|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
       মনটা আজ ভাল নাই কেন জানি না।খুবিই খারাপ লাগছে মনে হয় কেউ নাই কিছু নাই।আসলেইত এই পৃথিবীতে আমরা সবাই একা।সবাই আছে তবুও মানুষ একা।মা,বাবা,সামী, সন্তান সবাই থাকতে কেন মানুষ একা? নিজেকে ছাড়া মানুষ কাউকে বুঝে না,বুঝতেও চায় না।এই পৃথিবীর মানুষ গুলো কেন যে এমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না।মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা মানুষ কাউকে বলতে চেয়েও মানুষ কারো কাছে  বলতে পারে না। নিজের সেই আপন মানুষ গুলোর কাছেও ভাগ করতে পারে না।যা তার নিজের গভিরেই রয়ে যায় আজীবন।যাতে মানুষ গুমরে কেঁদে মরে।মানুষের জীবন কাহিনী এখানে ই থেমে থাকে না।তবুও মানুষের জীবন কাহিনী চলতে থাকে,চলছে,চলবে....................
মানুষের  জীবন কাহিনী বুঝি এমনই হয়।
 ১১ টি
    	১১ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ৩০ শে এপ্রিল, ২০০৯  রাত ২:১৫
৩০ শে এপ্রিল, ২০০৯  রাত ২:১৫
ভিয়েনাস বলেছেন: সবাই আছে তবুও মানুষ একা...............
৩|  ৩০ শে এপ্রিল, ২০০৯  রাত ২:২০
৩০ শে এপ্রিল, ২০০৯  রাত ২:২০
এন এইচ আর বলেছেন: কিছু কথা বলা যায় না কিন্তু বলতে পারলে মন হালকা হয়।
৪|  ০৩ রা মে, ২০০৯  বিকাল ৪:১০
০৩ রা মে, ২০০৯  বিকাল ৪:১০
অনন্ত রেয়হান বলেছেন: এমনই সব.. যতদিন নিজের ত্যাগ আছে ততদিন মানুষ মনে রাখে, এটাই নিয়ম!
আমরা  সত্যি বলতে কি খুব একা, যার যার অবস্থান থেকে একাই বসবাস করছি।
ব্লগে স্বাগতম!
আপনার না জানা কথা আর একাকীত্বের কষ্টটুকু একটুখানি শেয়ার করার ব্যর্থ চেষ্টা।
ভাল থাকুন। অনেক ভাল
৫|  ০৪ ঠা মে, ২০০৯  সকাল ১১:৪৪
০৪ ঠা মে, ২০০৯  সকাল ১১:৪৪
ছেড়া_আকাশ বলেছেন: "...মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা মানুষ কাউকে বলতে চেয়েও মানুষ কারো কাছে বলতে পারে না..."
আজ সকাল থেকেই আমার মনটা বেশ বিক্ষিপ্ত | আমি পাঠক হিসেবে মোটেও ভালো নই | কিন্তু  আপনার ব্লগ পড়ে মনে হলো ঠিক এইরকম কিছু কথাই আমার ভিতরেও দাউ-দাউ করে জলছে আর আমি পুড়ে যাচ্ছি ভেতর থেকে  একটু একটু করে | 
৬|  ০৫ ই মে, ২০০৯  রাত ১২:৫০
০৫ ই মে, ২০০৯  রাত ১২:৫০
জয় সরকার বলেছেন: একলা মানুষ মাতৃগর্ভে 
একলা মানুষ চিতায়
একলা পুএউষ কর্তব্যে 
আর একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকীটা সময়
একলা না থাকার অভিনয়।
বেশি পুরুষতান্ত্রিক কথা হয়ে গেল না?
আমার কোন দোষ নাই...কারন কথাগুলো নচিকেতার।
৭|  ০৫ ই মে, ২০০৯  রাত ১২:৫৭
০৫ ই মে, ২০০৯  রাত ১২:৫৭
সাইফুল্যাহ কামরুল বলেছেন: সত্য উচ্চারণ
৮|  ০৫ ই মে, ২০০৯  রাত ১২:৫৭
০৫ ই মে, ২০০৯  রাত ১২:৫৭
নিউটন বলেছেন: আজ মোনটা অনেক ফুরফুরে
৯|  ০৫ ই মে, ২০০৯  রাত ১:১১
০৫ ই মে, ২০০৯  রাত ১:১১
কালপুরুষ বলেছেন: ব্লগে মন ভাল করার মতো অনেক লেখা আছে। পড়তে পারেন। "আকাশচুরি", (অ)গাণিতিক, "বিহংগ", "সহেলী", "ঊশৃঙ্খল ঝড়কন্যা", "রুখসানা তাজীন" এবং আরো কিছু ব্লগারের গদ্য লেখা আছে। ভাল লাগতে পারে।
১০|  ০৫ ই মে, ২০০৯  দুপুর ১:৩৮
০৫ ই মে, ২০০৯  দুপুর ১:৩৮
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: বিচিত্র এ জীবন
১১|  ০৫ ই মে, ২০০৯  বিকাল ৩:৩৪
০৫ ই মে, ২০০৯  বিকাল ৩:৩৪
রিফাত হোসেন বলেছেন: বুঝলাম । হেহেহেহেহেহ 
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০০৯  রাত ২:০৯
৩০ শে এপ্রিল, ২০০৯  রাত ২:০৯
নেক্সাস বলেছেন: নিজেকে ছাড়া মানুষ কাউকে বুঝে না,বুঝতেও চায় না..... সত্য উচ্চারণ.
-------------------------------------------------------------------
স্বার্থের আগুনে জলসে যাওয়া পৃথীবিতে মানুষেরা নিজেরাই নিজেদের একা বানিয়ে ফেলেছে.....