![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু অনুভুতি বড্ড আকস্মিক ভাবেই আসে। তাদের কোন নাম থাকে না। কোন ভিত্তি থাকে না। তবে সারাজীবন হৃদয় এর এক কোনে আপন হয়ে জমা থাকে। হয়তবা তা সামান্য মুহূর্ত ছিল কিন্তু সেই সামান্য মুহূর্ত তেই জীবনের একটা বিরাট গল্প ধরা পড়ে যায়।
অধরা আকুতি রয়ে যায় সারাজীবন,কখনো সখনো কবিতার মাঝে প্রকাশিত হয় সেই আকুতি। কবির লেখা কবিতায়,গীতিকারের গানের মাঝে ফুল ফুটে, ফুল ঝরে-অগণিত অসংখ্য। হিসেব ছাড়া ফুল ফোটানো, বসন্ত আনা চির স্বভাব লেখনীর। ফুল ফুটিয়েই দিগন্তে মিলানো যেন চিরচারিত এক লুকোচুরির খেলা,হেলা-অবহেলায় বেলা অবেলায়। পিছু ফিরে চাইবার সময় থাকে না, জানতে হয় না কে ফুল তুলল,কে খোঁপায় পড়লে,কে ই বা ফুলদানিতে রাখল,কেই বা পায়ে ডলে পিষে শেষ করল আবার কারো ডায়েরির ভাজেই সারাজীবন ভালবেসে মধুমাখামাখির মত হলদেটে রং ছড়ায়, মিশে যায় প্রতি পাতায় পাতায়,অনুভুতিতে,জাগরণে।কখনো সেই ফুলের সুবাস বীণার ঝংকারে তীব্র থেকে তীব্রতর হয়; ভৈরবী, মালকোষ,ইমন,জৌনপুরী সহ আর হরেক রাগ,তান আলাপে উত্তাল বেদুঈন এর মত আনাগোনা করে। অনেকটা কচ্ছপের গতির মত চলা দিনের পর দিন....... অবশেষে চলেই যেতে হয়.....
খুন হয়ে যায় শত শত স্বপ্ন
হয়তো নিজে হাতে খুন করতে হয় না ,তাই বলে যে কেউ এই লেখনীর জন্য নিজে খুন হয় নাই এটা বলতে পারব না!
অতঃপর
লেখক দোষী!
কিন্তু আসলে লেখকের ও বাস্তবতা টা ভিন্ন...অনেক বেশি ভিন্ন
১৮ ই জুন, ২০১৫ রাত ১:৩০
উর্বি বলেছেন: হয়তবা
২| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৫৯
নীলনীলপরী বলেছেন: ওহে উর্বি
তব জীবন হৌক বিকশিত
পদ্মপাতার পরে পদ্মিনী সম
তুমি গৌরবে হও গরবীত।
১৮ ই জুন, ২০১৫ রাত ১:৩১
উর্বি বলেছেন: শুকরিয়া পরী আপি....
৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:১৫
রিপন বড়ুয়া বলেছেন: ভালো লাগল আপুনি
১৮ ই জুন, ২০১৫ রাত ১:৩২
উর্বি বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লিখেছেন।
খুন হয়ে যায় শত শত স্বপ্ন আর তাইতো নিত্য বসত গড়ে নব নব স্বপ্ন সকল। আর সেই স্বপ্ন ঘিরেই প্রতিদিন নতুন করে বাঁচতে শিখি আমরা, তাই না?
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
১৮ ই জুন, ২০১৫ রাত ১:৩৩
উর্বি বলেছেন: কেউ বাঁচতে শিখে কেউ বা সকালেই ঝরে যায়
৫| ১৯ শে জুন, ২০১৫ রাত ২:১৩
জেন রসি বলেছেন: কখনও লেখক বাস্তব থেকে বিছিন্ন হয়ে যায়, আবার কখনও বাস্তব লেখক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়!
১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩
উর্বি বলেছেন: কথা ঠিক
৬| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:৩৮
কলমের কালি শেষ বলেছেন: ফুল ফুটিয়েই দিগন্তে মিলানো যেন চিরচারিত এক লুকোচুরির খেলা,হেলা-অবহেলায় বেলা অবেলায়। পিছু ফিরে চাইবার সময় থাকে না, জানতে হয় না কে ফুল তুলল,কে খোঁপায় পড়লে,কে ই বা ফুলদানিতে রাখল,কেই বা পায়ে ডলে পিষে শেষ করল আবার কারো ডায়েরির ভাজেই সারাজীবন ভালবেসে মধুমাখামাখির মত হলদেটে রং ছড়ায়, মিশে যায় প্রতি পাতায় পাতায়,অনুভুতিতে,জাগরণে।
প্রতিটি মূহুর্তের ভিন্নমনে ভিন্নতায় উপভোগই সকলকে আলাদা করে । তাই জীবন এতোটা অর্থ বহন করে ।
ভাল থাকুন ।
২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:১২
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন: জীবন হইল লাখ লাখ অল্প গল্প। জোড়া দিলে উপন্যাস মহাকাব্যের বাইরের কিছুই হয়। কেউ দায়ীনা। মহাকাল দায়ী।