাকলে সেটা বের হবেই, এটাই স্বাভাবিকরে গর্দভ। ঘেউ ঘেউ করার কিছু নাই।
২৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৯
ভুয়া প্রেমিক বলেছেন: সাঈদী যদি রাজাকার হয়েই থাকে তাহলে তার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি কে কোর্টের সামনে থেকে অপহরন করে ভারতের কারাগারে আটকে রাখা হয়েছে কেন, শাহবাগীরা জবাব দেবেন কি?
সাক্ষী অপহরন আপনাদের কোন চেতনার অংশ?
২৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৭
উপপাদ্য বলেছেন:
এটা একটি ভিডিও যা অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করব। অবজেক্টিভিটি নিয়ে দেখলে চোখের কালো পট্টি খুলে যাবে। মানবতার জয় হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।
২৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: কত শত গেলমান
কেদে কেটে খান খান
১) উপরের কমেন্টে বক্তা নিজেই বললেন এভান্জেলিস্টরা শয়তান হয়, সে হিসেবে ফাঁসির বিপক্ষে কিন্তু খোদ ইসলামেই মৃত্যুদন্ড আছে সেটা নিয়ে তার রায় নেই
দ্বিতীয়তঃ যাদের রেফা তে বলা হলো সাঈদী রাজাকার না তাদের একজন লীগার হয়েও সে কেন আদালত গেল না সেটা নিয়ে কেন সন্দেহ নয়?
যুক্তিগুলো তার নিজের যুক্তিতেই ধরা
২) মওদূদী ভালো বাগ্মী ছিলেন। বলা হয়ে থাকে লাহোর করাচীর বিভিন্ন ওয়াজের কারনে কাদিয়ানীদের উপর সে রায়ট উস্কে দেয় যার ফলশ্রুতিতে গনহত্যা চলে। ফাসি হলেও ক্ষমা পেয়ে যাওয়া কসাইটাকে শিবিরের গেলমানরা পীর পূজাই করে।তাহলে সে হিসাবে সাঈদী যেহেতু ভালো বাগ্মী ও নিরপরাধ তাহলে মওদূদিও নিরপরাধ,নাকি?
৩) মনে পড়ে পোস্ট লেখক অনেক আগে আমার এক পোস্টে প্রথম কমেন্টার ছিলেন এবং বাজে কমেন্টের কারনে সাময়িক ব্যান খান। বাজে কমেন্টকারীর এহেন ইমোশনাল যুক্তিহীন পোস্ট মানুষ কেমনে টলারেট করে?
অদ্ভুৎ! এ সময়ের জাতিয়তাবাদী সাপোর্টার গুলা অশিক্ষিত কুকুর কেন?
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭
দালাল০০৭০০৭ বলেছেন: কিছু বলার নাই