![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মসজিদ থেকে জুমআ'র নামাজ পড়ে বের হওয়া মাত্রই একটা লোক হাসিমুখে এগিয়ে এসে একটা লিফলেট এগিয়ে দিলো। শহর লন্ডনে কেউ যখন আমাকে এইরকম কার্ড কিংবা লিফলেট এগিয়ে দেয় আমি তখন নিই। এমনকি সংগি কেউ থাকলে তাকেও বলি একটা নিতে। কারন ৪/৫ বছর পূর্বে যখন স্টুডেন্ট ভিসায় হাজার হাজার স্টুডেন্ট বৃটেনে এসে কাজের অভাবে খুব কঠিন কষ্টকর জিবন যাপন করছিলো তখন এই লিফলেট ডিস্ট্রিবিউশনের কাজটি ছিলো ত্রানের মতো। প্রচন্ড রোদে কিংবা বরফপাতের হিমশীতল সময়ে যখন দেখতাম কোন বাঙালী ভাই স্টেশনের সামনে দাঁড়িয়ে লিফলেট ডিস্ট্রিবশন করছেন তখন দৌড়ে যেয়ে লিফলেট নিতাম। ধারন করতাম একটা লিফলেট নিয়ে ভাইটির সময় ও কষ্ট কিছুটা লাঘব করি। ভাবতাম আজ আল্লাহ আমাকে একটা ভালো কাজ দিয়েছেন বলে কষ্টকর কাজে নিয়োজিত ভাইদের কষ্টটা অবহেলা করা উচিত নয়।
লন্ডনের আকাশে আজ কাঠফাটা রোদ। ঝলসানো রোদে সিদ্ধ সিদ্ধ অবস্থা। আর এমনি এক কঠিন রোদ্দুরে যিনি লিফলেট বিতরন করছেন তিনি আর কেউ নন সয়ং এমপি নিজেই। লিফলেটটি হাতে নিয়ে একবার লিফলেটের দিকে আরেকবার লোকটির দিকে তাকাই। হতবাক হয়ে যাচ্ছি তার কান্ড কারখানা দেখে। ভাবি আমি কি পৃথিবীতে আছি? পৃথিবীর কোন এমপি এমন করে কাঠফাটা রোদে ঘর্মাক্ত হয়ে তার এলাকার অতি ক্ষুদ্র সংখ্যালঘু মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাতে নিজ হাতে রাস্তায় দাঁড়িয়ে ঈদকার্ড বিলি করছেন এ আমার কাছে এক আশ্চর্যজনক বিষয় বটে। আমি শেফার্ডস বুশের কোন এক মসজিদের বাইরে দাঁড়িয়ে দুচোখ ভরে দেখছি বৃটেনের একজন মেম্বার অব পার্লামেন্ট সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন আর একটা করে ঈদ কার্ড বিলি করছেন। নয়নভরে সেই নয়ানাভিরাম দৃশ্য দেখার সাথে সাথে প্রান ভরে তার জন্য দোয়া করলাম।
আফসোস করছিলাম আমাদের দেশে আমরা কি কখনো এমন এমপি পাবো? যিনি আরাম আয়েশের চেয়ার ছেড়ে, উঁচুগলা বাগাড়াম্বর সর্বস্ব বক্তৃতা ছেড়ে এমন করে জনতার কাতারে মিশে যেতে পারেন? এ দৃশ্য যতদিন দেখবোনা বাংলাদেশের মসজিদ-মন্দির, পথে-ঘাটে ততদিন হয়তো সেই কাঙ্খিত স্বপ্নের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না??
আ্যান্ডি স্লোটার আমাকে আরো মুগ্ধ করেছেন তার ইজরেল বিরোধী অবস্থান ও গাজার প্রতি পূর্ন সহমর্মিতা প্রকাশের মাধ্যমে। থ্যাংক ইউ আ্যান্ডি। গড ব্লেস ইউ।
বি.দ্র:
[ বিলেতে এমন ঘটনা মোটেও অনন্য নয়। হররোজ এমন ঘটনা আমরা দেখি। আমরা দেখি ডেভিড ক্যামেরন সাধারন যাত্রীবাহী ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যাচ্ছেন। আমারা দেখি একজন মন্ত্রী সাইকলে চালিয়ে বাসায় যাচ্ছেন। আমরা দেখি একজন ডাকসাইটে মন্ত্রী একটা প্লাজমা টিভি কিনে বিতর্ক তৈরির কারনে মন্ত্রনালয় ছেড়ে দিয়েছেন। ]
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৫
উপপাদ্য বলেছেন: ভাব দেখানোর চাইতে আমার কাছে মনে হয় রেসপনসিবিলিটি থেকেই করে। কারন ওরা জানে সে যদি দ্বায়িত্ব ঠিক মতো পালন না করে তাহলে দল, দলের সাধারন কর্মী ও জনগন মুহুর্তেই ছুড়ে ফেলে দেবে।
আর আমাদের দেশ !!!! কি বলবো ভাই .। পার্থক্য নিজের চোখেই দেখতে পাচ্ছি..
