নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

চিতা দাহ

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

বদ্বীপের পলি কাদা মাটির এক কায়া

অতলান্তের পাড়ে কিংবা হিন্দু মার্গে বা লুম্বিনির ধুলায়,

সুসাং, মালোপাড়া, রেমাক্রী বা আটরশির ভ্রুনে বিকশিত।



হৃদয় অলিন্দে চারণ, সংজ্ঞার আদিরূপ পারিজাত আদমের হওয়া জ্যোতি,

আচানক নিশুতি রাতে কায়ার নিদ্রাপতন

সবুজের গালিচা চেয়ে গেছে শুয়ো পোকায়

চার দশা তিরোহিতে হৃদয় সিন্দুকের ব্যবচ্ছেদ।



গভীর তলের রক্ত লীলার স্রাবে

পঙ্গু বিকলাঙ্গ মুক বধির নটনটিনি গন।

সন্ধ্যা আরতি প্রার্থনা জিকির আর প্রভাতের সম্ভাষণ,

সহস্র কালের পরিক্রমায় মঞ্চায়ন।

কদাপি দৃশ্যান্তরে অসুরের উল্লম্ফন

ক্রুর রিপুর চাহনি আর খঞ্জরের খোচায় সতিচ্ছেদ, বলাত্কার

আর চিতা দাহ কায়াখানির।



পিতার শুক্রাণু সেচা কাদার দলায় আকার নিয়েছিল পদ্ব মোহনায়

অথচ অলিন্দের সিন্দুকে জমা আত্ত্বাটির ক্রমাগত বিলাপ

মহাকালের কালো গহব্বর তাকে টানছে

মহাকাল বয়ে নিয়ে বেড়াতে হবে তাকে ...............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

আরজু পনি বলেছেন:

অনেক কঠিন কবিতা !
শুভকামনা রইল ।।

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। মোটেও কঠিন নয় আপু, আমি আমার মত করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছি। তোমার জন্য ও শুভ কামনা সকল সময়ের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.