নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

শামীম ওসমানদের শক্তি ও সুধাসদনের একটি বেফাঁস গল্প

০৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৩

পত্রিকায় প্রকাশিত খবরের টুকরো



এই প্রতিবাদ সভায় শামীম ওসমান বলেন, ‘আমি মাঠে নামতে পারি। তবে আমি মাঠে নামব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সব। আমি প্রধানমন্ত্রীকে সব জানিয়েছি। তিনি সব হারিয়েছেন। তিনি নজরুলের স্ত্রী-সন্তানসহ অন্যদের মতো সব হারানোর ব্যাথা বোঝেন। ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর আমার মানসিক ও শারীরিক অবস্থা ভালো না। প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনার পেছনে-আগে-পরে যারা আছে, তাদের খোঁজে বের করা হবে। কেউ পার পাবে না।’



‘আমি অসহায় বোধ করছি। আমি আসলেই অসহায় বোধ করছি। তবে আমি আমার জন্য চিন্তা করি না। আমি আমার জন্য চিন্তা করি না। হায়াতের মালিক আল্লাহ। নারায়ণগঞ্জকে এভাবে চলতে দিতে পারি না। এর শেষ দেখতে চাই। আমি মাঠে নামব। আল্লাহকে হাজির-নাজির করে আপনারা ওয়াদা করেন, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি শামীম ওসমান। শামীম ওসমান কাউরে কেয়ার করে না।’



খারাপ মানুষের ভালো গুণ



শামীম ওসমান আপনি বেঁচে থাকুন। আপনার জন্য আমার দোআ রইলো। সবাই জানে যে আপনি খুব খারাপ। কিন্তু এটা জানেনা খারাপ মানুষেরও ভালো গুন আছে। আমি আপনার মাঝে অনেক ভালো গুন দেখি। দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত আপনার বক্তব্যের পুরোটাই মনযোগ দিয়ে পড়েছি। আমি চেস্টা করি আপনার বক্তব্য সবসময় মনযোগ দিয়ে পড়ার। আমি আবিষ্কার করি কি অবলীলায় একজন মানুষ এতো সুন্দর সত্য বলতে পারে। সত্য বলা খুব কঠিন। সবাই সত্য বলতে পারেনা। সত্য বলা একটা শিল্পও বটে। আপনাকে আমার মনে হয় একজন শৈল্পিক সত্যবাদী। আপনি কিছুই লুকান না। আপনার মনের গহিনে কোন কিছু লোকানোর স্বভাব আপনার নেই। আপনি যা বলেন মনের ভেতর থেকেই বলেন। আপনি আইভীকে পছন্দ করেন না সেটা আপনি প্রকাশ্যেই বলেন। আপনি হাড়গুর ভেঙ্গে নদীতে ভাসিয়ে দেবেন। ঠ্যাং ভেঙে পকেটে ঢুকিয়ে দিবেন। এই যে শৈল্পিক সাহসী কথা বার্তা তা আপনাকেই মানায়। আমার ধারনা উপমহাদেশে এমন সাহসী কথা বলার মতো রাজনীতিবিদ আর নেই। আফসোস মুজিব কাক্কুর যদি আপনার মতো সাহস থাকতো তাহলে আজ স্বাধীনতার ঘোষকের পদটা জোর করে ছিনিয়ে নেয়ার যে আওয়ামী প্রচেস্টা তার কোন প্রয়োজন পরতো না।



শামীম ওসমান-শেখ হাসিনা সুসম্পর্ক



শামীম ওসমান আপনার বক্তব্য পড়ে স্পষ্ট বুঝতে পারলাম শেখ হাসিনার সংগে আপনার সম্পর্কে কোন খাদ নেই। সোনায় খাদ থাকতে পারে কিন্তু শামীম-হাসিনায় কোন খাদ নেই। আপনি বলেছেন আপনার শক্তি শেখ হাসিনা। আমিও বিশ্বাস করি আপনার শক্তি শেখ হাসিনা। আপনি আরো বলেছেন শেখ হাসিনাই আপনার সব। আমরা সেটা আগে থেকেই জানি যে শেখ হাসিনাই আপনার সব। তা নাহলে বিগত ৪ দলীয় জোট সরকারের সময়ে আপনি দেশছাড়া থাকার কথা নয়। আপনি যে খালেদা জিয়ার ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন তারপর হাসিনার সময়ে যখন দেশে বীর বিক্রমে প্রত্যাবর্তন করেছিলেন তখনইতো বুঝতে পেরেছি হাসিনাই আপনার সব। আপনি আরো বলেছেন যে আপনি নারায়নগঞ্জে ৭ গুম-খুনের ব্যাপারে সব জানিয়েছেন। খুবই আনন্দিত হয়েছি যে তৃনমূলের একজন ত্যাগী আওয়ামী নেতার সাথে দলের সর্বোচ্চ পর্যায়ের নেত্রীর এমন সম্পর্ক দেখে। নিশ্চয় বাংলাদেশের রাজনীতিতে এ এক নতুন দিগন্তের উম্মোচন করবে। এই যে গুমনেত্রী সরাসরি আপনার কাছ থেকে খবর নিলেন, নিলেন না কোন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, এ থেকেই প্রমান হয় নেত্রীর কত অগাধ বিশ্বাস ও ভালোবাসা আপনার প্রতি। খুব ভালো লাগলো। আপনি আরো বলেছেন স্বজন হারানোর বেদনা নেত্রী বুঝেন। এটা একদম সত্যি কথা। স্বজন হারানোর বেদনা তিনি বুঝেন বলেইতো প্রত্যেকদিন দেশে গুম-খুন হচ্ছে। তিনি যদি না বুঝতেন তাহলে কি এদেশে কেউ গুম খুনের শিকার হতেন।



কিঞ্চিত ভিন্ন প্রসংগ: জানতে হলে পড়তে হবে



তখন ফখর-মইন যুগ চলছে। খালেদা-হাসিনা-নিজামী সবাই জেলে। ফুলটাইম পলিটিশিয়ানরা হঠাৎ করে ফুলটাইম বেকার হয়ে পরেছেন। যেহেতু ধানমন্ডিতে বাসা ছিলো সে হিসেবে মাঝে মাঝে এক ছাত্রলীগ বন্ধুর সূত্র ধরে হঠাৎ বেকার হয়ে যাওয়া ফুলটাইম পলিটিশিয়ানদের ভীরে আড্ডা দিতে যেতাম ২৭ নাম্বারে। ওখানে শেখ হাসিনার ব্যাক্তিগত সহকারীদের মধ্যে কয়েকজন প্রায়ই আসতেন। তাদেরকে কেন্দ্র করেই এই আড্ডাটা জমে উঠতো। বেশীরভাগ নেতাকমীরা তো তখন পলাতক। তো ওখানে যারা আসতেন তারা লো প্রোফাইল কিন্তু শিক্ষিত ও পরিষ্কার ভদ্রলোক। আমি আবার পড়াশোনা করেন এমন নেতা-কর্মীদের খুব পছন্দ করি তা যেকোন দলেরই হোক । আজ মনে পড়ছে শেখ হাসিনার এক ব্যাক্তিগত সহকারীর ব্যাগে একবার চারটি বইয়ের মধ্যে গোলাম আযম ও মওদুদীর লেখা দুইখানা বই দেখে যারপর নাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলাম এই বস্তু দুটি আপনার ব্যাগের মধ্যে কিভাবে উপস্থিত হলো? তিনি উত্তরে যা বলেছিলেন টা আমার কাছে এখনো শিরোধার্য, "রাজনীতি করতে হলে জানতে হবে, আর জানতে হলে পড়তে হবে।" ধন্যবাদ নেতা আপনাকে, একটা ভালো জিনিস শিখেছিলাম। বেকারদের আড্ডার বেশীরভাগ আলোচনা হতো কে কিভাবে ক্ষমতায় আসবা কিংবা আসতে চায় তা নিয়ে। তো নেত্রী ছিলেন সেইসব আলোচনার বিষয়বস্তু। তো একবার একজন নেত্রী সম্পর্কিত অনেক গল্পের মধ্যে একটি গল্প বলে নেত্রীর চরিত্রের ছোট-খাটো একটি দিক ফাঁস করে দিয়েছিলেন। সেটাই বলবো এখন।



