![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#SupportGaza হ্যাশট্যাগ
খুব পরিষ্কার দেখতে পাচ্ছি #SupportGaza হ্যাশট্যাগ মুভমেন্টের বিরুদ্ধে অনেকেই বিষেদাগার করছেন। এ ব্যাপারে শাহবাগীদের মধ্যে বিশেষ গাত্রদাহ লক্ষ করা যাচ্ছে। অত্যধিক আশ্চর্যের বিষয় কিছু ইসলামিস্টও অভিমান করছেন হ্যাশট্যাগ আন্দোলনের বিরুদ্ধে।
প্রথমেই বলে নেই এই হ্যাশট্যাগ মুভমেন্টের উদ্যোক্তা কারা। এটার উদ্যোক্তা হচ্ছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) নামের একটি সংগঠন যারা কাজ করছে ১৯৮২ সাল থেকে। প্যালাস্টাইনিদের অধিকার আদায়ে জনমত তৈরিতে ইন্টারন্যাশনালি সবচেয়ে বেশী রেকগনাইজড এই সংগঠনটিই মূলত #SupportGaza হ্যাশটাগ ব্যবহার করার জন্য রিকুয়েস্ট করেছে। পাশাপাশি, ফ্রেন্ডস অফ আল আকসা, বিএমআই সহ অন্যান্য মানবতাবাদী সংগঠনগুলোও এটিকে ওয়েলকাম করেছে।
কি হবে এই আন্দোলন করে
হ্যাশট্যাগ করে কি হবে এমন প্রশ্ন অনেকেরই? কিছু লাভ হতে পারে আবার নাও হতে পারে। নির্ভর করছে আপনি কি উদ্দএশ্যে এটি বয়াবহার করছেন। আপনি যদি রাতারাতি বিজয়ের উদ্দেশ্যে #SupportGaza ব্যবহার করেন তাহলে আপনার উদ্দেশ্য সফল হবেনা। তবে জনমত ট্রেন্ড কোনদিকে তা বুঝানোর জন্য এটার কোন বিকল্প নেই এ মূহুর্তের সোশ্যাল মিডিয়াময় পৃথিবীতে। শুধু মাত্র একটা একটা উদাহরন দেবো। চ্যানেল ফোর রিপোর্ট করেছে ইজরেল সোশাল মিডিয়া যুদ্ধে হেরে গেছে। আপনি কি অনুধাবন করতে পারছেন কেন হেরে গেছে। হেরে গেছে এই হ্যাশট্যাগের কারনেই। ইজরেল হেরে গেছে প্যালেস্টািনের নির্যাতিত মানুষের প্রতি বিশ্বের সাধারন মানুষের ভালোবাসার কাছে। এই সাধারন মানুষজন তাদের ভালোবাসা প্রকাশ করছেন #SupportGaza হ্যাশট্যাগের মাধ্যমে।
ওকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের কথা নিশ্চয় মনে আছে আপনাদের। আমেরিকা সরকারের কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছিলো যে আন্দোলন সেটির শুরুও কিন্তু একটি মাত্র হ্যাশট্যাগ দিয়েই #OccupyWallStreet
চ্যানেল ৪ এর রিসেন্ট একটা ব্লগে বলে হয়েছে গতানুগতিক মিডিয়ার দিন শেষ হয়ে গেছে। পল ম্যাসন তার ব্লগে এভাবেই বর্ননা করেছেন
I “witnessed” it sitting in a field in Wales, with no TV, and no computer, only a sporadically updated Twitter app on my iPhone using wi-fi too rubbish to even get any of the HTML
সোশ্যাল মিডিয়ার জয়জয়কার
ইজরেলি মিডিয়া দ্য জুইশ ডেইলী ফরওয়ার্ড নিউজ করেছে ইজরেলের চরম নতুন শত্রু হচ্ছে টুইটার। নিউজটা পড়েই দেখুন সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা কি?