২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৩
শেখ মফিজ বলেছেন: জনগণ আর জনগণের প্রতিনীধি ।
এদেশ আর সেদেশ ।
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬
উপপাদ্য বলেছেন: জি ভাই। জনপ্রতিনিধির আসল রূপ এটাই হওয়া উচিত।
আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৮
মুহামমদল হািবব বলেছেন: ওদের মানবতা আছে তাই ওরা করে ও পারে, আর আমাদের নাই।
তাই আমরা দেখি দেশের প্রধানমন্ত্রী পালিত মেয়ের শ্বশুরবাড়িতে ঈদের উপহার পাঠান। আর তোবা গার্মেন্টসের কর্মীরা পাঁচ দিন ধরে অনশন করছে ।দেখার কেউ নাই, না সরকার, না পতিত বিরোধীদল, না তথাকথিত বিরোধীদল, না সুশীল। কেউ না।
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৩
উপপাদ্য বলেছেন: আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একমত।
আমাদের নেতা নেত্রীরা এখনো জনগনের নেতা নেত্রী হতে পারেন নি। আর তাই তোবা, তাজরিন, রানা প্লাজা, শেয়ারনাজার, ব্যাংক লুট ইত্যাদি নিয়ে টেনশন নাই।
আর এখনতো ইলেকশনও লাগেনা যে ৫ বছর পর জনগনের হাতে পায়ে ধরবে।
অনেক ধন্যবাদ।
৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আমগোর এমপিরা হুয়সা দিয়া পোস্ট কিণে আর এখনকার গুলা তো ভারতের দাদাদের লিঙ্গ চুষে ক্ষমতায় আছে ঈদ কার্ড আমাদের দিয়ে লাভ কি ?
আমরা শুধু বাইরে মানুষদের মহত্ব দেখবো আর অবাক হবো।
তাদের পদ অর্জন করতে হয়। আমাদের গুলা পদ নিয়ে জন্মগ্রহণ করে ।
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩০
উপপাদ্য বলেছেন: সরলভাবে আপনার কথাই আসল কথা।
আমাদের দেশে ক্ষমতায় যেতে হলে দাদাদের কৃপাই যথেস্ট তাই জনগনের বেইল নাই।
ভালো থাকুন সেলিম আনোয়ার ভাই।
৫| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:১৫
শামস 8929 বলেছেন: ভাইজান ভুলে যাবেন না বাংলাদেশের এমপি মিনিষ্টাররা দূর্গাপুজার সময় সংখ্যালগুদের জন্য কি-না করেন?????????।।।।।।।।।।।।।।। পার্থক্য কলো আপনার এমপি করেন দিনের খরা রোদে আর আমাগো এমপি করেন রাইতের আধারে।।।।।।।।।।।।
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩
উপপাদ্য বলেছেন: .....পার্থক্য হলো আপনার এমপি করেন দিনের খরা রোদে আর আমাগো এমপি করেন রাইতের আধারে।।।।।।।।।।।।
ভালোই বলেছেন
৬| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০
মুদ্দাকির বলেছেন:
এজন্যই ওরা আরো অনেক দিন শির্ষে থাকবে !!
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:২২
উপপাদ্য বলেছেন: ১০০ ভাগ সত্যি কথা বলেছেন ভাই।
অনেক ধন্যবাদ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের দেশে হবে সেই নেতা কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৪২
উপপাদ্য বলেছেন: সময়ের বিবর্তনে নিশ্চয় আমাদের আজকের এই শিক্ষা ভবিষ্যতে কাজে লাগবে। নিশ্চয় আমরা সবাই পরিবর্তিত হবো। আমরা "আমি"র জন্য না ভেবে "আমাদের" জন্য ভাবতে শিখবো।
রাস্তায় ময়লা ফেলার পূর্বে চিন্তা করবো পথচারির কষ্টের কথা।
ইনশাআল্লাহ ভাই, সুদিন কথা দিয়েছে সে আসবেই।
ভালো থাকবেন।
৮| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এদের দেখেও যদি শিখত !
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০
উপপাদ্য বলেছেন: শেখার মনমানসিকতা নেই।
তবে এদের পা চাটতে তাদের কোন সমস্যা নেই।
বহুদিন পরে দেখলাম মনে হচ্ছে। অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সুস্থ থাকুন।
৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনিয়মিত হয়ে পড়েছিলাম নানা ব্যস্ততায় ! এখন থেকে আশা করি দেখা হবে ।
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২১
উপপাদ্য বলেছেন: নিয়মিত হবার প্রত্যাশায়।
ভালো থাকুন আপু
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭
নতুন বলেছেন: এদের মানবতা আছে তাই ভাব দেখানোর জন্য হলেও করে...
আমাদের দেশ তো বাপ আর স্বামীর সম্পত্তি তাই কারুর পরও করেনা...