এইবার গল্পটা বলি



ধরুন কোন অঞ্চলে কোন বিশেষ খারাপ নেতা মাথা চারা দিয়ে উঠেছে। চাঁদাবাজি, খুন, ধর্ষন হাতের ময়লার মতো চালিয়ে যাচ্ছেন। ছিনতাইকারীরা নিয়মিত মাসোহারা দিচ্ছে শেল্টারের বিনিময়ে। থানার দালালী করে কামাই করছেন। ভুমি দখল, টেন্ডারবাজী ইত্যাদি করে দলের বারোটা, ভাবমূর্তির তেরোটা বাজিয়ে চলছেন। করছেন গ্রুপিং, সিনিয়দের দেখাচ্ছেন বুড়ো আংগুল। তার প্রতাপ ও প্রভাবে সাধারন সহ দলীয় নেতাকর্মীরাই চুপ করে আছেন। কাউকে কেয়ার করেন না। তো ঐ এলাকার অতিষ্ঠ সিনিয়র নেতারা বহু কষ্টে আ্যপয়েন্টমেন্ট নিলেন নেত্রীর। নেত্রীকে কদমবুছি করে ঐ কুলাংগার নেতার সমস্ত হিসাব নিকাষ বুঝিয়ে দিলেন নেত্রীকে। বিচার চাইলেন নেত্রীর কাছে। বললেন দলকে বাঁচাতে, দলের ইজ্জত রক্ষা করতে। এলাকার সাধারন মানুষ ছি-ছি, রি-রি করছে আওয়ামীলীগকে। নেত্রীকে একটা বিহিত করতে হবে।



নেত্রী এসব আকাম কুকামের কথা শুনে রেগে ফেটে পড়েন, তারপর বলেন যে, দে আমাকে তোরা, ঐ কুলাঙ্গারের নাম্বারটা দে। আমি এখনি ব্যবস্থা করছি। তোরা বাড়ী যা দলের জন্য কাজ কর। তোরা আছস বলেইতো দল আছে।



এরা অফিস থেকে বের হওয়ার পরে।



এবার তিনি ঐ সন্ত্রাসী কুলাংগার নেতার নাম্বারে ফোন ঘুরাবেন। ওপ্রান্ত থেকে হ্যালো শুনে নিজের পরিচয় দিয়েই, কুত্তার বাচ্চা, শুওরের বাচ্চা থেকে শুরু করে খুনকির পুত হয়ে , তোর মায়েরে.... তোর বাপরে ..... করার পরে বলবেন কি শুরু করেছিস? মনে করিস আমি কিছু জানিনা। তোদের জন্য আমার দলের এই অবস্থা! ঐ পাশের কুলাঙ্গার নেতাটার মনে করেন পেট খারাপ হয়ে যাবার অবস্থা। নেত্রী গালি দিচ্ছেন বিষয়টা ভাবলেই তো বুঝা যায় কার কি অবস্থা হবে। এটা হচ্ছে নেত্রীর স্টাইল, কদমবুছি নেয়াটা যেমন স্টাইল, তুই তোকারী করাটাও স্টাইল। মায়েরে-বাপ পাকিস্তান টাইপ কথা বলাটাও নেত্রীর স্টাইলের আওতায় পরে।



যাই হোক এবার নেত্রী একটু আস্তে করে বলেবন, আমার যে দল চালাতে হয়। আমার যে কত খরচ আছে, কিভাবে চলে, তার কি কোন খবর রাখস তোরা। আমার ভাগ কই। আমার নাম ভেংগে ব্যাবসা করিস আমার ভাগ কই? তুই জলদি করে আমার ভাগটা পাঠিয়ে দে। এইসব ভাগের হিসাব হ্যান্ডেল করার জন্যও লোক আছে।



প্লিজ গল্পটি কেউ বিশ্বাস করবেন না



খুবই অবাক হচ্ছেন। বিশ্বাস করছেন না। আমিও বিশ্বাস করিনি। কিন্তু এরপরে ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের খুব কাছের একজনের কাছ থেকে যখন শাহাদাতের সাথে নেত্রীর ফোনালাপের কয়েকটা বাক্য শুনেছিলাম তখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি (পরে একদিন শেয়ার করবো ঐ গল্পটা)। আজ যখন শামীম ওসমান বলেন নেত্রীকে সব জানিয়েছি, নেত্রীকে সব বলে দিয়েছি। নেত্রীই আমার সব। তখন বিশ্বাস করতে বাধ্য হই। তখন চরম অবিশ্বাস্য গ্রন্থ "আমার ফাঁসী চাই" বিশ্বাস করতে বাধ্য হই।



আমার উপরের বক্তব্য কাউকে বিশ্বাস করতে হবে না। জোড় করে কারো মধ্যে বিশ্বাস আনতে চাইনা। এবং আমিও এগুলো বিশ্বাস করতে চাইনা। কারন আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীদের আমরা একটা ভীষন শ্রদ্ধার জায়গায় বসিয়ে রেখেছি। আমরা সেই শ্রদ্ধাটা নষ্ট করতে চাইনা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ যখন শামীম ওসমান, জয়নাল হাজারী, আবু তাহের, কক্সবাজারের বদি ইত্যাদি ব্যক্তিবর্গেরা কথা বলেন তখন উপরোক্ত গল্পটি বিশ্বাস না করে পারিনা। এমনকি এই গল্পের বাইরেও অনেক কিছু বিশ্বাস করে নিতে হয়।



বেঁচে থাকুক শামীম ওসমানেরা



তাই আমি মন থেকে দোয়া করি। শামিম ওসমান আপনি বেঁচে থাকুন। শামীম ওসমানদের বেঁচে থাকা খুব দরকার। এরা না থাকলে এদেশের রাজনীতির রাজাধিরাজ, রানীধিরানীদের আমরা চিনতে পারতাম না।



ঐ সমাবেশে তিনি আরো বলেছেন, ‘আমি শামীম ওসমান। সুফিয়ান-হোসেন, গুন্ডাপান্ডাদের শায়েস্তা করার জন্য আমি একলাই যথেষ্ট।’ এই গুম-খুন মামলার এক আসামী ইকবাল বিএনপি করে। সে নির্বাচনের আগে রেব-১০কে এক কোটি টাকা দিয়ে নজরুলকে ধরে নিয়ে গেছে। পরে আমাকে ফোন দিলে প্রশাসনের উচ্চপর্যায়ে কথা বলে তাকে ছাড়িয়ে আনি। এবং আরো নিশ্চিত করেন "আমার শক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



[এই পোস্টে শামীম ওসমান শুধু একজন ব্যক্তি নয়, শামীম ওসমান একটা প্রতীক। কারন শামীম ওসমানেরাই লেডী লেন্দুপদের মতো রাজনীতিবিদদের পেশী শক্তি। আপনারা সবাই জানেন এরকম শামীম ওসমানের অভাব নেই বাংলাদেশে। বিগত ৭/৮ বছরে লেডী লেন্দুপের হাত ধরে ডজন ডজন শামীম ওসমানদের আবির্ভাব ঘটেছে, আরো হয়তো ঘটবে।]



মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

একজন ঘূণপোকা বলেছেন: গল্পটি অবিশ্বাস করার কিছু নাই।

সত্যি গল্প।

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৫৬

উপপাদ্য বলেছেন: কিন্তু গল্পটি বিশ্বাস করতে চাইনা। আমরা চাই উনারা গনতন্ত্রমনা হবেন, মানুষের অধিকার ও মুক্তির জন্য কাজ করবেন।

উনার সম্পর্কে আরো গল্প অনেকেই শেয়ার করেছেন। তারমধ্যে চায়নাতে দৌড় প্রতিযোগীতার মাধ্যমে আবুলের মন্ত্রী হওয়া একটি। মাঝে মাঝে এসব শুনলে আসলেই মনে হয় উদ্ভট উটের পিঠে নয় বরং উদ্ভট উটই দেশের সাধারন খেটে খাওয়া মানুষের পিঠে চড়ে বসে আছে।

অনেক ধন্যবাদ পোকা ভাই

২| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: উপরের বক্তব্য কাউকে বিশ্বাস করতে হবে না।

জোড় করে কারো মধ্যে বিশ্বাস আনতে চাইনা।

এবং আমিও এগুলো বিশ্বাস করতে চাইনা।

কারন আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীদের আমরা একটা ভীষন শ্রদ্ধার জায়গায় বসিয়ে রেখেছি। আমরা সেই শ্রদ্ধাটা নষ্ট করতে চাইনা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ যখন শামীম ওসমান, জয়নাল হাজারী, আবু তাহের, কক্সবাজারের বদি ইত্যাদি ব্যক্তিবর্গেরা কথা বলেন তখন উপরোক্ত গল্পটি বিশ্বাস না করে পারিনা। এমনকি এই গল্পের বাইরেও অনেক কিছু বিশ্বাস করে নিতে হয়।

ক্লাসিক।

দারুন কিছু টার্ম, শব্দ ব্যবহার করেছেন। অসাম!!!!!!

এভাবেই কিছু না বলেও সব বলাটা দেশের সকলের আরো ভাল করে শিখতে হবে। ;)

০৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৫

উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই।



[আসলে অনেক কিছু বলতে চাই, আবার অনেক কিছু বলতে চাইনা। অনেক কিছু লুকিয়ে রাখতে চাই।]

৩| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মদন বলেছেন: জয়বাংলা

০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:০৪

উপপাদ্য বলেছেন: হ্যাঁ এভাবেই উনারা জয়বাংলা বলে আগে বাড়েন,,,..,,,,

ধন্যবাদ

৪| ০৬ ই মে, ২০১৪ সকাল ৮:৫৮

মোমের মানুষ-২ বলেছেন: জয় বাংলা কুত্তা সামলা

০৬ ই মে, ২০১৪ রাত ১০:২১

উপপাদ্য বলেছেন: আর কত সামলাইবো?

কুত্তায় ক্যামনে কুত্তা সামলাইবো????

৫| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:১০

নিশা মাহমুদা বলেছেন: ৫০০ তম পাঠক হিসেবে জানাচ্ছি , লেখাটা খুবই ভাল লেগছে , এতখানি ভাল যে আমার আব্বু আম্মু কে পড়ে শুনিয়েছি

০৭ ই মে, ২০১৪ রাত ২:৪৬

উপপাদ্য বলেছেন: নিশা মাহমুদা আপু। অনেক অনেক ধন্যবাদ। আপনার আব্বা আম্মাকেও সালাম।

৬| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৭

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: তখন ফখর-মইন যুগ চলছে। খালেদা-হাসিনা-নিজামী সবাই জেলে।

নিজামী জেলে ছিল? ফখর-মইন যুগে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভালই....

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৪

উপপাদ্য বলেছেন: নিউজ পেপার পরেন নাকি? ভাদার আলু, ল্যাদার আলু নিয়েই থাকেন?

ভালোই তো। নাকি??

৭| ০৭ ই মে, ২০১৪ রাত ১:১০

তওসীফ সাদাত বলেছেন:

বুঝতে পারছি না !!! বলবো টা কি !!

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৫৬

উপপাদ্য বলেছেন: বুঝার দরকার নাই ভাই।

উনারাই এসে আমাদের বুঝিয়ে দিয়ে যাবেন? এই যে ৫মে ২০১৩ তে বুঝিয়ে দিলেন। কিভাবে রং মেখে শহরের পথে ঘাটে শুয়ে থাকতে হয়।

বিশ্বাস হয়না। মহান সংসদে আমাদের প্রধানমণ্ত্রীর বক্তব্যের রেকর্ড শুনেন।

ধন্যবাদ তওসীফ ভাই।

৮| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৩১

বাংলার ঈগল বলেছেন:

০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪১

উপপাদ্য বলেছেন: ঈগল ভাই, এইডা কি ভাই? লাউ না কদু।

৯| ০৭ ই মে, ২০১৪ রাত ২:০২

মুহামমদল হািবব বলেছেন: দারুণ। এভাবে বলা যায় ''সত্যি কাহিনীর ছায়া অবলম্বনে ''

০৮ ই মে, ২০১৪ রাত ১২:৩৫

উপপাদ্য বলেছেন: হা হা , ভালো বলেছেন।

গল্পটা একদমই বিশ্বাস করবেন না। গুম হওয়ার ভয় নেই বুঝি??