তাই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আমাদের বুঝতে হবে। কয়েকযুগ আগের ইজরেল আর আজকের ইজরেল এক নয়। কয়েকযুগ আগে ইজরেল মানেই ইউরোপীয়ান-আমেরিকানদের ভালোবাসা, মমতায় বেড়ে উঠা এক বেয়াড়া জংগি যাদের প্রতি সাধারন পশ্চিমাদের ভালোবাসা ছিলো। কিন্তু আজ যুগ বদলে গেছে বিবিসি, সিএনএন, ফক্স নিউজ যা তাদের জায়নিস্ট সম্পাদকীয় নীতিমালার কারনে দেখায় না তা মুহুর্তেই টুইটার, ফেইসবুক, ইন্সটাগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়ছে পৃথিবীময়। মানুষ টেলিভিশন দেখার প্রয়োজনই বোধ করেনা অনেক সময়।
ইজরেল তার দেশের ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছে সোশ্যাল মিডিয়াতে বেশী বেশী এক্টিভ হওয়ার জন্য এবং এজন্য স্কলারশীপ সহ বিভিন্ন আর্থিক সুবিধাও ঘোষনা করেছে। বিষয়টার মধ্যে শাহবাগীদের মিল রয়েছে। শাহবাগীরা যেমন করে রাস্ট্র বা শেখ হাসিনা সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান ও লুটপাটের সুযোগ পেয়েছে ঠিক তেমনি ইজরেল জায়নিস্টরাও একই পদ্ধতিতে এগিয়ে যেতে চাচ্ছে।
আমাদের জায়নিস্ট, মুজিবিস্ট, আওয়ামিস্টদের অবস্থান
কিছু আওয়ামী শাহবাগী যেমন অমি পিয়াল, আরিফ জেবতিকরা #SupportGaza এর বিরুদ্ধে থাকবেই এটা খুব স্বাভাবিক কারন #SupportGaza মানেই হচ্ছে দেশপ্রেম, #SupportGaza মানেই হচ্ছে ধর্মীয় অনুভূতি জাগ্রত হওয়া। #SupportGaza মানেই হচ্ছে দুঃখিনী মায়ের শেষ সম্বল ছেলেটির গুলতি হাতে আধুনিক অস্ত্রে সুসজ্জিত ইজরেলি টেররিস্টের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ। শাহবাগীরা কি এতও বোকা যে তারাও এই #SupportGaza আন্দোলনকে সমর্থন করে আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেম ও ধর্মানুভূতি জাগিয়ে তুলতে সাহায্য করবে?
তাই একজন সচেতন বাংলাদেশী মানবতাবাদী হিসেবে আমি আবারো বলবো, I am উপপাদ্য From #London, #UK. I #SupportGaza .
জেগে উঠুক বাংলাদেশ, জেগে উঠো সকল মানবতাবিরোধী রাস্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে। জেগে উঠো ব্রাম্মন্যবাদী, ইহুদীবাদী ও তাদের সহযোগী সেকুলার এক্স্ট্রিমিস্ট, কমিউনিস্ট এক্স্ট্রিমিস্টদের বিরুদ্ধে।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৩
উপপাদ্য বলেছেন: খেয়া ঘাট বলেছেন: জেগে উঠো সকল মানবতাবিরোধী রাস্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে।
সম্পূর্ন একমত ভাইয়া।
২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
চুক্কা বাঙ্গী বলেছেন: সুন্দর পোস্ট। আমি নিজেও এতদিন ধরে হ্যাশট্যাগ জিনিসটা কি বুঝিনাই। আপনার পোস্ট আমার ধারনা পরিষ্কারে যথেষ্ট কাজে আসলো। পোস্টের জন্য ধন্যবাদ। ++
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:২৩
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
খুব তাড়া হুড়ো করে লিখেছি তাই কিছুটা অগোছালো। আরো অনেক লিংক দেয়া সম্ভব হলে আপনাদের আরো ভালো লাগতো।
৩| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৬
দাকুড়াল বলেছেন: সহমত
২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:২৯
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ
দাকুড়াল (!) ভাই।
ভাগ্যিস লগি বৈঠা নয়
৪| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৭
বটবৃক্ষ~ বলেছেন: I #SupportGaza .
