![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি অদ্ভুত তাই না!
.
মেয়েটা সারাদিন হেসে খেলে কাটালো। বাড়ি ভরা আত্মীয় স্বজন আপ্যায়ন করল! তার সুন্দর করে বাধা খোপাটা দেখে সবাই ইম্প্রেস।
অথচ কেউ জানে না একটা দিন আগেই সে রাতের আধারে ছাদের রেলিং এ চড়ে নিজেকে শেষ করে দিতে দিতে ফিরে এসেছে...
.
চশমা পড়া বোকাসোকা ছেলেটা খুব সুন্দর করে তার ফ্রেন্ড এর এসাইন্মেন্ট করে দিল অনুরোধ ফেলতে না পেরে !
অথচ কেউ জানে না আগের রাতে ছেলেটা তার বাবার কাছে গঞ্জনা শুনতে শুনতে ব্লেড টা নিয়ে হাতে পোচ দিতে দিতেও ফিরে এসেছে।
.
"এই!ছোটি! তোর স্কেল নিয়েছিস?"
"বাবা! তোমার ওয়ালেট নিয়েছ?"
" মা! সকালে গ্যাসের ওষুধ খেয়েছ?"
সবাইকে জিজ্ঞেস করে মেয়েটা। যাই হোক না কেন মুখে সবসময় কর্পোরেট স্মাইল টা ঝুলেই থাকে। একাই লড়াই করে গিয়েছে প্রতিটা সময়ে।
কিন্তু কেউ জানে না আগের রাতে নিজেকে শেষ করার জন্য, নিজেকে পরিবারের বোঝা শুনতে শুনতে সে গোটা দশেক ঘুমের বড়ি খুলে খেতে যেয়েও ফিরে এসেছে।
.
"মামা! সিথী রে একটু ম্যানেজ কর না। প্লিজ।ওরে ছাড়া বাচব না"
"আরেহ ব্যাপার না! হয়ে যাবে মামা"
সবার জন্য ভরসা ছেলেটা।
অথচ কেউ জানে না সেই ছেলেটা নিজের ভরসার জায়গা হারিয়ে কতবার নিজে চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিল আর মনে প্রাণে চেয়েছিল সব শেষ হয়ে যাক।
.
সত্যই খুব অদ্ভুত এই পৃথিবীটা
বড্ড অদ্ভুত তার লেনা দেনার হিসাব........
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
সচেতনহ্যাপী বলেছেন: আবেগ এবং বাস্তবতা পুরোই দু'মেরুতে অবস্থান।। বয়সও একটা ফ্যাক্টর বটে।।
নিজেও "সেই বয়সে" আত্মহত্যা করতে চেয়েছি "কতভাবেই" না!!
আর আজ যখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে সময় আসে চলে যাবার সময় আসে তখন ভয়ে আশ্রয় নেই "কম্বলের তলায়"।।
হয়তো বুঝতে পারি নি, আপনার লেখার মর্ম।। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন।।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩
উর্বি বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: এমন হাজারো ঘটনা চারপাশে ঘটার প্রস্তুতি নেয়, কেউ ফিরে আসে কেউ না, তবে সমাজের এ চিত্র বদলে যাক কেউ যেন জীবন শেষ করার পথ না খোঁজে, সবার চোখে থাকুক উজ্জ্বল আগামীর স্বপ্ন।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬
উর্বি বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১
অপু নীল বলেছেন: সত্যই খুব অদ্ভুত এই পৃথিবীটা
বড্ড অদ্ভুত তার লেনা দেনার
হিসাব........
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৮
অপু নীল বলেছেন: আসলেই কতো ঘটনা যে প্রতিনিয়ত
ঘটতে গিয়েও ঘটে না । তা কেউ টের
পায় না । আপন মানুষদের কাছে
অবহেলিত
প্রাণের নিঃশব্দ আর্তনাদ কয়জনই
বা শুনতে পায় ?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৭
রোকসানা লেইস বলেছেন: কাছের মানুষ যদি উপলব্ধি করত আরেকটু খুব বদলে যেত পৃথিবী
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
টরপিড বলেছেন: জীবন আসলেই অনেক অদ্ভূত। একই সাথে অনেক সুন্দরও। সৌন্দর্যের রূপটা একেক সময় একেকরকম। আমরা কখনো দেখি, কখনো দেখিনা, আবার কখনো কখনো দেখার চেষ্টাও করিনা। এই যে আমাদের আবেগের তীব্রতার কথা বললেন, কখনো আমাদের এত কষ্ট, এত অভিমান জমা হয়, যে নিজেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়। আমাদের জীবনটা যে অদ্ভূতরকম সুন্দর, আমাদের তীব্র আবেগ তার অন্যতম কারণ।
ধন্যবাদ (দেখলাম আপনি সবাইকে ধন্যবাদ দিচ্ছেন, তাই আমিই আপনাকে আগে দিয়ে দিলাম, আপনি হয়ত এবার দু'এক লাইন লিখলেও লিখতে পারেন এই আশায় )।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
উর্বি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহা
ঠিক কথা বলেছেন
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন অাগে অামি নিজেও রেললাইনের কাছ থেকে ফিরে এসেছি ।
উর্বি অাপু, অাপ্নার মন খারাপ থাকলে বাপ্পা মজুমদারের "অাজ তোমার মন খারাপ, মেয়ে" গানটা শুনে অাসতে পারেন!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
উর্বি বলেছেন: অবশ্যই .......
