| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার স্বৈরাচারি বিধি-নিষেধ
আর মুহঃমুহ ১৪৪ ধারা জারি, পুলিশি গুলি;
নিরুপায় অনুভূতি পালিয়ে বেড়ায় নৈঃশব্দ্যের চোরাগলি,,
না-হয় নিত্য-নতুন খাম-খেয়ালি সংবিধান
আর অনূভুতির নিষ্ঠুর সহিংস-কর্মসূচী;
মৌন মিছিল ভুলে ভালবাসা আজ ফেরার আততায়ী,,,,
৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৮
***উড়নচণ্ডী*** বলেছেন: হাহাহাহা। ২ লাইন লিখার ৬ লাইন পোস্টমর্টাম, পুরাই তো হিট খাইয়া গেলাম।
ফেরারী শব্দটা আমিও শুনেছি, আবার ফেরার শব্দটাও আমি আছে বলে জানি, খুজে পেলে জানাবো, আর না থাকলেও ফেরার শব্দটাই আমার ভালো লাগে। রাজনীতিকে প্রথম ভালোবাসা বলেই জেনেছি, কিন্তু বর্তমানে উনি দূর্নীতি আর ক্ষমতারলোভীদের সাথে পরকীয়ায় ব্যাস্ত, তাই আপাতত ছুটিতে আছি।
শুভকামনা জানবেন।
২|
৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:২৪
শায়মা বলেছেন: ২ লাইনে ৬ লাইন পোস্টমর্টাম করবোনা!!!!!!!!!
আমার লেখাকে হিন্দী সিরিয়াল বলছো! আর রক্ষা নাই এখন তুমি লেখা দিলেই তার প্রতি অক্ষর বিশ্লেষিত করা হইবেক।
আর ফেরার শব্দ বলে কিছু নেই। নিশ্চয় এটা কবির নিউ ভোকাবুল্যারী!![]()
![]()
![]()
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭
***উড়নচণ্ডী*** বলেছেন: হাহাহাহাহা, আপু অনেক মজা করে কথা বলেন। তাহলে এখন থেকে আমার সারাংশের ভাবসম্প্রসারণ করার দায়িত্ব আপনি নিচ্ছেনতো, না করতে পারলাম না পাছে মনঃকষ্টে ভোগেন, তবে বেশি কিছু দিতে পারবো না খাঁটি গাঁওয়া আন্তরিকতা আর শুভ-কামনা ছাড়া! ফেরার শব্দটা বলে কিছু নাই, আমিও খুজে-ফিরে কিছু পাইনি, কিন্তু নিজের ভেতর অন্য রকম একটা অনুভূতির হয়। শুভকামনা জানবেন।
৩|
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: লিখার সাথে মন্তব্যগুলিও অনেক উপভোগ্য হয়েছে ।
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০২
***উড়নচণ্ডী*** বলেছেন: যথার্থ বলেছেন, আমি আরো এক ডিগ্রী যোগ করবো, লিখার চাইতেও শায়মা আপুর কমেন্টসগুলি অনেক বেশি উপভোগ্য হয়েছে। শুভকামনা জানবেন।
৪|
১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:১১
শায়মা বলেছেন: ৩. ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩ ০
ডঃ এম এ আলী বলেছেন: লিখার সাথে মন্তব্যগুলিও অনেক উপভোগ্য হয়েছে ।
কই আর হলো ভাই!
উড়নচন্ডীভাইয়া সেই যে উড়েই গেলো আর দেখাই নেই ![]()
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯
***উড়নচণ্ডী*** বলেছেন: নিরাপদ দূরত্বে আছি, কিছু না পেয়ে আমাকেই না পোস্টমর্টাম টেবিলে চালান করে দেন তাই।
তবে যেকোন দিন হানা দিব ফিঙ্গে'র মত কিছু না পেলেও অন্তত্য ব্লগে দাগ কেটে আসবো। শুভকামনা জানবেন।
৫|
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৩
লাল পিপড়ে বলেছেন: না-হয় নিত্য-নতুন খাম-খেয়ালি সংবিধান
খাম-খেয়ালি লেখা ভালো লেগেছে ..... নিয়মিত লিখতেই পারেন ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:২০
শায়মা বলেছেন: তোমার স্বৈরাচারি বিধি-নিষেধ
আর মুহঃমুহ ১৪৪ ধারা জারি, পুলিশি গুলি;
নিরুপায় অনুভূতি পালিয়ে বেড়ায় নৈঃশব্দ্যের চোরাগলি,,
আহারে ! কত কষ্টেই না একজন প্রেমিক এমন লিখে!
না-হয় নিত্য-নতুন খাম-খেয়ালি সংবিধান
আর অনূভুতির নিষ্ঠুর সহিংস-কর্মসূচী;
মৌন মিছিল ভুলে ভালবাসা আজ ফেরার আততায়ী,,,,
এখানেও কষ্ট এবং আবেগ শতভাগ প্রকাশিত। তবে একটা ভুল পেয়েছি "ফেরার" আবার কি!!! ফেরারী শুনেছি ফেরার কি কবির শব্দ নাকি এমন শব্দও আছে?
কবিতায় মিটিং মিছিল সংবিধানে মনে হচ্ছে প্রেমিক একজন রাজনৈতিক কর্মী।