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬
উপপাদ্য বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: I #SupportGaza
অনেক ধন্যবাদ
৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৬
গৃহ বন্দিনী বলেছেন: খুব সহজ ভাষায় ব্যাপারটা বুঝানোর জন্য ধন্যবাদ আপনাকে ।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৮
উপপাদ্য বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আসুন সরাসরি না করতে পারি কিন্তু সাধ্যের ভেতরে পৃথিবীর যে কোন প্রান্তে বসে সামিল হতে পারেন সন্ত্রাসী রাস্ট্র ইজরেল বিরুধী যুদ্ধে। মুক্তিকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেও পারেন সহজে।
#SupportGaza #FreePalestine
৬| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭
আরজু পনি বলেছেন:
ফিলিস্তিনি একটা পরিবারের সাথে ২০০২ সাল থেকে যোগাযোগ আছে, তাই জানি ওরা কতো অশান্তিতে দিন পার করে প্রতিনিয়ত।
ভালো লিখেছেন ।
ধন্যবাদ জানাই ভাবনার শেয়ার করার জন্যে।।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:২০
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার আপু।
#SupportGaza লিখে যদি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে এতটুকু হলেও অবদান রাখতে পারি তাহলে কেন এটা করবো না?
৭| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত
২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৬
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ।
প্রিয় ব্লগার
৮| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি ফিলিস্তিনের মানুষদের জন্য সাহায্য করেছি মালয়েশিয়ায় একজন ফিলিস্তিনি সাহায্যের জন্য এসেছিলেন।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
উপপাদ্য বলেছেন: আপনার এই সাহায্য যেন সৃষ্টিকর্তার কাছ থেকে উত্তম প্রতিদান হয়ে ফিরে আসে।
অনেক ধন্যবাদ।
৯| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:২৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দুর্বলের ভরসা হচ্ছে অভিশাপ গালি আর থুতু।
হ্যাশ ট্যাগ হচ্ছে তেমনই একটা কিছু। দুর্বলের ঘৃণা চোখে পড়ে না জালিমের। কিন্তু হ্যাশ ট্যাগ তা করতে সহযোগিতা করছে।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩
উপপাদ্য বলেছেন: আমাদের মতো শান্তিপ্রিয় মানুষের জন্য হ্যাশট্যাগ এক অনন্য প্রতিবাদের ব্যাবস্থা।
অনেক ধন্যবাদ। প্রিয় লেখক।
১০| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৭
ডি মুন বলেছেন: গনহত্যা বন্ধ হোক ...
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৩
উপপাদ্য বলেছেন: ডি মুন বলেছেন: গনহত্যা বন্ধ হোক ...
#SupportGaza #FreePalestine
১১| ২৭ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৪
সুমাইয়া আলো বলেছেন: সুন্দর লিখেছেন। ১০০% সহমত
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:৪৮
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ সুমাইয়া আলো আপু
১২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩
ওসমানজি২ বলেছেন: সুন্দর লেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:১১
উপপাদ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সুস্থ থাকুন। ইজরেল, জায়নবাদী, ফ্যাসিবাদী, স্বৈরাচার ও তাদের বিরুদ্ধে সোচ্চার থাকুন।
১৩| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫১
এহ্সান তপু বলেছেন: ভালো লিখেছেন
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:২০
উপপাদ্য বলেছেন: অনে অনেক ধন্যবাদ এহসান তপু ভাই।
১৪| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১০
নাফাজি বলেছেন: চমৎকার, অসাধারণ।
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সুস্থ থাকুন। ইজরেল, জায়নবাদী, ফ্যাসিবাদী, স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সোচ্চার থাকুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫১
খেয়া ঘাট বলেছেন: জেগে উঠো সকল মানবতাবিরোধী রাস্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে।