নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.eimatro.com

www.eimatro.com

উড়ালিয়া

ডেস্ক এডিটর হিসেবে কর্মরত আছি www.eimatro.com এ

উড়ালিয়া › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চয়তার মাঝে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪

সোর্সঃ http://www.eimatro.com/7106.php



ক্ষমতাসীনদের জনপ্রিয়তা নিয়ে দোলাচলে থাকায় বারবারই পিছিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। বিভিন্ন সিটি নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের একের পর এক পরাজয়ে অনিশ্চয়তায় চলে গেছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন না দিয়ে আগে ঢাকার বাইরের জনমত যাচাইয়ের চেষ্টা করে সরকার। কিন্তু চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা প্রতিটি সিটি নির্বাচনেই ধরাশয়ী হয় সরকার দলীয় সমর্থিত প্রার্থী।



সর্বশেষ খুলনা,বরিশাল,সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশেন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের কিছুদিনের মধ্যেই ঢাকায় নির্বাচনের কথা ছিল। এই চার সিটির ভোট থেকে সরকারও নিজেদের জনপ্রিয়তা যাচাই করে নেবে এমনই চিন্তা ছিল শাষক দলের নীতিনির্ধারকদের।



কিন্তু গতকাল হয়ে যাওয়া এই চার সিটি কর্পোরেশনে সরকার সমর্থিত প্রার্থীরা ব্যাপক প্রশাষনিক অনুকূল পরিস্থিতির পরও শোচনীয় পরাজয় বরন করে বিরোধী প্রার্থীদের কাছে। আর তাতেই এখন বিভিন্ন জায়গায় সরকারের জনপ্রিয়তা বিশাল প্রশ্নের সম্মুখীন। এমনকি খোদ আওয়ামী কর্মীরাও এখন অনেকটা চুপ। অনেকেরই ধারনা এই ধারা বজায় থাকতে পারে ঢাকা সিটির নির্বাচনে। যেখানে বাড়তি ইসু হিসেবে যোগ হতে পারে ব্যাপক বিরোধীতার পরও ঢাকা সিটিকে দু ভাগ করা।



তাই সরকারের জনপ্রিয়তা যেখানে বিশাল প্রশ্নের মুখে সেখানে আসন্ন জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে ঢাকাতে সিটি নির্বাচন না হবার সম্ভাবনাই বেশী। অনেকের মতে ঢাকার যে কোন নির্বাচনের ফলাফল যেমন জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে তেমনি এই নির্বাচনে বিজয়ী প্রার্থীরা জাতীয় নির্বাচনে তাদের দলকে দিতে পারেন বাড়তি কিছু সহায়তা।



আর এসব মিলিয়ে সরকার যদি এ মুহূর্তে কোন ঝুকি নিতে না চায় তাহলে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনেকাটা অনিশ্চয়তার মুখেই পড়ে গেল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৫

আলতামাশ বলেছেন: নিশ্চিত পরাজয়ের ভয়ে ঢাকা সিটি নির্বাচন অনিশ্চিত করে দিয়েছে বাল।

আমরা সবাই রাজাকার।
বাম-বালরে দিব ঘাড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.