![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিছিল আমায় আজকে বড় টানছে রাজপথে
বিজয় মিছিল শেষ করে ধরবো প্রিয়ার হাতে
ভাইয়ের রক্ত যায় গড়িয়ে, অশ্রু মায়ের চোখে
কেমন করে থাকবো বসে, সাধ্য কার রুখে
প্রিয়া তোমায় কথা দিলাম, আসছি আমি ফিরে
তোমার জন্য একটি গোলাপ মন গহীনের নীড়ে
মিছিল আমায় আজকে বড় টানছে মহাক্ষোভে
আঁধার কেটে হাসবে দেখো সূর্যটাযে পূবে
বাঁধন হারা বিপ্লবীরা বের হয়েছে ভাই
কন্ঠ ছেড়ে শ্লোগান তুলে "যুদ্ধে চলো যাই"
হায়েনা মুক্ত দেশ গড়বো বজ্র-নিনাদ তুলি
ভাইয়ের রক্ত সারাদেশে কেমনে আমি ভুলি
মিছিল আমায় আজকে বড় টানছে জনস্রোতে
গন হত্যার প্রতিশোধ হবেই আমায় নিতে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ।
কবিতা তো পড়তে ও বুঝতে শিখেছিলাম বিপ্লবী কবিতার মাধ্যমেই। নিশ্চয় মনে পরে
মহা বিদ্রোহী রনক্লান্ত
....................
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বিপ্লবী কবিতা ।+
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
উপপাদ্য বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার কবি ভাই।
অনেক দিন পর.......
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: এ্ই সময়ের বিপ্লবী কবিতা ! ভালোইতো লাগলো । কবিকে শুভেচ্ছা -সতত: ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০২
উপপাদ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহমেদ রুহুল আমিন ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২০
কলমের কালি শেষ বলেছেন: বিপ্লবী কবিতায় ভাল লাগল ।