ধন্যবাদ
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
ধমনী বলেছেন: কষ্ট ব্যাতীত জীবনবোধ গভীর হয় না। কবির হৃদয়ের রক্তক্ষরণ প্রকাশিত হয় কবিতায় আর শিল্পীরটা সফেদ ক্যানভাসে। উপলব্ধির পংক্তিমালা বিবৃত হোক ক্ষণে ক্ষণে। তবে যারা কম বয়সেই গভীর অনুভূতি লালন করতে শুরু করে তাদের জন্য জীবনটা হয়ে যায় বর্ণচ্ছটা হীন। আপনার ক্ষেত্রেও একই অাশঙ্কা....
অনেকদিন পর লিখলেন বোধ হয়।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
উর্বি বলেছেন: হূম
ধন্যবাদ
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
প্রামানিক বলেছেন: কতো ঘটনা প্রতিনিয়ত ঘটতে গিয়েও ঘটে না এসব ঘটনা অজানাই থেকে যায় । আপন মানুষরা মনের দুঃখ বুঝতে চেয়েও বোঝার চেষ্টা করে না।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
উর্বি বলেছেন: আসলেই
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
সাহসী সন্তান বলেছেন: বাব্বাহ কত্তদিন পর উর্বিপুরে দেখলাম?
অল্প কথায় চমৎকার কিছু কথা লিখেছেন! অনেক ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
উর্বি বলেছেন:
অসুস্থ কিছুটা
ধন্যবাদ
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আসলেও প্রিয়জনেরা অনেকসময়ই দ্বায়িত্বশীল মানুষের কাছ থেকে কেবল নিয়েই যায়। আর কিছু কিছু মানুষ কেবল দিয়েই যায়।কাউকে তার ভার বইবার জন্য পাশে পায়না।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
জেন রসি বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে। আমি নিজেই অবশ্য কয়েকদিন পরপর কিছুক্ষনের জন্য আসি।
অভিমান তীব্র হইলে সেখানে কিছু যুক্তি মিশিয়ে একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করা যাইতে পারে!! তাতে আত্মহননের ইচ্ছা নির্বাসিত হইতে বাধ্য।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
উর্বি বলেছেন: কেমনে?????
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
নেক্সাস বলেছেন: মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে ? হিসেব মিলছেনা
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
কেউ নেই বলে নয় বলেছেন: মনে প্রাণে চেয়েছিল সব শেষ হয়ে যাক
একটা কবিতার মত লাইন। ভালোলাগছিলো পড়তে।
মনে প্রানে চাই সবকিছু শেষ হয়ে যাক,
কেবল দোয়েলরা ফিরুক আরেকবার!
আর একটা মায়া হরিন উঁকি দিক ইতস্তত।
তার শিং এ এসে বসুক একটা জলফড়িং,
মুগ্ধ চোখে অনেক মায়ায় দেখবো ওদের-
শেষবার!
শুভকামনা রইলো।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
উর্বি বলেছেন: বাহ
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
রানা আমান বলেছেন: লেখাটা খুব ভালো লেগেছে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
অগ্নি সারথি বলেছেন: সত্যই খুব অদ্ভুত এই পৃথিবীটা
বড্ড অদ্ভুত তার লেনা দেনার হিসাব........
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: সত্যই খুব অদ্ভুত এই পৃথিবীটা
বড্ড অদ্ভুত তার লেনা দেনার হিসাব.......
হুম এর মধ্যেই আমাদের টিকে থাকা।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: চাওয়া পাওয়া কিংবা আবেগের অসামঞ্জস্যতা আত্মহননের কারণ হতে পারে না।
পড়তে বেশ ভালো লাগছিল।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
উর্বি বলেছেন: ধন্যবাদ
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: বেশ ভালো। +
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
উর্বি বলেছেন: ধন্যবাদ
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
উর্বি বলেছেন: ধন্যবাদ
২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০
শামীম আরেফীন বলেছেন: এমন কত গল্প আড়ালেই থেকে যায়। অদ্ভুত এক জীবনের সাথে আমরা হাসি মুখে জুয়া খেলে যাই! সুন্দর লিখেছেন
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫২
উর্বি বলেছেন: ধন্যবাদ
২৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
ফরিদ আহমাদ বলেছেন: সত্যিই সবচেয়ে চটপটে ছেলে আর মেয়ের মধ্যে কত কিযে লুকায়িত বেশভূষায় বুঝার জো নেই।
আমারতো মনে হয় চটপটে মানুষগুলো তাদের কষ্টকে আড়াল করার জন্যে চটপটে।
ক্যানভাস সিরিজের লেখায় ভালোলাগা।
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২
মানবী বলেছেন: এমন ভালো ছেলে মেয়েরা এতো সহজে আর মেনে নিতে চাইবে কেনো?
আত্মহনন শুধু কাপুরুষোচিত কাজ নয়, ভীষণ স্বার্থপরতাও।
এই মেয়েটির কথা বিবেচনা করলে দেখা যায়, তার অনুপস্থিতিতে ছোটি, বাবা, মা সকলের শুধু মানসিক নয় বরং দৈনন্দিন জীবনে সংকটের সৃষ্টি হবে। যে ছেলে সকলের ভরসা, সে নিতান্ত স্বার্থপর না হলে আত্নহননের কথা ভাববেনা!
:-)
শুন্য ক্যানভাস ছুঁয়ে গেলো উর্বি :-)