১০| ০৭ ই মে, ২০১৪ রাত ২:১০

ক্ষতিগ্রস্থ বলেছেন: এই শক্তির উতস কে না জানে? এখন মুখে বইলা জাহির করল, আগে করে নাই, এই যা!

লিংক-ব্লগার হাসান কালবৈশাখী এখনও লিংকের ডালা আনলো না, স্ট্রেঞ্জ!

০৮ ই মে, ২০১৪ ভোর ৫:১৫

উপপাদ্য বলেছেন:
এইসব অশুভ শক্তির উৎস একদিন সমূলে বিনষ্ট করা হবে।

আমার পোস্টে লিংক বিলাতে আসবেনা হাকা ভাই। সে খুব ভালো করে জানে উপপাদ্য কি জিনিস। বাট পোস্ট সে ইতোমধ্যে পড়ে গেছে।

আপনাকে ধন্যবাদ

১১| ০৭ ই মে, ২০১৪ রাত ৩:৪৯

অচেনা শহর বলেছেন: উপপাদ্য তুমি সামুর এখনাকার সেরা ছাগু।এটা বলতেই হবে।জয় বাবা গুলাম আযম।

০৮ ই মে, ২০১৪ সকাল ৯:১০

উপপাদ্য বলেছেন: জয় মুজিব শেখ না বইলা জয় গোলাম আজম বলতাছেন!!! কাহিনী কি? তয় দিন বদলাইবো। সে দিন হয়তো গোলাম আযমের পায়ে আবারো ধরতে হবে।

সে হিসেবে এখন থেকে শ্লোগানটা প্র্যাকটিস করা ভালো।

১২| ০৭ ই মে, ২০১৪ ভোর ৬:১৫

গোয়েন্দাপ্রধান বলেছেন: ভাই সব শালাই সুশীলতা মারে । যেমন অচেনা শহর । দা চাপাতি কোপানি মাদক ব্যবসা গুম রাতের আধারে গণহত্যা এসবই শুশিলতা । আমরা ছাগু আর আপিনেরা চা পাতি লিগ চাপাতি দিয়া আমাদের কোপান।
এই সরকারের পুলিশ কর্তা গুলাও একেক টা শুয়োরের বাচ্চা (আপার ভাষায় ) একটা শুয়োয়ের সরাসরি পরিচয় পাইলাম সেদিন এর নাম মাশ্রুফ শালা উত্তরা জোনের dmp এর adc. ফেসবুক পেজ খুলে পাবলিক রে সেবা দেয় এবং সেটা ফলাও করে প্রচার করে। ও উনারে কইলাম স্যার এইসব ত আপনার দায়িত্বের মাঝে পড়ে আর আপনার ফেসবুক vdo থেকে কোন ছেলে কোন মেয়ে কে চড় মেরেছে /কোথায় পোলাপান ইভ টিজং করছে এইসব অপ্রাধ সমাধানের ফিরিস্তি না দিয়ে ৫ মে আপনার বস হোতকা শুয়োর dmp comissioner বেনজিরের সাথে গণহত্যায় অংশ নিয়েছিলেন তার কি ?সে আমারে কয় ছাগু ।

০৮ ই মে, ২০১৪ রাত ১১:২০

উপপাদ্য বলেছেন: অচেনা শহর টাইপরের হাম্বারা বিবেক বর্জিত, এরা শারমিন আহমদকে বলছে তাজ উদ্দিনের মেয়ে আসল মেয়ে নয়। এরা পরশ্রীকাতর, বিদ্বেষ ও সহিংসতার বশবর্তী হয়ে হেন কোন কাজ নাই যা করতএ পারেনা।

এরা মানুষ হত্যাকারীদের প্রশ্রয় ও উৎসাহ দেয়।

এরা খুনীদেরকে পুজা করে। এরা খুনী হত্যাকারী মানবতা বিরোধী অপশক্তিকে মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে সীকৃতি দেয়।

