নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

উপপাদ্য

ইমেইল: [email protected]

উপপাদ্য › বিস্তারিত পোস্টঃ

শহীদ নুরুজ্জামান জনি : বুকের গভীরে লেখা ছিলো বাংলাদেশ

২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

জনি সবার কাছে দোআ চেয়েছিলো। বলেছিলো অল্পের জন্য বেঁচে গিয়েছে। কিন্তু ঘাতকের হাত থেকে সে বাঁচতে পারেনি। ঘাতক তার পিছু নিয়েছিলো তাকে খুন করবেই বলে। কারন সে মুক্তিকামী মজলুমের জন্য মিছিলে-শ্লোগানে প্রকম্পিত করতো রাজপথ। আর ঘাতকের ভয় এখানেই। ঘাতকের ভয় জনিদের বজ্র নিনাদে যদি ঘুম ভেঙে যায় নিপীড়িতের, জনিদের সাহসী আযানে যদি জেগে উঠে নিদ্রালু জাতি, তাহলে স্বৈরাচারের সিংহাসন উড়ে যাবে তাসের ঘর হয়ে। তাই ধূর্ত শিয়ালের মতো রাতের অন্ধকারে হাত পা বেঁধে নৃসংশ ভাবে হত্যা করে ঘাতক ফ্যাসিস্ট বাহিনী। গুনে গুনে ১৫টা গুলি করেছিলো জনির বুকে-পেটে। ঝাঁঝরা হয়ে যায় এক সাহসী বিপ্লবীর প্রশস্ত বুক। যে বুকের গভীরে লেখা ছিলো বাংলাদেশ।



আহা ঘুমন্ত এমন পবিত্র মুখ খানী থেকে কেমন যেনো এক টুকরো আলো টিকরে বেরুচ্ছিলো। শান্ত, সৌম্য বদনখানীতে ভয়ের লেশ মাত্র নেই। ঠিক যেনো ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, জনি বলে ডাকলেই মিছিলে শামিল হবে সর্বাগ্রে, থাকবে সামনের সারিতে। নিশ্চিত মৃত্যু জেনে নিশ্চয় জনি তার সাহসী উচ্চরনে বলেছিলো "বাংলাদেশ-জিন্দাবাদ"। পেতে দিয়েছিলো আকাশ সমান উদার বুক ঘাতকের পিস্তলের সামনে। তার রক্তের ধারা কান্না করতে করতে ছুটে চলছে বাংলাদেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। প্রতিটা মুক্তিকামী মানুষের হৃদয়ে হাহাকার, মুক্তির জন্য আর কতো রক্ত চাই তোমাদের হে ঘাতকের দল।



আজ ঢাকা শহরের পীচঢালা রাজপথ জনি'র রক্তে স্যাঁতস্যাঁতে, বাংলাদেশের শক্ত দোআঁশ সিক্ত হয়েছে বেদনার নোনা জলে। বিপ্লবের জন্য জনির সাথীরা ছটফট করছে। বিচার নয়, প্রতিশোধ চাই। বিচার নয়, প্রতিশোধ চাই।

জনি তোমার বিপদমুক্তির জন্য দোআ করার কথা ছিলো, কিন্তু দূর্ভাগা এই জাতি আজ নিরবে অশ্রু ফেলছে তোমার পরকালীন মাগফেরাতের জন্য। মহান আল্লাহ সুবহানাওয়াতালা যেনো তোমাকে তার মেহমান "শহীদ" হিসেবে কবুল করেন। আমীন।


[আজ বেদনা সিক্ত হৃদয়ে আরো স্মরন করছি গত তিন দিনের ভেতর ঘাতক হাসিনার নাৎসী বাহিনীর হাতে খুন হওয়া ইমরুল কায়েস, জোবায়ের ও মতিউর রহমানকে]


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

দ্যা আহমেদ মামুন বলেছেন: যেখানে থাক
আমি জানি এখান থেকে ভালো আছো।
দোয়া করি তোমার মা তোমার শোক যেন কাটিয়ে উঠতে পারেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

উপপাদ্য বলেছেন: জনিরা জিবন দিয়ে শিখিয়ে যায়,

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারলেই এদের রক্তের সত্যিকার প্রতিশোধ নেয়া হবে........।

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্দুকের নলের মূখে
আর মুক্তিকামী জনতার রক্তে কোন স্বৈরাচারই টিকে নাই।

ইনশাল্লাহ এও টিকবেনা।

বাকশাল যেমন বাংলার মানুষ হাজার হাজার শহীদানের পরও ঘৃনায় ছুড়ে ফেলেছিল...
নব্য স্বৈরাচারকেও তেমনি ৫ই জানুয়ারী ঘরে বসে নিরব প্রত্যাখানে সরব প্রতিবাদ জানিয়েছে- আমরা তোমাদের সাথে নাই!!!

আর সেই প্রত্যাখানের সত্যে মাথা নষ্ট হয়ে যাওয়া কথিত নেতাদের গোয়ার্তুমি ডায়ালগ আর হম্বি তম্বি জাতি নিরবে সইছে!!!!!!!

স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র মুক্তিপাক।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

ঢাকাবাসী বলেছেন: ওদের হাতে ক্ষমতা, কিসসু করার নেই।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: পতন আসছে পতন, গজব পড়বে। ধিক্কার দেই, ঘৃণা জানাই। এ পোড়া চোখের জল বৃথা যাবেনা। নিশ্চই না। X( X(

৫| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


পেট্রোল বোমা মিস করতেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.