![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ব প্রকাশঃ http://www.eimatro.com/8303.php
ইসলামী ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। তাই ইসলামী ব্যাংককে নিজেদের প্রতিষ্ঠান মনে করে সবাইকে সেবা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
মহীউদ্দীন বলেন, ইসলামী ব্যাংক কারো ব্যক্তিগত সম্পদ নয়- এটি জনগণের। লিমিটেড কোম্পানি হিসেবে এ ব্যাংক জনসাধারণের প্রতিষ্ঠান।
বুধবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ইসলামী ব্যাংকের ২৭৭তম শাখা উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সাচারবাসীর জন্য আজ একটি ভালো দিন। সাচারে ইসলামী ব্যাংকের শাখা খোলা হচ্ছে। ব্যাংকের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই কচুয়াকে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ এসেছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।
সাচার ও কচুয়াকে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমি বদ্ধ পরিকর। সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় ব্যাংক স্থাপন করছে।
ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার ভুঁঞা এবং সাচার বাজার বণিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন তালুকদার।
©somewhere in net ltd.