১৩| ০৭ ই মে, ২০১৪ ভোর ৬:২৬

গোয়েন্দাপ্রধান বলেছেন: লিগের একটি অংগ সংগঠনের কেন্দ্রিয় নেতা আমার পরিবারের ঘনিষ্ঠ আত্মিয়। তার কাছে অনেক লোক আসে। তেমনি একজন লিগের কর্মি যুদ্ধাপরাধ এর বিচার শুরুর সময়ে এসে তার সাথে আলোচনা করছিলেন। তার আলোচনা শোনার অনুমতি আমার আছে । আমি পাশে বসে টিভিতে খেলা দেখছিলাম। সেই কর্মি যুদ্ধাপরাধের বিচার নিয়ে ক্ষুব্ধ। তিনি বলছিলেন ভাই এই টা আমাদের দলের ভাবমুর্তির জন্য ক্ষতিকর কারণ ফারুক খান পুতুলের শ্বশুর মখা অনেকেরই ৭১ এ বিতর্কিত ভুমিকা আছে । এটা নিয়ে না ঘাটালেই ভাল হত । গজাম তৈরি হওয়ার পর সেই সাধারণ কর্মির কথার সত্যতা পাইলাম। লিগে ভাল লোক আছে । কিন্তু আপার কাছে ভাল না হলে দাম নেই পদ নেই। আর সবচেয়ে ভয়ংকর যেটা র এর এজেন্ডা বাস্তবায়নকারী মুজিব বাহিনির নেতা তোফায়েল এখন মন্ত্রি । সে ইন্ডিয়ার সাথে বাণিজ্য বিষয়ে ওকালতি করছে।

০৯ ই মে, ২০১৪ রাত ১:৩৫

উপপাদ্য বলেছেন: টাকা পয়সার লেনদেনে সর্বোচ্চ লিডারশীপও যে জড়িত এটা মোটামুটি সংশ্লিষ্ট সবাই জানে।

আপনার গল্পটাও সত্যি বলে ধরে নিলাম।

অনেক ধন্যবাদ গোয়েন্দা ভাই

১৪| ০৭ ই মে, ২০১৪ সকাল ৭:১৪

nurul amin বলেছেন: জনগনের শাস্তি পাওয়ার দরকার আছে। বি এন পি ক্ষমতায় ধাকাকালে কত ধরনের ফর্মুলা বাহির করতে দেখলাম। সেইসব বুদ্ধিজীবী রা এখন আওয়ামী গুতানির ভয়ে ফর্মুলাগুলো পাছা দিয়ে বের করে দিয়েছে।এখন কুত্তায় কুত্তায় লাগলাগি দেখলে মনে শান্তি পাই।যারা মরছে ওই শালারাও হাততালি দিয়েছে কোনএকদিন।

১০ ই মে, ২০১৪ রাত ৯:৩১

উপপাদ্য বলেছেন: বুদ্ধিজিবীরা স্বাধীনতার পর থেকেই বুদ্ধিবেশ্যা হয়ে আছেন। উনারা দলকানা। বিএনপির'র সময়ে বিএনপিকে যেভাবে সত্য মিথ্যার মিশেলে আক্রমন করে প্রপাগান্ডা ছড়িয়েছেন, এমনকি একটা ইলেকশন হওয়ার পূর্বেই সেই ইলেকশন নিয়ে যে পরিমান মিথ্যাচার হয়েছে। একজন সাবেক প্রধান বিচারপতি তত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার পূর্বেই তাকে নিয়ে যেভাবে আওযামী ও বুদ্ধিবেশ্যারা মিথ্যাচার করছেন সেই তুলনায় একটা ভোটারবিহীন নির্বাচনের পরেও তার সিকি ভাগ সমালোচনা করতে দেখছেন কি আমাদের বুদ্ধিবেশ্যাদের?

অতএব এ ধরনের বুদ্ধি বেশ্যা, বুদ্ধিছিনালদেরও মুলোৎপাটন করতে হবে।

১৫| ০৭ ই মে, ২০১৪ সকাল ৭:১৫

বিডি আইডল বলেছেন: Gay বাংলা

১০ ই মে, ২০১৪ রাত ৯:৪৩

উপপাদ্য বলেছেন: বিডি আইডল বলেছেন: Gay বাংলা

জয় বংগবন্ধু

হেইল হিটলার

|
|
পার্থক্য আসলে কতটুকু??

১৬| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সরকারের কাছে নিবেদন থাকবে যেন প্রকৃত অপরাধীরা যথাযথ শাস্তি পাক।

১০ ই মে, ২০১৪ রাত ১০:১৭

উপপাদ্য বলেছেন: প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তির জন্য এই সরকারকে নিবেদন করা আর অরন্যে রোদনের মধ্যে কোন পার্থক্য নেই কান্ডারী ভাই।

দেশ থেকে অন্যায় অবিচার রোধ করার জন্য দরকার টোটাল রিভলুশন। আমুল পরিবর্তন, র‌েডিক্যাল চেঞ্জ।

তবে আপনার এই সরলমনা কমেন্টে সাধুবাদ জানাই।

১৭| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২২

মরণের আগে বলেছেন: উপস্থাপনটা খুব খারাপ হয়নাই তবে এইব্যপারটা বিশ্বাস করতে চাইনা।

ধন্যবাদ

১১ ই মে, ২০১৪ রাত ১২:০৫

উপপাদ্য বলেছেন: তবে এই ব্যপারটা বিশ্বাস করতে চাইনা।

আমিও

আপনাকেও অনেক ধন্যবাদ।

১৮| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৩৫

মিতক্ষরা বলেছেন: যে জনতা আওয়ামী লীগের আহ্বানে ভোট কেন্দ্রে যায় নি, সেই জনগনের জন্য আওয়ামী লীগ সরকার নিজেদের উৎসর্গ করবে - এমনটি ভাবা বেকুবিপনা মাত্র।

১১ ই মে, ২০১৪ রাত ১২:২৬

উপপাদ্য বলেছেন: মিতক্ষরা ভাই এমনটি আমরা আসলে ভাবছি না। যারা ভাবছেন তারা বোকার স্বর্গে আছেন কিংবা নিরো'র মাতি বংশী বাজাচ্ছেন।

ধন্যবাদ।

১৯| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৩৫

মিতক্ষরা বলেছেন: যে জনতা আওয়ামী লীগের আহ্বানে ভোট কেন্দ্রে যায় নি, সেই জনগনের জন্য আওয়ামী লীগ সরকার নিজেদের উৎসর্গ করবে - এমনটি ভাবা বেকুবিপনা মাত্র।

১২ ই মে, ২০১৪ রাত ১:৪৬

উপপাদ্য বলেছেন:
[ একই মন্তব্য দুইবার প্রকাশ হয়ে গেছে ]

২০| ১০ ই মে, ২০১৪ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কিন্তু আপনি যে পরিবর্তনের কথা বলছেন তার জন্য আমরা নিজেরাই প্রস্তুত নই। আগে নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। রোম একদিনে তৈরি হয়নি কিংবা মাহাথির মাহমুদের মতো লোক দরকার। আমিতো এখনও তেমন কাউকে দেখতে পাই না। সবাই যে যার উদোর পূর্তি নিয়েই ব্যাস্ত।

১০ ই মে, ২০১৪ রাত ১১:৩৭

উপপাদ্য বলেছেন: আপনার সাথে আমি একমত কান্ডারী ভাই। এখানেই আমাদের আসল সমস্যা। এজন্য আমার কেন জানি মনে হয় জাতি হিসেবে আমরা সাহসী নই।

কিন্তু আমরা যদি সেই কাঙ্খিত পরিবর্তনের কথা না বলি তাহলে হয়তো কোনদিনই কেউ একজন দাঁড়াবে না পাতাল ফুড়ে। তাই আমার লেখায় প্রা্যই এই কথাটা বলি। আমি বিশ্বাস করি বাংলাদেশ একদিন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হবে। বাংলাদেশী হবে পৃথিববির শ্রেষ্ঠতম জাতি। একদিন এই পুরো বিশ্ব নিয়ন্ত্রন করবো আমরা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে এমনকি আদর্শে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.